কলকাতা, 27 অগাস্ট : আবেগ না পেশাদারিত্ব । পরিকাঠামোর দৈন্যদশা না সদিচ্ছার অভাব । কলকাতা লিগের খেলা যত গড়াচ্ছে ততই বাংলার ফুটবল ও ফুটবল নিয়ামক সংস্থার দুরবস্থার ছবিটা যেন আরও প্রকট হচ্ছে ৷ কলকাতা ময়দানের তিন ঘেরা মাঠের হালকে যদি নম্বর দিতে হয়, তবে মহমেডানের মাঠ সবার পিছনে থাকবে ।
ইস্টবেঙ্গল ও মোহনবাগান মাঠ মন্দের ভালো বলা যায় । কিন্তু মাঠ নিয়ে সন্তুষ্ট নন দুই দলের কোচ । বাগান কোচ কিবু ভিকুনা উপায়ন্তর না পেয়ে ক্লাব মাঠে অনুশীলন করছেন । ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া তো নিজের সিদ্ধান্তে অনড় থেকে SAI ও যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করাচ্ছেন । লিগ ম্যাচ ক্লাবের মাঠে খেলছেন অনেক অনুরোধের পর । বুধবার লিগের তিন নম্বর ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল । প্রতিপক্ষ এরিয়ান । রাজদীপ নন্দীর দল জয় পেতে মরিয়া ৷ বড় দলের বিরুদ্ধে ডিফেন্স জমাট করে পয়েন্ট কেড়ে নিতে চাইছে তারা ।
বেহাল মাঠ, নাছোড় প্রতিপক্ষ সামলে ডার্বির আগে দল গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার সামনে । গত ম্যাচের দলে পরিবর্তনের সম্ভাবনা কম । জয়ের অভ্যাস বজায় রাখার চ্যালেঞ্জ সামলে । পূর্বাঞ্চলীয় SAI-এর ঘেরাটোপে অনুশীলন । চোট সারিয়ে প্র্যাকটিসে মেহতাব সিংও । তবে মার্তি ক্রিসপির সঙ্গে রশিদের শুরু করার সম্ভাবনা । ইতিমধ্যে নবাগত স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস বলেছেন মাঠই আসলে ভালো খেলার অন্তরায় । ভালো মাঠে 90 মিনিট খেলার অবস্থায় তিনি রয়েছেন । মাঠ নিয়ে লাল হলুদ সাজঘরে চিন্তা রয়েছে, এদিকে এরিয়ানের পাখির চোখ ম্যাচের তিন পয়েন্ট ।