ETV Bharat / sports

হঠাৎ চটলেন ইস্টবেঙ্গল কোচ !

বৃষ্টি ভেজা লক্ষ্মীবারের অনুশীলন শেষে ক্ষুব্ধ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া গাড়িতে উঠে সাই ক্যাম্পাস ছাড়লেন । ক্লাবের মিডিয়া ম্যানেজাররা বলছেন, আগের দিন কাশিম আইদারার সাংবাদিক বৈঠক বয়কটের সিদ্ধান্ত জেনে আলেয়ান্দ্রো ক্ষুব্ধ । তাই কথা বলতে অস্বীকার করেছেন ।

author img

By

Published : Aug 9, 2019, 4:22 AM IST

ফাইল ফোটো

কলকাতা, 9 অগাস্ট : "আমাকে নয় ক্লাবের সঙ্গে কথা বলুন ।" বৃষ্টি ভেজা লক্ষ্মীবারের অনুশীলন শেষে ক্ষুব্ধ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া গাড়িতে উঠে সাই ক্যাম্পাস ছাড়লেন । ইস্টবেঙ্গল কোচ কলকাতায় পা দেওয়া থেকেই গাম্ভীর্যের আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন । কিন্তু কোনও দিন ক্লাব ম্যানেজমেন্টের দিকে আঙুল তোলেননি । ক্লাবের মিডিয়া ম্যানেজাররা বলছেন, আগের দিন কাশিম আইদারার সাংবাদিক বৈঠক বয়কটের সিদ্ধান্ত জেনে আলেয়ান্দ্রো ক্ষুব্ধ । তাই কথা বলতে অস্বীকার করেছেন ।

অন্য সূত্র বলছে, কলকাতা লিগে একজন ছাড়া বিদেশি ফুটবলারদের না পাওয়া যাওয়ার খবর মাঠে এসে জানতে পেরে মেজাজ হারিয়েছেন । 6 জুলাইয়ের মধ্যে গত মরশুমের ফুটবলারদের নথিভুক্ত না করাতেই তাদের প্রথম ম্যাচে খেলাতে পারবে না ইস্টবেঙ্গল । নিয়ম অনুসারে নতুন ভাবে ইস্টবেঙ্গলে খেলতে আসা ফুটবলাররা ম্যাচের 24 ঘণ্টা আগে সই করে খেলতে পারবেন । তাই নবাগত স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপোকে বৃহস্পতিবার দুপুরে সই করানো হল । বোরহা গোমেজ, কাশিম আইদারা ও জাইমে কোলাডো নিয়মের জালে আটকে লিগের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নেই ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্তি ক্রেসপো বলেছেন, প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ দল সম্বন্ধে ধারণা নেই । তবে তাঁরা ভালো ফুটবলের লক্ষ্যে মাঠে নামবেন । বৃষ্টিভেজা মাঠ ভালো খেলার প্রতিবন্ধক মেনে নিয়েও মানিয়ে নেওয়ার কথা মুখে । রঞ্জন ভট্টাচার্যের জর্জ টেলিগ্রাফ দলে ময়দানের তিন পোড় খাওয়া জুয়েল সানডে, মরগ্যান ও ইচে রয়েছেন । দুটো ম্যাচে জয় পাওয়া দলটি যে লাল হলুদের জন্যে কঠিন প্রশ্নপত্র সাজাবে ধরে নেওয়া যায় । লাল হলুদ স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপো জানিয়েছেন কোচ তাঁদের নিয়ে ছক সাজাচ্ছেন । তাই প্রতিপক্ষকে সামলানো সমস্যা হবে না ।

ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে লাল হলুদ জার্সিতে অভিষেক হলেও নজর কাড়তে পারেননি । ক্রেসপো বলছেন তাঁর সময় দরকার । পুরো নব্বই মিনিট খেলার জায়গায় তিনি নেই । ফলে ডুরান্ড ও কলকাতা লিগকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখতে চাওয়া আলেয়ান্দ্রো বেকায়দায় । গত দুই ম্যাচে রোটেশন পদ্ধতিতে 19 জনকে খেলিয়েও পরিবর্ত নিয়ে চিন্তায় তিনি । তাই ক্লাব ম্যানেজমেন্টকে দুষে সাই ছাড়লেন ।

কলকাতা, 9 অগাস্ট : "আমাকে নয় ক্লাবের সঙ্গে কথা বলুন ।" বৃষ্টি ভেজা লক্ষ্মীবারের অনুশীলন শেষে ক্ষুব্ধ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া গাড়িতে উঠে সাই ক্যাম্পাস ছাড়লেন । ইস্টবেঙ্গল কোচ কলকাতায় পা দেওয়া থেকেই গাম্ভীর্যের আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন । কিন্তু কোনও দিন ক্লাব ম্যানেজমেন্টের দিকে আঙুল তোলেননি । ক্লাবের মিডিয়া ম্যানেজাররা বলছেন, আগের দিন কাশিম আইদারার সাংবাদিক বৈঠক বয়কটের সিদ্ধান্ত জেনে আলেয়ান্দ্রো ক্ষুব্ধ । তাই কথা বলতে অস্বীকার করেছেন ।

অন্য সূত্র বলছে, কলকাতা লিগে একজন ছাড়া বিদেশি ফুটবলারদের না পাওয়া যাওয়ার খবর মাঠে এসে জানতে পেরে মেজাজ হারিয়েছেন । 6 জুলাইয়ের মধ্যে গত মরশুমের ফুটবলারদের নথিভুক্ত না করাতেই তাদের প্রথম ম্যাচে খেলাতে পারবে না ইস্টবেঙ্গল । নিয়ম অনুসারে নতুন ভাবে ইস্টবেঙ্গলে খেলতে আসা ফুটবলাররা ম্যাচের 24 ঘণ্টা আগে সই করে খেলতে পারবেন । তাই নবাগত স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপোকে বৃহস্পতিবার দুপুরে সই করানো হল । বোরহা গোমেজ, কাশিম আইদারা ও জাইমে কোলাডো নিয়মের জালে আটকে লিগের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নেই ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্তি ক্রেসপো বলেছেন, প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ দল সম্বন্ধে ধারণা নেই । তবে তাঁরা ভালো ফুটবলের লক্ষ্যে মাঠে নামবেন । বৃষ্টিভেজা মাঠ ভালো খেলার প্রতিবন্ধক মেনে নিয়েও মানিয়ে নেওয়ার কথা মুখে । রঞ্জন ভট্টাচার্যের জর্জ টেলিগ্রাফ দলে ময়দানের তিন পোড় খাওয়া জুয়েল সানডে, মরগ্যান ও ইচে রয়েছেন । দুটো ম্যাচে জয় পাওয়া দলটি যে লাল হলুদের জন্যে কঠিন প্রশ্নপত্র সাজাবে ধরে নেওয়া যায় । লাল হলুদ স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপো জানিয়েছেন কোচ তাঁদের নিয়ে ছক সাজাচ্ছেন । তাই প্রতিপক্ষকে সামলানো সমস্যা হবে না ।

ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে লাল হলুদ জার্সিতে অভিষেক হলেও নজর কাড়তে পারেননি । ক্রেসপো বলছেন তাঁর সময় দরকার । পুরো নব্বই মিনিট খেলার জায়গায় তিনি নেই । ফলে ডুরান্ড ও কলকাতা লিগকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখতে চাওয়া আলেয়ান্দ্রো বেকায়দায় । গত দুই ম্যাচে রোটেশন পদ্ধতিতে 19 জনকে খেলিয়েও পরিবর্ত নিয়ে চিন্তায় তিনি । তাই ক্লাব ম্যানেজমেন্টকে দুষে সাই ছাড়লেন ।

Intro:"আমাকে নয় ক্লাবের সঙ্গে কথা বলুন।" বৃষ্টি ভেজা লক্ষীবারের অনুশীলন শেষে ক্রুদ্ধ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া গাড়িতে উঠে সাই ক্যাম্পাস ছাড়লেন। ইস্টবেঙ্গল কোচ কলকাতায় পা দেওয়া থেকেই ছদ্ম গাম্ভীর্যের আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন। কিন্তু কোনও দিন ক্লাব ম্যানেজমেন্ট এর দিকে দোষারোপের আঙুল তোলেননি। ক্লাবের মিডিয়া ম্যানেজার রা বলছেন সংবাদ মাধ্যমে র আগের দিনের কাশিম আইদারার সাংবাদিক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত জেনে আলেয়ান্দ্রো ক্ষুব্ধ। তাই কথা বলতে অস্বীকার করেছেন।
অন্য সুত্র বলছে কলকাতা লিগে একজন ছাড়া বিদেশি ফুটবলারদের না পাওয়া যাওয়ার খবর মাঠে এসে জানতে পেরে মেজাজ হারিয়ে ছেন। ছয় জুলাইয়ের মধ্যে গত মরসুমের ফুটবলারদের নথিভুক্ত না করাতেই তাদের প্রথম ম্যাচে খেলাতে পারবে না ইস্টবেঙ্গল। নিয়ম অনুসারে নতুন ভাবে ইস্টবেঙ্গলে খেলতে আসা ফুটবলাররা ম্যাচের 24ঘণ্টা আগে সই করে খেলতে পারবেন। তাই নবাগত স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপোকে বৃহস্পতিবার দুপুরে সই করানো হল। বোরহা গোমেজ, কাশিম আইদারা ও জাইমে কোলাডো নিয়মের জালে আটকে লিগের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নেই।
নিয়মের বেড়াজাল মিডিয়া ম্যানেজার এর বিবৃতি সত্বেও আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার রাগের সঠিক কারন অধরা।
সাংবাদিক দের প্রশ্নের উত্তরে মার্তি ক্রেসপো বলেছেন প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ দল সম্বন্ধে ধারনা নেই। তবে তারা ভালো ফুটবলের লক্ষ্যে মাঠে নামবেন। বৃষ্টি ভেজা মাঠ ভালো খেলার প্রতিবন্ধক মেনে নিয়েও মানিয়ে নেওয়ার কথা তার মুখে। রঞ্জন ভট্টাচার্যের জর্জ টেলিগ্রাফ দলে ময়দানের তিন পোড় খাওয়া জুয়েল সানডে, মরগ্যান ও ইচে রয়েছেন। দুটো ম্যাচে জয় পাওয়া দলটি যে লাল হলুদের জন্যে কঠিন প্রশ্নপত্র সাজাবে ধরে নেওয়া যায়। লাল হলুদ স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপো জানিয়েছেন কোচ তাদের নিয়ে ছক সাজাচ্ছেন। তাই প্রতিপক্ষকে সামলানো সমস্যা হবে না।
ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে লাল হলুদ জার্সিতে অভিষেক হলেও নজর কাড়তে পারেন নি। ক্রেসপো বলছেন তার সময় দরকার। পুরো নব্বই মিনিট খেলার জায়গায় তিনি নেই। ফলে ডুরান্ড ও কলকাতা লিগকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখতে চাওয়া আলেয়ান্দ্রো বেকায়দায়। গত দুই ম্যাচে রোটেশন পদ্ধতিতে 19জনকে খেলিয়েও পরিবর্ত নিয়ে চিন্তায় তিনি। তাই ক্লাব ম্যানেজমেন্ট কে দুষে সাই ছাড়লেন।


Body:আলে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.