ETV Bharat / sports

2 অগাস্ট যুবভারতীতে শুরু ডুরান্ড কাপ

মিনি ডার্বি দিয়ে শুরু হবে ডুরান্ড কাপ । যুবভারতীতে হবে মোহনবাগান-মহামেডান স্পোর্টিং ম্যাচ ।

ডুরান্ড কাপ
author img

By

Published : Jul 18, 2019, 1:11 PM IST

কলকাতা, 18 জুলাই : তিন বছর বন্ধ থাকার পরে ফের বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ হচ্ছে কলকাতায়। 2 অগাস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা । গতকাল টুর্নামেন্টের কথা ঘোষণা করে আয়োজক সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনার চেষ্টা চলেছে ।

16 দলের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ । এটি এশিয়ার সবচেয়ে পুরানো এবং বিশ্বের তৃতীয় পুরানো প্রতিযোগিতা । কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান ছাড়াও আই লিগের দলগুলোর মধ্যে রিয়াল কাশ্মীর, মণিপুরের ট্রাউ, গোকুলাম FC, চেন্নাই সিটি FC পূর্ণ শক্তি নিয়ে খেলতে আসছে । ISL দলগুলোর মধ্যে ATK, বেঙ্গালুরু FC, FC গোয়া, চেন্নাইয়ন FC অংশ নিলেও তারা কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে অংশ নেবে । এছাড়াও আর্মি রেড, আর্মি গ্রিন, নেভি ও এয়ারফোর্স অংশ নিচ্ছে ।

মোহনবাগান, ইস্টবেঙ্গল মাঠ ছাড়াও কল্যাণী স্টেডিয়াম ও যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে । রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন । ডুরান্ড কাপ আয়োজনে রাজ্য সরকারের পক্ষে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন । সেনাবাহিনীর পক্ষে আরবি কালিকা বলেন, প্রাচীনতম টুর্নামেন্টকে সারা দেশজুড়ে ছড়িয়ে দিতেই তাঁরা চেষ্টা করেছেন ।

কলকাতা, 18 জুলাই : তিন বছর বন্ধ থাকার পরে ফের বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ হচ্ছে কলকাতায়। 2 অগাস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা । গতকাল টুর্নামেন্টের কথা ঘোষণা করে আয়োজক সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনার চেষ্টা চলেছে ।

16 দলের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ । এটি এশিয়ার সবচেয়ে পুরানো এবং বিশ্বের তৃতীয় পুরানো প্রতিযোগিতা । কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান ছাড়াও আই লিগের দলগুলোর মধ্যে রিয়াল কাশ্মীর, মণিপুরের ট্রাউ, গোকুলাম FC, চেন্নাই সিটি FC পূর্ণ শক্তি নিয়ে খেলতে আসছে । ISL দলগুলোর মধ্যে ATK, বেঙ্গালুরু FC, FC গোয়া, চেন্নাইয়ন FC অংশ নিলেও তারা কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে অংশ নেবে । এছাড়াও আর্মি রেড, আর্মি গ্রিন, নেভি ও এয়ারফোর্স অংশ নিচ্ছে ।

মোহনবাগান, ইস্টবেঙ্গল মাঠ ছাড়াও কল্যাণী স্টেডিয়াম ও যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে । রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন । ডুরান্ড কাপ আয়োজনে রাজ্য সরকারের পক্ষে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন । সেনাবাহিনীর পক্ষে আরবি কালিকা বলেন, প্রাচীনতম টুর্নামেন্টকে সারা দেশজুড়ে ছড়িয়ে দিতেই তাঁরা চেষ্টা করেছেন ।

Intro:প্রথা অনুসারে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা দেশের রাষ্ট্রপতির। কিন্তু সে তো দেশের রাজধানীতে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হত বলে। তিনবছর বন্ধ থাকার পরে ফের বিশ্বের অন্য তম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট নবকলেবরে হচ্ছে কলকাতায়। তাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আসবেন কি না তা নিয়ে প্রশ্ন। আয়োজক সেনাবাহিনী র তরফে বলা হয়েছে রাষ্ট্রপতিকে আনার চেষ্টা চলেছে। 16 দলের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট।কলকাতার তিনপ্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান ছাড়াও আই লিগের দলগুলোর মধ্যে রিয়াল কাশ্মীর,মনিপুরের ট্রাউ,গোকুলাম এফসি,চেন্নাই সিটি এফসি পূর্ন শক্তিতে খেলতে আসছে। আইএসএল দলগুলোর মধ্যে এটিকে, বেঙ্গালেরু এফসি,এফসি গোয়া, চেন্নায়িন এফসি অংশ নিলেও তারা কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে অংশ নেবে। এছাড়াও আর্মি রেড,আর্মি গ্রিন,নেভি ও এয়ারফোর্স অংশ নিচ্ছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল মাঠ ছাড়াও কল্যানী স্টেডিয়াম ও যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ডুরান্ডের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয় রাজ্য সরকারের পক্ষে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। সেনাবাহিনীর পক্ষে আরবি কালিকা বলেছেন প্রাচীনতম টুর্নামেন্ট কে সারা দেশজুড়ে ছড়িয়ে দিতেই তারা চেষ্টা করেছেন।


Body:durand


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.