ETV Bharat / sports

আরও 2 বছর ইস্টবেঙ্গলে, "খুশি" কোলাডো - contract

জেমস স্যান্টোস কোলাডোর সঙ্গে চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল । ফের লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খুশি কোলাডো ।

জেমস স্যান্টোস কোলাডো
author img

By

Published : Jun 13, 2019, 6:11 AM IST

কলকাতা, 13 জুন : প্রত্যাশামতোই জেমস স্যান্টোস কোলাডোর সঙ্গে চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল । আরও দু'বছর লাল হলুদ জার্সিতে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন এই স্প্যানিশ উইঙ্গার । গত মরসুমে আই লিগের প্রথম পর্বে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার মাধ্যমে কলকাতায় খেলতে এসেছিলেন কোলাডো ।

প্রথম ম্যাচ থেকেই তিনি নজরকাড়া ফুটবলে মন জয় করেছিলেন । গোল করে ও করিয়ে হয়ে উঠেছিলেন তুরুপের তাস । আই লিগে মোট পাঁচটি গোল করেছিলেন এই তরুণ স্প্যানিশ মিডফিল্ডার । ইস্টবেঙ্গলের সঙ্গে দু'বছরের জন্য চুক্তি নবীকরণ করার পরে কোলাডো বলেন, তিনি ফের লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খুশি । কলকাতায় খেলতে আসার প্রথম দিন থেকেই সদস্য সমর্থকদের ভালোবাসা পেয়ে আপ্লুত কোলাডো । নতুন মরসুমে সমর্থকদের স্বপ্নপূরণকেই পাখির চোখ করতে চান । কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া তাঁর উপর আস্থা রাখায় খুশি । আপাতত ক্লাব সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন কোলাডো ।

ভারতীয় ফুটবলারদের সঙ্গে চুক্তি সম্পাদন করার পাশাপাশি বিদেশি ফুটবলারদের ধরে রাখার কাজ শুরু করে দিয়েছেন লাল হলুদ রিক্রুটাররা । বোরহা ফার্নান্ডেজ়, কাশিম আইদারার পরে এবার কোলাডোর সঙ্গে চুক্তি নবীকরণ করা হল । ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তারা শক্তিশালী দল গড়ার ব্যাপারে বদ্ধপরিকর । কোচ নিজে পছন্দ করে বিদেশি ফুটবলার নিয়ে আসবেন । বাকি যাদের সই করানো হয়েছে তা কোচের পছন্দ অনুসারেই করানো হয়েছে । যদিও কোচ কবে আসবেন তা নিয়ে কোনও ইঙ্গিত বা তথ্য দেওয়া হয়নি । জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতা লিগ শুরু হবে । ইস্টবেঙ্গল নামবে সম্ভবত জুলাইয়ের শেষ সপ্তাহে । নতুন মরসুমে ডুরান্ডে খেলবে ইস্টবেঙ্গল । তাই ইস্টবেঙ্গলের নতুন মরসুমের পারফরম্যান্স ঘিরে স্বভাবতই চড়ছে উত্তেজনার পারদ ।

কলকাতা, 13 জুন : প্রত্যাশামতোই জেমস স্যান্টোস কোলাডোর সঙ্গে চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল । আরও দু'বছর লাল হলুদ জার্সিতে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন এই স্প্যানিশ উইঙ্গার । গত মরসুমে আই লিগের প্রথম পর্বে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার মাধ্যমে কলকাতায় খেলতে এসেছিলেন কোলাডো ।

প্রথম ম্যাচ থেকেই তিনি নজরকাড়া ফুটবলে মন জয় করেছিলেন । গোল করে ও করিয়ে হয়ে উঠেছিলেন তুরুপের তাস । আই লিগে মোট পাঁচটি গোল করেছিলেন এই তরুণ স্প্যানিশ মিডফিল্ডার । ইস্টবেঙ্গলের সঙ্গে দু'বছরের জন্য চুক্তি নবীকরণ করার পরে কোলাডো বলেন, তিনি ফের লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খুশি । কলকাতায় খেলতে আসার প্রথম দিন থেকেই সদস্য সমর্থকদের ভালোবাসা পেয়ে আপ্লুত কোলাডো । নতুন মরসুমে সমর্থকদের স্বপ্নপূরণকেই পাখির চোখ করতে চান । কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া তাঁর উপর আস্থা রাখায় খুশি । আপাতত ক্লাব সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন কোলাডো ।

ভারতীয় ফুটবলারদের সঙ্গে চুক্তি সম্পাদন করার পাশাপাশি বিদেশি ফুটবলারদের ধরে রাখার কাজ শুরু করে দিয়েছেন লাল হলুদ রিক্রুটাররা । বোরহা ফার্নান্ডেজ়, কাশিম আইদারার পরে এবার কোলাডোর সঙ্গে চুক্তি নবীকরণ করা হল । ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তারা শক্তিশালী দল গড়ার ব্যাপারে বদ্ধপরিকর । কোচ নিজে পছন্দ করে বিদেশি ফুটবলার নিয়ে আসবেন । বাকি যাদের সই করানো হয়েছে তা কোচের পছন্দ অনুসারেই করানো হয়েছে । যদিও কোচ কবে আসবেন তা নিয়ে কোনও ইঙ্গিত বা তথ্য দেওয়া হয়নি । জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতা লিগ শুরু হবে । ইস্টবেঙ্গল নামবে সম্ভবত জুলাইয়ের শেষ সপ্তাহে । নতুন মরসুমে ডুরান্ডে খেলবে ইস্টবেঙ্গল । তাই ইস্টবেঙ্গলের নতুন মরসুমের পারফরম্যান্স ঘিরে স্বভাবতই চড়ছে উত্তেজনার পারদ ।

Intro:কোলাডোর সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়ালো ইস্টবেঙ্গল

কলকাতা,১২ জুনঃ প্রত্যাশামতই জেমস স্যান্টোস কোলাডোর সঙ্গে চুক্তি নবীকরন করল ইস্টবেঙ্গল। আরও দুবছর লাল হলুদ জার্সিতে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন এই স্প্যানিশ উইঙ্গার। গত মরসুমে আই লিগের প্রথম পর্বে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার মাধ্যমে কলকাতায় খেলতে এসেছিলেন কোলাডো। প্রথম ম্যাচ থেকেই তিনি নজরকাড়া ফুটবলে মন জয় করেছিলেন। গোল করে ও করিয়ে হয়ে উঠেছিলেন তুরুপের তাস। মোট পাঁচটি গোল আই লিগে করেছিলেন এই তরুন স্প্যানিশ মিডফিল্ডার। ইস্টবেঙ্গলের সঙ্গে দুবছরের জন্য চুক্তি নবীকরন করার পরে কোলাডো বলেছেন তিনি ফের লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খুশি। কলকাতায় খেলতে আসার প্রথম দিন থেকে সদস্য সমর্থকদের ভালোবাসা পেয়ে আপ্লুত। নতুন মরসুমে তাদের স্বপ্নপূরনকে পাখির চোখ করতে চান। কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া তাঁর ওপর আস্থা রাখায় খুশি। আপাতত ক্লাব সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন কোলাডো।
ভারতীয় ফুটবলারদের সঙ্গে চুক্তি সম্পাদন করার পাশাপাশি বিদেশি ফুটবলারদের ধরে রাখার কাজ শুরু করে দিলেন লাল হলুদ রিক্রুটাররা। বোরহা ফার্নান্ডেজ, কাশিম আইদারার পরে এবার কোলাডোর সঙ্গে চুক্তি নবীকরন করা হল। ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তারা শক্তিশালী দল গড়ার ব্যাপারে বদ্ধপরিকর। কোচ নিজে পছন্দ করে বিদেশি ফুটবলার নিয়ে আসবেন। বাকি যাদের সই করানো হয়েছে তা কোচের পছন্দ অনুসারে করানো হয়েছে। যদিও কোচ কবে আসবেন তা নিয়ে কোনও ইঙ্গিত বা তথ্য দেওয়া হয়নি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতা লিগ শুরু হবে। ইস্টবেঙ্গল নামবে সমঋভবত জুলাই মাসের শেষ সপ্তাহে। নতুন মরসুমে ডুরান্ডে খেলবে ইস্টবেঙ্গল। তাই ইস্টবেঙ্গলের নতুন মরসুমের পারফরম্যান্স ঘিরে উত্তেজনা পারদ চড়ছে।Body:ColadoConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.