কলকাতা, 17 জুন : বায়ার্ন মিউনিখ দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ হাতছাড়া হল বাংলার তরুণ ফুটবল প্রতিভা শুভ পালের । করোনা পরিস্থিতি হাওড়ার সালকিয়ার ছেলেটির উত্তরণের পথে সাময়িক বাধা হয়ে দাঁড়াল । তরুণ ফুটবল ট্যালেন্ট খুঁজছে জার্মানির বায়ার্ন মিউনিখ ক্লাব ৷ সেই ট্যালেন্ট হান্টে জায়গা করে নিয়েছিলেন বাংলার ছেলেটি । লিওনোডস্কি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত শুভ পালের অনুশীলন করার কথা ছিল মেক্সিকোতে। কিন্তু, কোভিড পরিস্থিতির কারণে সেখানে যেতে পারছেন না তিনি ।
সুদেভা এফসি আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বায়ার্ন মিউনিখ বিশ্ব একাদশের দুই কোচ ক্লাউস অগেনথালার এবং ক্রিস্টোফার লচ বলেছেন, ‘‘আমরা শুভর ভিডিয়ো দেখেছি । কিন্তু, ওকে চোখের সামনে দেখতে চাই । পরিচয় করতে চাই । ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব আমরা । আশা করি অগস্টে যখন বিভিন্ন দলের সঙ্গে আমরা খেলব ৷ তখন ওকে চোদ্দ নম্বর জার্সি পরে খেলতে দেখতে পারব । তবে, সবটাই নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর । পরিস্থিতির উন্নতি না হলে শুভ আগামী বছর সুযোগ পেতে পারেন ৷’’
বৃহস্পতিবার শুভর জন্য বরাদ্দ 14 নম্বর জার্সিটি বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে । স্বাভাবিক ভাবেই খুশি সালকিয়ার এই তরুণ । তবে, শুভ পালকে সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন ক্রিস্টোফার লচ । বায়ার্ন মিউনিখের বিশ্ব একাদশের কোচের পরামর্শ, ‘‘ভারতে ইতিমধ্যে তুমি বিখ্যাত । প্রত্যাশার পারদ চড়ছে । তবে চাপ নিও না । অনুশীলনে মন দাও । চোট মুক্ত থাকার চেষ্টা কর । নিজেকে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তোলার কাজটি কঠিন । আশা করব খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে । এই বছর না হলে সামনের বছর তোমার সুযোগ থাকবে ৷’’
আরও পড়ুন : ISL 2021-22 : মহানগরীতে এবার দেশের সর্বোচ্চ লিগ ? এফএসডিএলের বৈঠকে ইঙ্গিত
সালকিয়ার তস্য গলি থেকে ফুটবল দুনিয়ার রাজপথে উত্তরণের সুযোগে চমকে গিয়েছিলেন, তবে ঘাবড়ে যাননি শুভ । বাবা গেঞ্জি কারখানার কর্মী । একটি ভাল বুট তাঁর কাছে ছিল স্বপ্ন । স্বাভাবিক ভাবেই জার্মানির বিখ্যাত ক্লাব দলে ডাক পাওয়ার খবরে চমকে গিয়েছিলেন শুভ । এ নিয়ে উচ্ছ্বসিত শুভ জানিয়েছেন, ‘‘আমি ভাবতেই পারিনি এত বড় সুযোগ আমার সামনে আসবে । সবার মতো আমারও লক্ষ্য ছিল আই লিগ । সেই লক্ষ্য নিয়ে সুদেভায় এসেছিলাম । এর পর খেলতে খেলতে বায়ার্ন মিউনিখ দলে সুযোগ পেলাম । দলের সবাইকে ডেকে আমাকে এই খবর দেওয়া হয়েছিল । আমি খুব খুশি ৷’’