ETV Bharat / sports

বায়ার্ন মিউনিখের অনুশীলনে যাওয়া হচ্ছে না শুভ পালের - ক্লাউস অগেনথালার

করোনা পরিস্থিতির জেরে সুযোগ পেয়েও বায়ার্ন মিউনিখ ক্লাবে অনুশীলনের সুযোগ পেয়েও তা হাতছাড়া হল বাংলার শুভ পালের ৷ হাওড়া জেলার সালকিয়ার এই তরুণের ভিডিয়ো দেখে তাঁকে বায়ার্ন মিউনিখে সুযোগ পেয়েছেন তিনি ৷

deu to covid 19 Bengal footballer Shubh Pal not able to go Bayern Munich camp in mexico
কোভিড পরিস্থিততে বায়ার্ন মিউনিখের অনুশীলনে যাওয়া হচ্ছে না বাংলার শুভ পালের
author img

By

Published : Jun 17, 2021, 7:58 PM IST

কলকাতা, 17 জুন : বায়ার্ন মিউনিখ দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ হাতছাড়া হল বাংলার তরুণ ফুটবল প্রতিভা শুভ পালের । করোনা পরিস্থিতি হাওড়ার সালকিয়ার ছেলেটির উত্তরণের পথে সাময়িক বাধা হয়ে দাঁড়াল । তরুণ ফুটবল ট্যালেন্ট খুঁজছে জার্মানির বায়ার্ন মিউনিখ ক্লাব ৷ সেই ট্যালেন্ট হান্টে জায়গা করে নিয়েছিলেন বাংলার ছেলেটি । লিওনোডস্কি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত শুভ পালের অনুশীলন করার কথা ছিল মেক্সিকোতে। কিন্তু, কোভিড পরিস্থিতির কারণে সেখানে যেতে পারছেন না তিনি ।

সুদেভা এফসি আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বায়ার্ন মিউনিখ বিশ্ব একাদশের দুই কোচ ক্লাউস অগেনথালার এবং ক্রিস্টোফার লচ বলেছেন, ‘‘আমরা শুভর ভিডিয়ো দেখেছি । কিন্তু, ওকে চোখের সামনে দেখতে চাই । পরিচয় করতে চাই । ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব আমরা । আশা করি অগস্টে যখন বিভিন্ন দলের সঙ্গে আমরা খেলব ৷ তখন ওকে চোদ্দ নম্বর জার্সি পরে খেলতে দেখতে পারব । তবে, সবটাই নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর । পরিস্থিতির উন্নতি না হলে শুভ আগামী বছর সুযোগ পেতে পারেন ৷’’

বৃহস্পতিবার শুভর জন্য বরাদ্দ 14 নম্বর জার্সিটি বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে । স্বাভাবিক ভাবেই খুশি সালকিয়ার এই তরুণ । তবে, শুভ পালকে সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন ক্রিস্টোফার লচ । বায়ার্ন মিউনিখের বিশ্ব একাদশের কোচের পরামর্শ, ‘‘ভারতে ইতিমধ্যে তুমি বিখ্যাত । প্রত্যাশার পারদ চড়ছে । তবে চাপ নিও না । অনুশীলনে মন দাও । চোট মুক্ত থাকার চেষ্টা কর । নিজেকে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তোলার কাজটি কঠিন । আশা করব খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে । এই বছর না হলে সামনের বছর তোমার সুযোগ থাকবে ৷’’

আরও পড়ুন : ISL 2021-22 : মহানগরীতে এবার দেশের সর্বোচ্চ লিগ ? এফএসডিএলের বৈঠকে ইঙ্গিত

সালকিয়ার তস্য গলি থেকে ফুটবল দুনিয়ার রাজপথে উত্তরণের সুযোগে চমকে গিয়েছিলেন, তবে ঘাবড়ে যাননি শুভ । বাবা গেঞ্জি কারখানার কর্মী । একটি ভাল বুট তাঁর কাছে ছিল স্বপ্ন । স্বাভাবিক ভাবেই জার্মানির বিখ্যাত ক্লাব দলে ডাক পাওয়ার খবরে চমকে গিয়েছিলেন শুভ । এ নিয়ে উচ্ছ্বসিত শুভ জানিয়েছেন, ‘‘আমি ভাবতেই পারিনি এত বড় সুযোগ আমার সামনে আসবে । সবার মতো আমারও লক্ষ্য ছিল আই লিগ । সেই লক্ষ্য নিয়ে সুদেভায় এসেছিলাম । এর পর খেলতে খেলতে বায়ার্ন মিউনিখ দলে সুযোগ পেলাম । দলের সবাইকে ডেকে আমাকে এই খবর দেওয়া হয়েছিল । আমি খুব খুশি ৷’’

কলকাতা, 17 জুন : বায়ার্ন মিউনিখ দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ হাতছাড়া হল বাংলার তরুণ ফুটবল প্রতিভা শুভ পালের । করোনা পরিস্থিতি হাওড়ার সালকিয়ার ছেলেটির উত্তরণের পথে সাময়িক বাধা হয়ে দাঁড়াল । তরুণ ফুটবল ট্যালেন্ট খুঁজছে জার্মানির বায়ার্ন মিউনিখ ক্লাব ৷ সেই ট্যালেন্ট হান্টে জায়গা করে নিয়েছিলেন বাংলার ছেলেটি । লিওনোডস্কি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত শুভ পালের অনুশীলন করার কথা ছিল মেক্সিকোতে। কিন্তু, কোভিড পরিস্থিতির কারণে সেখানে যেতে পারছেন না তিনি ।

সুদেভা এফসি আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বায়ার্ন মিউনিখ বিশ্ব একাদশের দুই কোচ ক্লাউস অগেনথালার এবং ক্রিস্টোফার লচ বলেছেন, ‘‘আমরা শুভর ভিডিয়ো দেখেছি । কিন্তু, ওকে চোখের সামনে দেখতে চাই । পরিচয় করতে চাই । ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব আমরা । আশা করি অগস্টে যখন বিভিন্ন দলের সঙ্গে আমরা খেলব ৷ তখন ওকে চোদ্দ নম্বর জার্সি পরে খেলতে দেখতে পারব । তবে, সবটাই নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর । পরিস্থিতির উন্নতি না হলে শুভ আগামী বছর সুযোগ পেতে পারেন ৷’’

বৃহস্পতিবার শুভর জন্য বরাদ্দ 14 নম্বর জার্সিটি বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে । স্বাভাবিক ভাবেই খুশি সালকিয়ার এই তরুণ । তবে, শুভ পালকে সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন ক্রিস্টোফার লচ । বায়ার্ন মিউনিখের বিশ্ব একাদশের কোচের পরামর্শ, ‘‘ভারতে ইতিমধ্যে তুমি বিখ্যাত । প্রত্যাশার পারদ চড়ছে । তবে চাপ নিও না । অনুশীলনে মন দাও । চোট মুক্ত থাকার চেষ্টা কর । নিজেকে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তোলার কাজটি কঠিন । আশা করব খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে । এই বছর না হলে সামনের বছর তোমার সুযোগ থাকবে ৷’’

আরও পড়ুন : ISL 2021-22 : মহানগরীতে এবার দেশের সর্বোচ্চ লিগ ? এফএসডিএলের বৈঠকে ইঙ্গিত

সালকিয়ার তস্য গলি থেকে ফুটবল দুনিয়ার রাজপথে উত্তরণের সুযোগে চমকে গিয়েছিলেন, তবে ঘাবড়ে যাননি শুভ । বাবা গেঞ্জি কারখানার কর্মী । একটি ভাল বুট তাঁর কাছে ছিল স্বপ্ন । স্বাভাবিক ভাবেই জার্মানির বিখ্যাত ক্লাব দলে ডাক পাওয়ার খবরে চমকে গিয়েছিলেন শুভ । এ নিয়ে উচ্ছ্বসিত শুভ জানিয়েছেন, ‘‘আমি ভাবতেই পারিনি এত বড় সুযোগ আমার সামনে আসবে । সবার মতো আমারও লক্ষ্য ছিল আই লিগ । সেই লক্ষ্য নিয়ে সুদেভায় এসেছিলাম । এর পর খেলতে খেলতে বায়ার্ন মিউনিখ দলে সুযোগ পেলাম । দলের সবাইকে ডেকে আমাকে এই খবর দেওয়া হয়েছিল । আমি খুব খুশি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.