কলকাতা, 4 ফেব্রুয়ারি : রবি ফাওলারের নির্বাসন কমানোর জন্য আবেদন জানাচ্ছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে ইতিমধ্যেই এআইএফএফ শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান আইনজীবী ঊষানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি শাস্তি কমানোর আশ্বাস না দিলেও আপিল করার পরামর্শ দিয়েছেন। যাতে একটা পথ বের করা যায়। সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, ফেডারেশন সচিব কুশল দাসের সঙ্গেও লাল-হলুদ কর্তারা কথা বলেছেন।
এফসি গোয়া ম্যাচের পর রেফারির সঙ্গে বচসায় জড়ানোয় চার ম্যাচ নির্বাসন এবং পাঁচ লক্ষ টাকা আর্থিক জরিমানা হয়েছে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলারের। যদিও লালহলুদ টিম ম্যানেজমেন্ট কোচের পাশে থাকার কথা ইতিমধ্যেই জানিয়েছে। লালহলুদ কর্তারা বলছেন, রেফারির সিদ্ধান্তের সমালোচনা সমর্থনযোগ্য নয়। তবে এটাও ঠিক যে গত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল রেফারির বৈমাত্রেয় সুলভ আচরণের শিকার। যার জেরে বেশ কয়েকবার লিগ খেতাব হাতছাড়া হয়েছে তাদের ৷
আরও পড়ুন: ক্লাবকর্তারা সমস্যায় ফেলতে চাইছে, বিস্ফোরক টুইট ইস্টবেঙ্গলের সহকারি কোচের
এই মুহূর্তে আইএসএলে ইস্টবেঙ্গলের খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। ক্লাব এবং বিনিয়োগ সংস্থার চুক্তি বিষয়ক মতান্তরে দাঁড়ি টানতে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ইতিমধ্যে এফএসডিএলের দ্বারস্থ হয়েছেন। তাদের বলা হয়েছে কোন শর্তগুলি ক্লাবের স্বার্থে আঘাত করছে। কর্তারা আশা করছেন এফএসডিএলের পক্ষ থেকে বিষয়টির সমঝোতা সূত্র বের করা হবে। তবে যে ফের বিচ্ছেদের আশঙ্কা ঘুরে বেড়াচ্ছে বলা হচ্ছে, তা দেবব্রত সরকার পাত্তা দিচ্ছেন না। পাশাপাশি তিনি বলছেন, ইস্টবেঙ্গল গত 100 বছর নিজের দমে খেলেছে। আগামী দিনেও তাই করবে৷