ETV Bharat / sports

লাল-হলুদের ভুল কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন - ইস্টবেঙ্গল‌

আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যের কথা বলেন হাবাস । শুক্রবার সেই ভারসাম্যে ভর দিয়ে শেষ হাসি হাসলেন তিনি । আর তাঁর কাজ সহজ করে দিল লাল-হলুদ ডিফেন্ডারদের বালখিল্য ভুল ।

durby-won-by-mohun-bagan-beating-east-bengal-3-1
durby-won-by-mohun-bagan-beating-east-bengal-3-1
author img

By

Published : Feb 19, 2021, 10:21 PM IST

গোয়া, 19 ফেব্রুয়ারি : এটিকে মোহনবাগানকে আইএসএল ডার্বি উপহার দিল এসসি ইস্টবেঙ্গল‌ ! ম্যাচের ফল 3-1 । দ্বিতীয় ডার্বিতেও ফের লাল-হলুদ ব্রিগেডকে হারিয়ে পয়েন্ট টেবিলের মগডালে আরও জাকিয়ে বসল হাবাসের ছেলেরা । এটিকে-মোহনবাগানের হয়ে গোল রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস, জাভি হার্নান্দেজ়ের । ইস্টবেঙ্গলের গোলপ্রাপ্তি সবুজ মেরুন ডিফেন্ডার তিরির আত্মঘাতী গোলের সৌজন্যে ।

আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যের কথা বলেন হাবাস । শুক্রবার সেই ভারসাম্যে ভর দিয়ে শেষ হাসি হাসলেন তিনি । আর তাঁর কাজ সহজ করে দিল লাল-হলুদ ডিফেন্ডারদের বালখিল্য ভুল । যা দেখে লাল হলুদের শতবর্ষের ইতিহাসের কিংবদন্তি প্রাক্তন ডিফেন্ডারদের আত্মা শুক্রবার রাতে বিনিদ্র রজনী কাটাবে । 15 মিনিটে তিরির বাড়ানো লম্বা বল ধরে এটিকে মোহনবাগানের প্রথম গোল রয় কৃষ্ণের (1-0) । এই সময় ফিজিয়ান স্ট্রাইকারকে কার্যত বিনা বাধায় গোল করতে দিলেন রাজু গাইকোয়াড়, ড্যানি ফক্সরা । ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা ফুটবল রক্ষণের প্রাথমিক পাঠের ব্যবহার করলে গোল করতে পারতেন না রয় কৃষ্ণ । আইএসএলের মঞ্চে 14 নম্বর গোলটি করে ফেললেন তিনি । 41 মিনিটে সমতায় ফেরে ইস্টবেঙ্গল । রাজু গাইকোয়াড়ের লম্বা থ্রো ব্যাকহেড করে নিজেদের গোলে বল পাঠান তিরি । আত্মঘাতী গোলে (1-1) এগিয়ে থাকার সুবিধা হাতছাড়া করে এটিকে মোহনবাগান ছন্দ হারিয়ে ফেলেছিল । এই সময় ব্রাইট, পিলকিংটনরা খেলার রাশ তুলে নিলেও তা স্থায়ী হয়নি । কারণ মাঝমাঠে সৌরভ দাসের ছন্দহীন ফুটবল এবং তার সঙ্গে পাল্লা দিয়ে লাল-হলুদ রক্ষণভাগের হতশ্রী ফুটবল, যা সবুজ-মেরুনকে খেলায় ফিরিয়ে দেয় । বিরতির পরে মাঝমাঠ এবং রক্ষণের ভুল সারিয়ে ছন্দে ফেরার জোরালো ইঙ্গিত ছিল ফাওলারের ছেলেদের খেলায় । ব্রাইট এনোবাখারের অসাধারণ স্কিল সবুজ মেরুন রক্ষণকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল । এই সময় ফের আত্মঘাতক হয়ে উঠল লাল-হলুদ ডিফেন্ডাররা । 72 মিনিটে প্রতিপক্ষ রক্ষণের বালখিল্য আচরনের সুযোগ নিয়ে রয় কৃষ্ণ গোলের বল সাজিয়ে দেন । যা বক্সের বাইরে থেকে অসাধারণ প্লেসিংয়ে জালে পাঠান ডেভিড উইলিয়ামস (2-1) । 88 মিনিটে ফের ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলের রাস্তা করে দেন রয় কৃষ্ণ । এবার তার মাপা সেন্টারে বিনা বাধায় মাথা ছুঁইয়ে দলের তিন নম্বর গোলটি করে যান পরিবর্ত হিসেবে মাঠে নামা জাভি হার্নান্দেজ় (3-1) ।

আরও খবর : তাঁরা নয়, চাপে ইস্টবেঙ্গল, বলছে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন ব্রিগেড

গোল করে এবং করিয়ে ম্যাচের সেরা রয় কৃষ্ণ । ফক্স, সার্থক, রাজুরা পুরো নব্বই মিনিট দেখে এবং ঠেকে শেখেননি তা প্রমাণিত । ভারসাম্যের ফুটবল এবং প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে দুটো ডার্বিতে অপরাজেয় এটিকে মোহনবাগান । আর সম্মানের যুদ্ধে আত্মঘাতী ভুলে লজ্জার অন্ধকারে ইস্টবেঙ্গল ।

গোয়া, 19 ফেব্রুয়ারি : এটিকে মোহনবাগানকে আইএসএল ডার্বি উপহার দিল এসসি ইস্টবেঙ্গল‌ ! ম্যাচের ফল 3-1 । দ্বিতীয় ডার্বিতেও ফের লাল-হলুদ ব্রিগেডকে হারিয়ে পয়েন্ট টেবিলের মগডালে আরও জাকিয়ে বসল হাবাসের ছেলেরা । এটিকে-মোহনবাগানের হয়ে গোল রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস, জাভি হার্নান্দেজ়ের । ইস্টবেঙ্গলের গোলপ্রাপ্তি সবুজ মেরুন ডিফেন্ডার তিরির আত্মঘাতী গোলের সৌজন্যে ।

আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যের কথা বলেন হাবাস । শুক্রবার সেই ভারসাম্যে ভর দিয়ে শেষ হাসি হাসলেন তিনি । আর তাঁর কাজ সহজ করে দিল লাল-হলুদ ডিফেন্ডারদের বালখিল্য ভুল । যা দেখে লাল হলুদের শতবর্ষের ইতিহাসের কিংবদন্তি প্রাক্তন ডিফেন্ডারদের আত্মা শুক্রবার রাতে বিনিদ্র রজনী কাটাবে । 15 মিনিটে তিরির বাড়ানো লম্বা বল ধরে এটিকে মোহনবাগানের প্রথম গোল রয় কৃষ্ণের (1-0) । এই সময় ফিজিয়ান স্ট্রাইকারকে কার্যত বিনা বাধায় গোল করতে দিলেন রাজু গাইকোয়াড়, ড্যানি ফক্সরা । ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা ফুটবল রক্ষণের প্রাথমিক পাঠের ব্যবহার করলে গোল করতে পারতেন না রয় কৃষ্ণ । আইএসএলের মঞ্চে 14 নম্বর গোলটি করে ফেললেন তিনি । 41 মিনিটে সমতায় ফেরে ইস্টবেঙ্গল । রাজু গাইকোয়াড়ের লম্বা থ্রো ব্যাকহেড করে নিজেদের গোলে বল পাঠান তিরি । আত্মঘাতী গোলে (1-1) এগিয়ে থাকার সুবিধা হাতছাড়া করে এটিকে মোহনবাগান ছন্দ হারিয়ে ফেলেছিল । এই সময় ব্রাইট, পিলকিংটনরা খেলার রাশ তুলে নিলেও তা স্থায়ী হয়নি । কারণ মাঝমাঠে সৌরভ দাসের ছন্দহীন ফুটবল এবং তার সঙ্গে পাল্লা দিয়ে লাল-হলুদ রক্ষণভাগের হতশ্রী ফুটবল, যা সবুজ-মেরুনকে খেলায় ফিরিয়ে দেয় । বিরতির পরে মাঝমাঠ এবং রক্ষণের ভুল সারিয়ে ছন্দে ফেরার জোরালো ইঙ্গিত ছিল ফাওলারের ছেলেদের খেলায় । ব্রাইট এনোবাখারের অসাধারণ স্কিল সবুজ মেরুন রক্ষণকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল । এই সময় ফের আত্মঘাতক হয়ে উঠল লাল-হলুদ ডিফেন্ডাররা । 72 মিনিটে প্রতিপক্ষ রক্ষণের বালখিল্য আচরনের সুযোগ নিয়ে রয় কৃষ্ণ গোলের বল সাজিয়ে দেন । যা বক্সের বাইরে থেকে অসাধারণ প্লেসিংয়ে জালে পাঠান ডেভিড উইলিয়ামস (2-1) । 88 মিনিটে ফের ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলের রাস্তা করে দেন রয় কৃষ্ণ । এবার তার মাপা সেন্টারে বিনা বাধায় মাথা ছুঁইয়ে দলের তিন নম্বর গোলটি করে যান পরিবর্ত হিসেবে মাঠে নামা জাভি হার্নান্দেজ় (3-1) ।

আরও খবর : তাঁরা নয়, চাপে ইস্টবেঙ্গল, বলছে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন ব্রিগেড

গোল করে এবং করিয়ে ম্যাচের সেরা রয় কৃষ্ণ । ফক্স, সার্থক, রাজুরা পুরো নব্বই মিনিট দেখে এবং ঠেকে শেখেননি তা প্রমাণিত । ভারসাম্যের ফুটবল এবং প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে দুটো ডার্বিতে অপরাজেয় এটিকে মোহনবাগান । আর সম্মানের যুদ্ধে আত্মঘাতী ভুলে লজ্জার অন্ধকারে ইস্টবেঙ্গল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.