ETV Bharat / sports

কোলাডোর জোড়া গোল, নেরোকাকে হারাল ইস্টবেঙ্গল - কোলাডোর জোড়া গোল

20 মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেন কোলাডো ৷ এরপর নেরোকা FC-র হয়ে 31 মিনিটে গোল শোধ করেন দাইরা ৷ তার 2 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জুয়ান মেরে ৷ দ্বিতীয়ার্থে ইস্টবেঙ্গল আরও দুটি গোল করে ৷

ইস্টবেঙ্গল
ফাইল ফোটো
author img

By

Published : Dec 10, 2019, 4:39 PM IST

Updated : Dec 11, 2019, 12:01 AM IST

ইম্ফল, 10 ডিসেম্বর : নেরোকা FC-কে উড়িয়ে আই লিগে প্রথম জয় ইস্টবেঙ্গলের । আজ ইম্ফলে নেরোকা FC-কে 4-1 গোলে হারাল আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার ছেলেরা ৷ এই জয়ের ফলে আই লিগ টেবিলের প্রথম তিনে উঠে এল লাল-হলুদ । জোড়া গোল করে ম্যাচের নায়ক জাইমে স্যান্টোস কোলাডো ।

এক সপ্তাহে তিনটে ম্যাচ খেলা এবং দীর্ঘ যাত্রার ধকল নিয়ে গতকাল সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া ৷ ফুটবলারদের যত্ন নেওয়ার কথা বলেছিলেন ৷ আজ অবশ্য খেলায় ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে ক্লান্তির ছাপ দেখা গেল না ৷ 20 মিনিটের মাথায় পেনাল্টিতে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেন কোলাডো ৷ এরপর নেরোকা FC-র হয়ে 31 মিনিটে গোল শোধ করেন দাইরা ৷ তার 2 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জুয়ান মেরে ৷

দ্বিতীয়ার্থে খেলা শুরুর পর ফের গোল কোলাডোর ৷ এবারও পেনাল্টিতে । এরপর 64 মিনিটের দলের হয়ে চতুর্থ গোল করেন মার্কোস এসপেদার । জোড়া গোল করে ম্যাচের সেরা কোলাডো ।

ইম্ফল, 10 ডিসেম্বর : নেরোকা FC-কে উড়িয়ে আই লিগে প্রথম জয় ইস্টবেঙ্গলের । আজ ইম্ফলে নেরোকা FC-কে 4-1 গোলে হারাল আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার ছেলেরা ৷ এই জয়ের ফলে আই লিগ টেবিলের প্রথম তিনে উঠে এল লাল-হলুদ । জোড়া গোল করে ম্যাচের নায়ক জাইমে স্যান্টোস কোলাডো ।

এক সপ্তাহে তিনটে ম্যাচ খেলা এবং দীর্ঘ যাত্রার ধকল নিয়ে গতকাল সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া ৷ ফুটবলারদের যত্ন নেওয়ার কথা বলেছিলেন ৷ আজ অবশ্য খেলায় ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে ক্লান্তির ছাপ দেখা গেল না ৷ 20 মিনিটের মাথায় পেনাল্টিতে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেন কোলাডো ৷ এরপর নেরোকা FC-র হয়ে 31 মিনিটে গোল শোধ করেন দাইরা ৷ তার 2 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জুয়ান মেরে ৷

দ্বিতীয়ার্থে খেলা শুরুর পর ফের গোল কোলাডোর ৷ এবারও পেনাল্টিতে । এরপর 64 মিনিটের দলের হয়ে চতুর্থ গোল করেন মার্কোস এসপেদার । জোড়া গোল করে ম্যাচের সেরা কোলাডো ।

Intro:পাহাড়ে জয়ের লাল হলুদ সূর্যোদয় ইস্টবেঙ্গলের।নেরোকা এফসিকে 4-1গোলে উড়িয়ে প্রথম তিনে উঠে এল আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেরা। জোড়া পেনাল্টি থেকে গোল জাইমে স্যান্টোস কোলাডোর।বাকি দুই গোল জুয়ান মেরে গঞ্জালেস ও মার্কোস এসপেদার। নেরোকার হয়ে একমাত্র গোল দাইরার। ম্যাচের সেরা জাইমে স্যান্টোস কোলাডোর।


Body:প্রতিকুলতা নিয়ে সরব হয়েছিলেন।


Conclusion:
Last Updated : Dec 11, 2019, 12:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.