ETV Bharat / sports

ডুরান্ড কাপ : পূর্ণশক্তির দল নিয়েই নামছে ইস্টবেঙ্গল

পূর্ণশক্তির দল ডুরান্ডে ইস্টবেঙ্গল খেলাবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল । লাল হলুদ কোচ বলছেন যারা প্র্যাকটিস করছে তারাই শনিবারের ম্যাচে খেলার জায়গায় থাকবে । ডুরান্ড নিয়ে কথা বললেও আলেয়ান্দ্রোর গলায় আই লিগ ও সুপার কাপের কথা । এই দুটো টুর্নামেন্টকে পাখির চোখ করছেন । আপাতত সেই লক্ষ্যে ধীরে অথচ দৃঢ়ভাবে দলকে তৈরি করতে চান । গত কুড়ি দিনের প্র্যাকটিসে খুশি লাল হলুদ কোচ বলছেন ক্লাবের শতবর্ষে সদস্য সমর্থকদের সাফল্য দেওয়াই একমাত্র লক্ষ্য ।

author img

By

Published : Aug 3, 2019, 10:44 AM IST

Updated : Aug 3, 2019, 3:43 PM IST

পূর্ণশক্তির দল নিয়েই নামছে ইস্টবেঙ্গল

কলকাতা, 3 অগাস্ট : অবস্থার পরিপ্রেক্ষিতে ডুরান্ড কাপে পুরো শক্তির দল নামাতে হলেও ক্ষোভ রয়েছে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার । শনিবার আর্মি রেড দলের বিরুদ্ধে ডুরান্ডের প্রথম ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড । ক্লাবের শতবর্ষ । তাই ক্লাবের প্রথম জার্সির আদলে তৈরি জার্সি পরে মাঠে নামবেন বোরহা,লালরিনডিকা রালতেরা । পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রের ঘেরাটোপে লোকচক্ষুর আড়ালে ডুরান্ডের শেষবেলার প্রস্তুতি সারলেন লাল হলুদ কোচ । তবে কলকাতা লিগ ও ডুরান্ডের সমান্তরাল সূচির বিরুদ্ধে কলকাতায় পা দিয়ে সরব হয়ে ছিলেন । আজকের ম্যাচের 24 ঘণ্টা আগেও একই কথার পুনরাবৃত্তি লাল হলুদ স্প্যানিশ কোচের গলায় । তবে অজুহাত না দেখিয়ে বর্তমান পরিস্থিতিতে যারা আছেন তাঁদের নিয়েই জয়ের ঘুঁটি সাজাতে চান ।

আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার বক্তব্য

পূর্ণশক্তির দল ডুরান্ডে ইস্টবেঙ্গল খেলাবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল । লাল হলুদ কোচ বলছেন যারা প্র্যাকটিস করছে তারাই শনিবারের ম্যাচে খেলার জায়গায় থাকবে । ডুরান্ড নিয়ে কথা বললেও আলেয়ান্দ্রোর গলায় আই লিগ ও সুপার কাপের কথা । এই দুটো টুর্নামেন্টকে পাখির চোখ করছেন । আপাতত সেই লক্ষ্যে ধীরে অথচ দৃঢ়ভাবে দলকে তৈরি করতে চান । গত কুড়ি দিনের প্র্যাকটিসে খুশি লাল হলুদ কোচ বলছেন ক্লাবের শতবর্ষে সদস্য সমর্থকদের সাফল্য দেওয়াই একমাত্র লক্ষ্য ।

কলকাতা, 3 অগাস্ট : অবস্থার পরিপ্রেক্ষিতে ডুরান্ড কাপে পুরো শক্তির দল নামাতে হলেও ক্ষোভ রয়েছে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার । শনিবার আর্মি রেড দলের বিরুদ্ধে ডুরান্ডের প্রথম ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড । ক্লাবের শতবর্ষ । তাই ক্লাবের প্রথম জার্সির আদলে তৈরি জার্সি পরে মাঠে নামবেন বোরহা,লালরিনডিকা রালতেরা । পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রের ঘেরাটোপে লোকচক্ষুর আড়ালে ডুরান্ডের শেষবেলার প্রস্তুতি সারলেন লাল হলুদ কোচ । তবে কলকাতা লিগ ও ডুরান্ডের সমান্তরাল সূচির বিরুদ্ধে কলকাতায় পা দিয়ে সরব হয়ে ছিলেন । আজকের ম্যাচের 24 ঘণ্টা আগেও একই কথার পুনরাবৃত্তি লাল হলুদ স্প্যানিশ কোচের গলায় । তবে অজুহাত না দেখিয়ে বর্তমান পরিস্থিতিতে যারা আছেন তাঁদের নিয়েই জয়ের ঘুঁটি সাজাতে চান ।

আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার বক্তব্য

পূর্ণশক্তির দল ডুরান্ডে ইস্টবেঙ্গল খেলাবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল । লাল হলুদ কোচ বলছেন যারা প্র্যাকটিস করছে তারাই শনিবারের ম্যাচে খেলার জায়গায় থাকবে । ডুরান্ড নিয়ে কথা বললেও আলেয়ান্দ্রোর গলায় আই লিগ ও সুপার কাপের কথা । এই দুটো টুর্নামেন্টকে পাখির চোখ করছেন । আপাতত সেই লক্ষ্যে ধীরে অথচ দৃঢ়ভাবে দলকে তৈরি করতে চান । গত কুড়ি দিনের প্র্যাকটিসে খুশি লাল হলুদ কোচ বলছেন ক্লাবের শতবর্ষে সদস্য সমর্থকদের সাফল্য দেওয়াই একমাত্র লক্ষ্য ।

Intro:অবস্থার পরিপ্রেক্ষিতে ডুরান্ড কাপে পুরো শক্তির দল নামাতে হলেও ক্ষোভ রয়েছে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার। শনিবার আর্মি রেড দলের বিরুদ্ধে ডুরান্ডের প্রথম ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড। ক্লাবের শতবর্ষ। তাই ক্লাবের প্রথম জার্সির আদলে তৈরি জার্সি পড়ে মাঠে নামবেন বোরহা,লালরিনডিকা রালতেরা। পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রের ঘেরাটোপে লোকচক্ষুর আড়ালে ডুরান্ডের শেষবেলার প্রস্তুতি সারলেন লাল হলুদ কোচ। তবে কলকাতা লিগ ও ডুরান্ডের সমান্তরাল সূচির বিরুদ্ধে কলকাতায় পা দিয়ে সরব হয়ে ছিলেন। শনিবারের ম্যাচের 24ঘন্টা আগেও একই কথার পুনরাবৃত্তি লাল ড়লুদ স্প্যানিশ কোচের গলায়। তবে অজুহাত না দেখিয়ে বর্তমান পরিস্থিতিতে যারা আছেন তাদের নিয়েই জয়ের ঘুটি সাজাতে চান। পূর্নশক্তির দল ডুরান্ড এ ইস্টবেঙ্গল খেলাবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল। লাল হলুদ চাণক্য বলছেন যারা প্র্যাকটিস করছে তারাই শনিবারের ম্যাচে খেলার জায়গায় থাকবেন। ডুরান্ড নিয়ে কথা বললেনও আলেয়ান্দ্রো র গলায় আই লিগ ও সুপার কাপের কথা। এই দুটো টুর্নামেন্ট কে পাখির চোখ করছেন। আপাতত সেই লক্ষ্যে ধীরে অথচ দৃঢ়ভাবে দলকে তৈরি করতে চান। গত কুড়ি দিনের প্র্যাকটিসে খুশি লাল হলুদ কোচ বলছেন ক্লাবের শতবর্ষে সদস্য সমর্থকদের সাফল্য দেওয়াই একমাত্র লক্ষ্য।


Body:ডুরান্ড


Conclusion:
Last Updated : Aug 3, 2019, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.