ETV Bharat / sports

East Bengal Coach Mario Ribeiro: ডার্বির পুরনো ম্যাচ দেখিয়ে মার্সেলোদের গুরুত্ব বোঝাচ্ছেন রিবেইরো

নতুন বিদেশি ফুটবলারদের মনোবল বাড়াতে পুরনো ডার্বির ভিডিও দেখাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেইরো (East Bengal Coach Mario Ribeiro)। বাড়াতে চান খেলোয়াড়দের পেশাদারি মনোভাবও।

 East Bengal New Coach
East Bengal New Coach
author img

By

Published : Jan 28, 2022, 6:27 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেইরো (East Bengal Coach Mario Ribeiro)। ইতিমধ্যে তিনি দলের বিদেশি ফুটবলারদের ম্যাচটির গুরুত্ব বোঝাতে পুরনো বড় ম্যাচের ভিডিও দেখিয়েছেন। "আমরা অবশ্যই ম্যাচটি জিততে পারি। এই ম্যাচে পয়েন্ট টেবিলের অবস্থান, শক্তিশালী প্রতিপক্ষের তথ্য কোনও কিছুই প্রভাব ফেলে না। আগের ম্যাচের বড় ব্যবধানে পরাজয় এখানে অতীত।আমরা সকলেই পেশাদার। তাই জানি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরা কীভাবে মেলে ধরতে হয়," বলেছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।

ইতিমধ্যেই সকলকে, বিশেষ করে বিদেশি ফুটবলারদের ম্যাচটির গুরুত্ব সমর্থকদের কাছে কতটা, তা বুঝিয়েছেন। প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের আক্রমণভাগকে থামানো বড় চ্যালেঞ্জ হতে চলেছে লাল-হলুদের সামনে। রিবেইরো বলছেন, "কোনও সন্দেহ নেই ওদের আক্রমণভাগ অন্যতম সেরা। আমরা ওদের সাপ্লাই লাইনটা কাটতে পারলে এবং সুযোগ কাজে লাগাতে পারলে জিততেই পারি।" প্রায় একইসঙ্গে যোগ করেছেন তাঁরা আন্ডারডগ হিসেবে খেলতে নামছেন, এটা ভাবার কোনও কারণ নেই।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল প্রতিশোধের মেজাজে থাকবে, দলকে সতর্ক করলেন বুমোস

ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের নতুন দুই বিদেশি মার্সেলো এবং সোতাকে একসঙ্গে শুরু করতে দেখা যাবে না। আক্রমণের ঝাঁঝ বাড়াতে পেরিসোভিচের সঙ্গে মার্সেলো শুরু করবেন। সোতা আসবেন পরিবর্ত হিসেবে। কারণ, স্প্যানিশ মিডফিল্ডারটি সবে প্র্যাক্টিসে যোগ দিয়েছেন। পুরো ম্যাচ খেলার জায়গায় নেই। ডার্বি মানেই পঞ্চাশ-পঞ্চাশ। তবে এবার তাঁদের তুলনায় এটিকে মোহনবাগান বাড়তি চাপে থাকবে, তা মনে করিয়ে দিয়েছেন রিবেইরো। তিনি বলেন, ‘‘ওদের সামনে এই ম্যাচ জিততে পারলে প্রথম চারে ঢুকে পড়ার সুযোগ। আমাদের সামনে পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠার সম্ভাবনা। তাই, আমাদের থেকে ওরা বেশি চাপে থাকবে।’’

কলকাতা, 28 জানুয়ারি: ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেইরো (East Bengal Coach Mario Ribeiro)। ইতিমধ্যে তিনি দলের বিদেশি ফুটবলারদের ম্যাচটির গুরুত্ব বোঝাতে পুরনো বড় ম্যাচের ভিডিও দেখিয়েছেন। "আমরা অবশ্যই ম্যাচটি জিততে পারি। এই ম্যাচে পয়েন্ট টেবিলের অবস্থান, শক্তিশালী প্রতিপক্ষের তথ্য কোনও কিছুই প্রভাব ফেলে না। আগের ম্যাচের বড় ব্যবধানে পরাজয় এখানে অতীত।আমরা সকলেই পেশাদার। তাই জানি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরা কীভাবে মেলে ধরতে হয়," বলেছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।

ইতিমধ্যেই সকলকে, বিশেষ করে বিদেশি ফুটবলারদের ম্যাচটির গুরুত্ব সমর্থকদের কাছে কতটা, তা বুঝিয়েছেন। প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের আক্রমণভাগকে থামানো বড় চ্যালেঞ্জ হতে চলেছে লাল-হলুদের সামনে। রিবেইরো বলছেন, "কোনও সন্দেহ নেই ওদের আক্রমণভাগ অন্যতম সেরা। আমরা ওদের সাপ্লাই লাইনটা কাটতে পারলে এবং সুযোগ কাজে লাগাতে পারলে জিততেই পারি।" প্রায় একইসঙ্গে যোগ করেছেন তাঁরা আন্ডারডগ হিসেবে খেলতে নামছেন, এটা ভাবার কোনও কারণ নেই।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল প্রতিশোধের মেজাজে থাকবে, দলকে সতর্ক করলেন বুমোস

ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের নতুন দুই বিদেশি মার্সেলো এবং সোতাকে একসঙ্গে শুরু করতে দেখা যাবে না। আক্রমণের ঝাঁঝ বাড়াতে পেরিসোভিচের সঙ্গে মার্সেলো শুরু করবেন। সোতা আসবেন পরিবর্ত হিসেবে। কারণ, স্প্যানিশ মিডফিল্ডারটি সবে প্র্যাক্টিসে যোগ দিয়েছেন। পুরো ম্যাচ খেলার জায়গায় নেই। ডার্বি মানেই পঞ্চাশ-পঞ্চাশ। তবে এবার তাঁদের তুলনায় এটিকে মোহনবাগান বাড়তি চাপে থাকবে, তা মনে করিয়ে দিয়েছেন রিবেইরো। তিনি বলেন, ‘‘ওদের সামনে এই ম্যাচ জিততে পারলে প্রথম চারে ঢুকে পড়ার সুযোগ। আমাদের সামনে পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠার সম্ভাবনা। তাই, আমাদের থেকে ওরা বেশি চাপে থাকবে।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.