ETV Bharat / sports

শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে নরম ইস্টবেঙ্গলের দুই পক্ষ - i league

ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সুপার কাপে অংশগ্রহণ না করার কারণ ব্যাখ্যা করল কোয়েস ইস্টবেঙ্গল ।

author img

By

Published : Apr 28, 2019, 10:05 PM IST

কলকাতা, 28 এপ্রিল : ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সুপার কাপে অংশগ্রহণ না করার কারণ ব্যাখ্যা করল কোয়েস ইস্টবেঙ্গল । লাল হলুদ ক্লাবের বিনিয়োগকারী সংস্থার পক্ষে প্রতিনিধিত্ব করেন সঞ্জিত সেন এবং ক্লাবের তরফে কমিটির মুখোমুখি হন সদানন্দ মুখার্জি । তিনি কেন সুপার কাপ ইশুতে আই লিগ ক্লাবের জোটের সঙ্গী হয়েছেন তা বলেন । একইভাবে ক্লাবের ইতিহাসের কথা তুলে ধরেন । ফেডারেশনের বিরুদ্ধাচরণ নয় সুসম্পর্ক রেখে চলাই লক্ষ্য বলে শৃঙ্খলা রক্ষা কমিটিকে জানান সঞ্জিত সেন ।

সুপার কাপে অংশগ্রহণ করেনি আই লিগের সাতটি ক্লাব । ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডার নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটানোর প্রতিবাদেই আই লিগ ক্লাবগুলো বয়কটের রাস্তায় হেঁটেছিল বলে খবর । যা মেনে নেয়নি ফেডারেশন । বরং বিরুদ্ধাচরণ করায় শাস্তির পক্ষে রায় দিতে পারে তারা । তারই সূত্র ধরে শৃঙ্খলারক্ষা কমিটি আই লিগের ক্লাবগুলোর বক্তব্য শুনছে । গতকাল মোহনবাগানের দুই শীর্ষকর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু আইনজীবীকে সঙ্গে নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন ।

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সদানন্দ মুখার্জি না খেলতে পারার কারণ ব্যাখ্যা করেন। তারা তাদের বিনিয়োগকারী সংস্থাকে ক্লাবের ইতিহাস ঐতিহ্যের কথা বলে সুপার কাপ বয়কট না করার অনুরোধ করেছিলেন । কারণ ইস্টবেঙ্গল তার শতবর্ষ ছুঁইছুঁই ইতিহাসে কোনও টুর্নামেন্ট বয়কটের রাস্তায় হাঁটেনি । বিনিয়োগকারী সংস্থার হাতে ক্ষমতা থাকায় ক্লাব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপারগ বলেও শৃঙ্খলারক্ষা কমিটির সামনে জানিয়েছে ক্লাব নিযুক্ত প্রতিনিধি । শুধু তাই নয় ক্লাব প্রেসিডেন্ট ইলেভেন নামে দল তৈরি করেও প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে উদ্যোগী হয়েছিল বলে জানানো হয়েছে । সেভাবে প্র্যাকটিস শুরু হওয়ার কথাও শৃঙ্খলার রক্ষা কমিটির কাছে জানানো হয়েছে ।

কলকাতা, 28 এপ্রিল : ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সুপার কাপে অংশগ্রহণ না করার কারণ ব্যাখ্যা করল কোয়েস ইস্টবেঙ্গল । লাল হলুদ ক্লাবের বিনিয়োগকারী সংস্থার পক্ষে প্রতিনিধিত্ব করেন সঞ্জিত সেন এবং ক্লাবের তরফে কমিটির মুখোমুখি হন সদানন্দ মুখার্জি । তিনি কেন সুপার কাপ ইশুতে আই লিগ ক্লাবের জোটের সঙ্গী হয়েছেন তা বলেন । একইভাবে ক্লাবের ইতিহাসের কথা তুলে ধরেন । ফেডারেশনের বিরুদ্ধাচরণ নয় সুসম্পর্ক রেখে চলাই লক্ষ্য বলে শৃঙ্খলা রক্ষা কমিটিকে জানান সঞ্জিত সেন ।

সুপার কাপে অংশগ্রহণ করেনি আই লিগের সাতটি ক্লাব । ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডার নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটানোর প্রতিবাদেই আই লিগ ক্লাবগুলো বয়কটের রাস্তায় হেঁটেছিল বলে খবর । যা মেনে নেয়নি ফেডারেশন । বরং বিরুদ্ধাচরণ করায় শাস্তির পক্ষে রায় দিতে পারে তারা । তারই সূত্র ধরে শৃঙ্খলারক্ষা কমিটি আই লিগের ক্লাবগুলোর বক্তব্য শুনছে । গতকাল মোহনবাগানের দুই শীর্ষকর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু আইনজীবীকে সঙ্গে নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন ।

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সদানন্দ মুখার্জি না খেলতে পারার কারণ ব্যাখ্যা করেন। তারা তাদের বিনিয়োগকারী সংস্থাকে ক্লাবের ইতিহাস ঐতিহ্যের কথা বলে সুপার কাপ বয়কট না করার অনুরোধ করেছিলেন । কারণ ইস্টবেঙ্গল তার শতবর্ষ ছুঁইছুঁই ইতিহাসে কোনও টুর্নামেন্ট বয়কটের রাস্তায় হাঁটেনি । বিনিয়োগকারী সংস্থার হাতে ক্ষমতা থাকায় ক্লাব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপারগ বলেও শৃঙ্খলারক্ষা কমিটির সামনে জানিয়েছে ক্লাব নিযুক্ত প্রতিনিধি । শুধু তাই নয় ক্লাব প্রেসিডেন্ট ইলেভেন নামে দল তৈরি করেও প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে উদ্যোগী হয়েছিল বলে জানানো হয়েছে । সেভাবে প্র্যাকটিস শুরু হওয়ার কথাও শৃঙ্খলার রক্ষা কমিটির কাছে জানানো হয়েছে ।

Intro:শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে নরম ইস্টবেঙ্গলের দুই পক্ষ
কলকাতা,২৮এপ্রিলঃ ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সুপার কাপে অংশগ্রহন না করার কারন ব্যাখ্যা করল কোয়েস ইস্টবেঙ্গল। লাল হলুদ ক্লাবের বিনিয়োগকারী সংস্থার পক্ষে প্রতিনিধিত্ব করেন সঞ্জিত সেন। তিনিও কেন সুপার কাপ ইস্যুতে আই লিগ ক্লাবের জোটের সঙ্গী হয়েছেন তা বলেন। একইভাবে ক্লাবের ইতিহাসের কথা তুলে ধরেন। ফেডারেশনের বিরুদ্ধাচরণ নয় সুসম্পর্ক রেখে চলাই লক্ষ্য বলে শৃঙ্খলা রক্ষা কমিটিকে জানান সঞ্জিত সেন।
ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করল ইস্টবেঙ্গল ক্লাব। সুপার কাপে অংশ গ্রহন করেনি আই লিগের সাতটি ক্লাব। ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডার নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটানোর প্রতিবাদেই আই লিগ ক্লাবগুলো বয়কটের রাস্তায় হেঁটেছিল বলে খবর। যা মেনে নেয়নি ফেডারেশন। বরং বিরুদ্ধাচরণ করায় শাস্তির পক্ষে রায় দিতে পারে তারা। তারই সুত্র ধরে শৃঙ্খলারক্ষা কমিটি আই লিগের ক্লাব গুলোর বক্তব্য শুনছে। শনিবার মোহনবাগানের দুই শীর্ষকর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু আইনজীবি সঙ্গে নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সদানন্দ মুখার্জী না খেলতে পারার কারন ব্যাখ্যা করেন। তারা তাদের বিনিয়োগকারী সংস্থাকে ক্লাবের ইতিহাস ঐতিহ্যের কথা বলে সুপার কাপ বয়কট না করার অনুরোধ করেছিলেন। কারন ইস্টবেঙ্গল তাঁর শতবর্ষ ছুইছুই ইতিহাসে কোনও টুর্নামেন্ট বয়কটের রাস্তায় হাঁটেনি। বিনিয়োগকারী সংস্থার হাতে ক্ষমতা থাকায় ক্লাব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপারগ বলেও শৃঙ্খলারক্ষা কমিটির সামনে জানিয়েছে ক্লাব নিযুক্ত প্রতিনিধি। শুধু তাই নয় ক্লাব প্রেসিডেন্ট ইলেভেন নামে দল তৈরি করেও প্রতিযোগিতায় অংশগ্রহনের ব্যাপারে উদ্যোগী হয়েছিল বলে জানানো হয়েছে। সেভাবে প্র্যাকটিস শুরু হওয়ার কথাও শৃঙ্খলার রক্ষা কমিটির কাছে জানানো হয়েছে। ক্লাবের কার্যকরী কমিটির সুপার কাপ অংশগ্রহন সংক্রান্ত সিদ্ধান্ত মিনিটস করা হয়েছে বলে সদানন্দ মুখার্জী জানিয়েছেন।Body:কপিConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.