ETV Bharat / sports

কাটসুমির বেতন বাকি, FIFA-র শাস্তির মুখে ইস্টবেঙ্গল - East Bengal

ইস্টবেঙ্গলের সঙ্গে দু'বছরের চুক্তি হয়েছিল জাপানি ফুটবলার কাটসুমির ৷ চুক্তি থাকা সত্ত্বেও গত মরশুমে সই করানো হয়নি তাঁকে ৷

east-bengal
ইস্টবেঙ্গল
author img

By

Published : Feb 17, 2020, 11:58 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গল ৷ খেলোয়াড়ের বকেয়া না মেটানোয় শাস্তির মুখে পড়তে চলেছে লাল-হলুদ ৷ ফুটবলারদের বকেয়া না মেটানোয় AIFF-এর জরিমানার মুখে পড়েছে মোহনবাগান ৷ 30 দিনের মধ্যে খেলোয়াড়দের বকেয়া অর্থ সহ তিন লাখ টাকা জরিমানা গুনতে হবে সবুজ-মেরুনকে ৷ তবে ইস্টবঙ্গলের বিপদ আরও বড় ৷ কারণ তাদের বিষয়টি দেখছে FIFA ৷

ইস্টবেঙ্গলের সঙ্গে দু'বছরের চুক্তি হয়েছিল জাপানি ফুটবলার কাটসুমির ৷ চুক্তি থাকা সত্ত্বেও গত মরশুমে সই করানো হয়নি তাঁকে ৷ কারণ বিনিয়োগকারী সংস্থা কোয়েসের আগমনের পর আগের চুক্তিপত্র বাতিল হয়ে যায় ৷ নতুন করে চুক্তির কথা জানালেও কাটসুমিকে সই করানো হয়নি ৷

এরপরই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার দ্বারস্থ হন কাটসুমি ৷ চুক্তির অঙ্ক এবং ক্ষতিপূরণ বাবদ 80 লাখ টাকা চেয়ে আবেদন জানান৷ ফলে হয়ত বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছে ইস্টবেঙ্গল ৷

কলকাতা, 17 ফেব্রুয়ারি: মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গল ৷ খেলোয়াড়ের বকেয়া না মেটানোয় শাস্তির মুখে পড়তে চলেছে লাল-হলুদ ৷ ফুটবলারদের বকেয়া না মেটানোয় AIFF-এর জরিমানার মুখে পড়েছে মোহনবাগান ৷ 30 দিনের মধ্যে খেলোয়াড়দের বকেয়া অর্থ সহ তিন লাখ টাকা জরিমানা গুনতে হবে সবুজ-মেরুনকে ৷ তবে ইস্টবঙ্গলের বিপদ আরও বড় ৷ কারণ তাদের বিষয়টি দেখছে FIFA ৷

ইস্টবেঙ্গলের সঙ্গে দু'বছরের চুক্তি হয়েছিল জাপানি ফুটবলার কাটসুমির ৷ চুক্তি থাকা সত্ত্বেও গত মরশুমে সই করানো হয়নি তাঁকে ৷ কারণ বিনিয়োগকারী সংস্থা কোয়েসের আগমনের পর আগের চুক্তিপত্র বাতিল হয়ে যায় ৷ নতুন করে চুক্তির কথা জানালেও কাটসুমিকে সই করানো হয়নি ৷

এরপরই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার দ্বারস্থ হন কাটসুমি ৷ চুক্তির অঙ্ক এবং ক্ষতিপূরণ বাবদ 80 লাখ টাকা চেয়ে আবেদন জানান৷ ফলে হয়ত বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছে ইস্টবেঙ্গল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.