কলকাতা, 25 অগস্ট : মুখ্যমন্ত্রীর দু’মিনিটের ম্যাজিকে লগ্নিকারীর সঙ্গে সমস্যা মিটল বলে দাবি করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার । নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ইস্টবেঙ্গল (East Bengal) কর্তৃপক্ষ এবং লগ্নিকারী শ্রী সিমেন্ট (Shree Cement)-র প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন । সেখানে মাত্র দুই মিনিটের কথাবার্তায় আটকে থাকা চুক্তি জট ছাড়ল বলে দাবি করা হচ্ছে । লাল হলুদ কর্তারা বলছেন, আগের চুক্তির ভিত্তিতে সবকিছু মিটেছে । কোনও সমস্যাই আর নেই ।
কিন্তু, চুক্তিপত্রের সমস্যা নিয়ে এতদিন ক্লাব সরব ছিল ৷ সেই সমস্যার আদৌ কোনও সমাধান হল কি না, তার কোনও সদুত্তর পাওয়া গেল না । এ নিয়ে একাধিক বার প্রশ্ন করা হলে, দেবব্রতর (ময়দানে পরিচিত নীতু নামে) উত্তর, ফুটবল ফিরেছে ৷ ক্লাব বেঁচেছে ৷ তার কৃতিত্ব মুখ্যমন্ত্রীর ৷ দেবব্রত সরকার সমস্যা মিটে গিয়েছে বলে যতই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন ৷ চুক্তিপত্রে সমস্যা যে আদউ মেটেনি তা স্পষ্ট হল তাঁর একটি কথাতেই ৷ দেবব্রত সরকার ওরফে ময়দানের নীতু জানিয়ে দিলেন, ‘‘পুরনো চুক্তিতেই খেলবে ইস্টবেঙ্গল ক্লাব ৷’’
আরও পড়ুন : East Bengal : আজ বিকেল চারটেয় নবান্নে বৈঠক, আশায় প্রহর গুনছে লাল হলুদ জনতা
যার অর্থ একটাই, গত বছর যে টার্ম শিটে সই করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা ৷ সেই টার্ম শিটের সময়সীমা আরও একবছর হয়ত বাড়িয়ে দেওয়া হচ্ছে ৷ কিন্তু, পাকাপাকিভাবে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ ইস্টবেঙ্গলের কি লগ্নিকারী হল ? তা এখনই বলা যাচ্ছে না ৷ কারণ, তার জন্য ইস্টবেঙ্গল কর্তাদের লগ্নিকারীদের সঙ্গে চুক্তিপত্রে সই করতে হবে ৷ কিন্তু, মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপে আজ নবান্নে যে বৈঠক হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকর্তা এবং শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের মধ্যে সেখানে চুক্তিপত্রে সইয়ের বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷
আরও পড়ুন : East Bengal Sponsorship: শ্রী সিমেন্টই স্পনসর থাকছে, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল; জানিয়ে দিলেন মমতা
আজকে নবান্নে চুক্তিপত্র নিয়ে সমাধানের নামে হওয়া বৈঠকে, গতবারের মতো এবারও শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএল খেলার গ্রিন সিগনাল পাইয়ে দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, পাকাপাকি চুক্তিপত্রে সই না করলে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ আদৌ ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে থাকবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷ কারণ, টার্ম শিটের উপর ভিত্তি করে বছরের পর বছর শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ যে ক্লাবে টাকা ঢালবেন না, সেটাই স্বাভাবিক ৷