কলকাতা, 13 জুন : প্রত্যাশামতোই জেমস স্যান্টোস কোলাডোর সঙ্গে চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল । আরও দু'বছর লাল হলুদ জার্সিতে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন এই স্প্যানিশ উইঙ্গার । গত মরসুমে আই লিগের প্রথম পর্বে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার মাধ্যমে কলকাতায় খেলতে এসেছিলেন কোলাডো ।
প্রথম ম্যাচ থেকেই তিনি নজরকাড়া ফুটবলে মন জয় করেছিলেন । গোল করে ও করিয়ে হয়ে উঠেছিলেন তুরুপের তাস । আই লিগে মোট পাঁচটি গোল করেছিলেন এই তরুণ স্প্যানিশ মিডফিল্ডার । ইস্টবেঙ্গলের সঙ্গে দু'বছরের জন্য চুক্তি নবীকরণ করার পরে কোলাডো বলেন, তিনি ফের লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খুশি । কলকাতায় খেলতে আসার প্রথম দিন থেকেই সদস্য সমর্থকদের ভালোবাসা পেয়ে আপ্লুত কোলাডো । নতুন মরসুমে সমর্থকদের স্বপ্নপূরণকেই পাখির চোখ করতে চান । কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া তাঁর উপর আস্থা রাখায় খুশি । আপাতত ক্লাব সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন কোলাডো ।
ভারতীয় ফুটবলারদের সঙ্গে চুক্তি সম্পাদন করার পাশাপাশি বিদেশি ফুটবলারদের ধরে রাখার কাজ শুরু করে দিয়েছেন লাল হলুদ রিক্রুটাররা । বোরহা ফার্নান্ডেজ়, কাশিম আইদারার পরে এবার কোলাডোর সঙ্গে চুক্তি নবীকরণ করা হল । ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তারা শক্তিশালী দল গড়ার ব্যাপারে বদ্ধপরিকর । কোচ নিজে পছন্দ করে বিদেশি ফুটবলার নিয়ে আসবেন । বাকি যাদের সই করানো হয়েছে তা কোচের পছন্দ অনুসারেই করানো হয়েছে । যদিও কোচ কবে আসবেন তা নিয়ে কোনও ইঙ্গিত বা তথ্য দেওয়া হয়নি । জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতা লিগ শুরু হবে । ইস্টবেঙ্গল নামবে সম্ভবত জুলাইয়ের শেষ সপ্তাহে । নতুন মরসুমে ডুরান্ডে খেলবে ইস্টবেঙ্গল । তাই ইস্টবেঙ্গলের নতুন মরসুমের পারফরম্যান্স ঘিরে স্বভাবতই চড়ছে উত্তেজনার পারদ ।