ETV Bharat / sports

মস্তিস্কের সফল অস্ত্রোপচার, সুস্থ আছেন মারাদোনা

author img

By

Published : Nov 4, 2020, 12:36 PM IST

গত শুক্রবার 60 বছরে পা দেওয়া মারাদোনা এর আগে দু'দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৷

মস্তিস্কের সফল অস্ত্রোপচার, সুস্থ আছেন মারাদোনা
মস্তিস্কের সফল অস্ত্রোপচার, সুস্থ আছেন মারাদোনা

বুয়েনস আইরেস, 4 নভেম্বর : তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা ৷ উদ্বিগ্ন ফ্যানদের স্বস্তি দিল বুধবার সকালের খবর ৷ দিয়েগো মারাদোনার মস্তিস্কের অস্ত্রোপচার সফল হয়েছে ৷ জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুকে । বুয়েনস আইরেসের একটি হাসপাতালে তাঁর মাথার জমাট রক্ত অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে ৷

লুকের কথায়, "আমরা সাফল্যের সঙ্গে জমাট রক্তের অস্ত্রোপচার করতে সফল হয়েছি ৷ সার্জারির পর দিয়েগো সুস্থ রয়েছে ৷" তিনি আরও বলেন, "কিছুটা রক্তপাত হয়েছে ৷ তবে পরিস্থিতি হাতের মধ্যেই রয়েছে ৷ ওঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷" সোমবার তাঁকে লা প্লাটার একটি বেসরকারি ক্লিনিকে ভরতি করা হয়েছে । জায়গাটি রাজধানী বুয়েনস আইরেস থেকে 40 কিমি দূরে । গত বছরের শেষ থেকে এখানেই থাকছেন মারাদোনা । গত শুক্রবার মারাদোনার 60তম জন্মদিনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ম্যাচে পেত্রোনাতোর বিরুদ্ধে নেমেছিল জিমনেশিয়া । সেদিন রাতে মারাদোনার তত্ত্বাবধানে থাকা টিম 3-0তে ম্যাচ জেতে । যদিও ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই চলে যান মারাদোনা । সেই ঘটনা তাঁর স্বাস্থ্য নিয়ে অনুরাগীদের চিন্তা বাড়িয়ে দিয়েছিল । তারপরই হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷

মারাদোনার পরিচারক জানিয়েছিলেন, কয়েকদিন ধরেই খাবার মুখে তুলতে চাইছিলেন না তিনি ৷ হাসপাতালে মাথার স্ক্যান করার পর রক্ত জমাট বাঁধা রয়েছে বলে ধরা পড়ে ৷ তারপরই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

গত শুক্রবার 60 বছরে পা দেওয়া মারাদোনা এর আগে দু'দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৷ এছাড়াও একবার জন্ডিস ও গ্যাসট্রিক বাইপাস সার্জারিও হয়েছে ৷ তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা মারাদোনার ছবি দেওয়া প্ল্যাকার্ডে "কাম অন, দিয়েগো" লিখে পথে বেরিয়ে পড়ে ৷ ফ্যানদের হাসপাতালের বাইরেও ভিড় জমাতে দেখা গেছে ৷

বুয়েনস আইরেস, 4 নভেম্বর : তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা ৷ উদ্বিগ্ন ফ্যানদের স্বস্তি দিল বুধবার সকালের খবর ৷ দিয়েগো মারাদোনার মস্তিস্কের অস্ত্রোপচার সফল হয়েছে ৷ জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুকে । বুয়েনস আইরেসের একটি হাসপাতালে তাঁর মাথার জমাট রক্ত অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে ৷

লুকের কথায়, "আমরা সাফল্যের সঙ্গে জমাট রক্তের অস্ত্রোপচার করতে সফল হয়েছি ৷ সার্জারির পর দিয়েগো সুস্থ রয়েছে ৷" তিনি আরও বলেন, "কিছুটা রক্তপাত হয়েছে ৷ তবে পরিস্থিতি হাতের মধ্যেই রয়েছে ৷ ওঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷" সোমবার তাঁকে লা প্লাটার একটি বেসরকারি ক্লিনিকে ভরতি করা হয়েছে । জায়গাটি রাজধানী বুয়েনস আইরেস থেকে 40 কিমি দূরে । গত বছরের শেষ থেকে এখানেই থাকছেন মারাদোনা । গত শুক্রবার মারাদোনার 60তম জন্মদিনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ম্যাচে পেত্রোনাতোর বিরুদ্ধে নেমেছিল জিমনেশিয়া । সেদিন রাতে মারাদোনার তত্ত্বাবধানে থাকা টিম 3-0তে ম্যাচ জেতে । যদিও ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই চলে যান মারাদোনা । সেই ঘটনা তাঁর স্বাস্থ্য নিয়ে অনুরাগীদের চিন্তা বাড়িয়ে দিয়েছিল । তারপরই হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷

মারাদোনার পরিচারক জানিয়েছিলেন, কয়েকদিন ধরেই খাবার মুখে তুলতে চাইছিলেন না তিনি ৷ হাসপাতালে মাথার স্ক্যান করার পর রক্ত জমাট বাঁধা রয়েছে বলে ধরা পড়ে ৷ তারপরই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

গত শুক্রবার 60 বছরে পা দেওয়া মারাদোনা এর আগে দু'দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৷ এছাড়াও একবার জন্ডিস ও গ্যাসট্রিক বাইপাস সার্জারিও হয়েছে ৷ তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা মারাদোনার ছবি দেওয়া প্ল্যাকার্ডে "কাম অন, দিয়েগো" লিখে পথে বেরিয়ে পড়ে ৷ ফ্যানদের হাসপাতালের বাইরেও ভিড় জমাতে দেখা গেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.