ETV Bharat / sports

সবুজ-মেরুনে বিজ্ঞাপন বিতর্ক, হাল খোঁজার আশ্বাস দেবাশিস দত্তের - এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত

এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরে ক্লাবের পক্ষ থেকে সচিব সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত প্রতিনিধিত্ব করছেন । কিন্তু ISL-র প্রথম বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই গত 24 ঘণ্টা ধরে মোহনবাগান সমর্থকদের মধ্যে সমালোচনার ঝড় বইছে । তাতে দেখা যাচ্ছে বাবা মোহনবাগানের সমর্থক এবং ছেলে এটিকেকে সমর্থন করে ।

সবুজ-মেরুনে বিজ্ঞাপন বিতর্ক
সবুজ-মেরুনে বিজ্ঞাপন বিতর্ক
author img

By

Published : Nov 1, 2020, 8:55 PM IST

কলকাতা, 1 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের বিজ্ঞাপনে সবুজ মেরুনের ঐতিহ্য লঙ্ঘিত । এই দাবি ক্রমেই জোরালো হচ্ছে । অবস্থা সামাল দিতে এবার আসরে আরও বেশি করে উদ্যোগী মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত ।

এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরে ক্লাবের পক্ষ থেকে সচিব সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত প্রতিনিধিত্ব করছেন । কিন্তু ISL-র প্রথম বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই গত 24 ঘণ্টা ধরে মোহনবাগান সমর্থকদের মধ্যে সমালোচনার ঝড় বইছে । তাতে দেখা যাচ্ছে বাবা মোহনবাগানের সমর্থক এবং ছেলে এটিকেকে সমর্থন করে । দুজনেই প্রিয় দলের জার্সি ওয়াশিং মেশিনে দিচ্ছেন । সেই সময় সৌরভ বলছেন এটিকে মোহনবাগান একসঙ্গে মাঠে নামলে জয় আটকানো সম্ভব নয় । তারপরের দৃশ্যে দেখা যাচ্ছে জার্সি পরে বারান্দায় উল্লাস করছে বাবা এবং ছেলে । তবে জার্সির রং নিয়ে আপত্তি সংর্থকদের ৷ কারণ এই রং মেরুনের থেকে বেশি করে লাল ৷

এছাড়া বিজ্ঞাপনে আরও দেখানো হয়েছে, নিচের রাস্তায় দুজন লাল হলুদ জার্সি পরা লোককে দেখে বাবা-ছেলে চিৎকার করছেন এবার তাঁরা জিতবেন বলে । উলটো দিকের বারান্দায় লাল হলুদ সমর্থকদের পালটা জবাব তাঁরা এবার দৌড়ে রয়েছেন । এই ভিডিয়োতে ছয় বছরে ফুটবল ঐতিহ্য, প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছে । তাছাড়া এটিকে-মোহনবাগানের জার্সিতে তিনবার ISL জয়ের স্বীকৃতি হিসেবে তিনটে তারার আঁকা হয়েছে । এই সমগ্র বিষয় নিয়ে পুঞ্জীভূত ক্ষোভ যা এবার সমর্থকরা উগরে দিয়েছেন । সোশাল মিডিয়ায় তাঁরা কটুক্তি করছেন । যা থেকে বাদ পড়েননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো আইকনও ।

এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত ইতিমধ্যে সমর্থকদের সবুজ মেরুন স্বার্থ রক্ষার আশ্বাস দিয়েছিলেন । রবিবার ফের তিনি বলেছেন, এটিকে মোহনবাগান বোর্ড ISL-র সঙ্গে নিয়মিত কথা বলে চলেছে । দ্রুত লোগোতে তিন তারার উপস্থিতি ঘিরে বিতর্ক, জার্সির রংয়ে লালের আধিক্য নিয়ে তৈরি সমস্যার হাল খোঁজা হবে ।

গত মরশুমের মতো দল যাতে খেতাব ধরে রাখতে পারে সেই ব্যাপারে এটিকে মোহনবাগান মরিয়া । 20 নভেম্বর ISL-র প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবেন আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা ।

কলকাতা, 1 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের বিজ্ঞাপনে সবুজ মেরুনের ঐতিহ্য লঙ্ঘিত । এই দাবি ক্রমেই জোরালো হচ্ছে । অবস্থা সামাল দিতে এবার আসরে আরও বেশি করে উদ্যোগী মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত ।

এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরে ক্লাবের পক্ষ থেকে সচিব সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত প্রতিনিধিত্ব করছেন । কিন্তু ISL-র প্রথম বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই গত 24 ঘণ্টা ধরে মোহনবাগান সমর্থকদের মধ্যে সমালোচনার ঝড় বইছে । তাতে দেখা যাচ্ছে বাবা মোহনবাগানের সমর্থক এবং ছেলে এটিকেকে সমর্থন করে । দুজনেই প্রিয় দলের জার্সি ওয়াশিং মেশিনে দিচ্ছেন । সেই সময় সৌরভ বলছেন এটিকে মোহনবাগান একসঙ্গে মাঠে নামলে জয় আটকানো সম্ভব নয় । তারপরের দৃশ্যে দেখা যাচ্ছে জার্সি পরে বারান্দায় উল্লাস করছে বাবা এবং ছেলে । তবে জার্সির রং নিয়ে আপত্তি সংর্থকদের ৷ কারণ এই রং মেরুনের থেকে বেশি করে লাল ৷

এছাড়া বিজ্ঞাপনে আরও দেখানো হয়েছে, নিচের রাস্তায় দুজন লাল হলুদ জার্সি পরা লোককে দেখে বাবা-ছেলে চিৎকার করছেন এবার তাঁরা জিতবেন বলে । উলটো দিকের বারান্দায় লাল হলুদ সমর্থকদের পালটা জবাব তাঁরা এবার দৌড়ে রয়েছেন । এই ভিডিয়োতে ছয় বছরে ফুটবল ঐতিহ্য, প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছে । তাছাড়া এটিকে-মোহনবাগানের জার্সিতে তিনবার ISL জয়ের স্বীকৃতি হিসেবে তিনটে তারার আঁকা হয়েছে । এই সমগ্র বিষয় নিয়ে পুঞ্জীভূত ক্ষোভ যা এবার সমর্থকরা উগরে দিয়েছেন । সোশাল মিডিয়ায় তাঁরা কটুক্তি করছেন । যা থেকে বাদ পড়েননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো আইকনও ।

এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত ইতিমধ্যে সমর্থকদের সবুজ মেরুন স্বার্থ রক্ষার আশ্বাস দিয়েছিলেন । রবিবার ফের তিনি বলেছেন, এটিকে মোহনবাগান বোর্ড ISL-র সঙ্গে নিয়মিত কথা বলে চলেছে । দ্রুত লোগোতে তিন তারার উপস্থিতি ঘিরে বিতর্ক, জার্সির রংয়ে লালের আধিক্য নিয়ে তৈরি সমস্যার হাল খোঁজা হবে ।

গত মরশুমের মতো দল যাতে খেতাব ধরে রাখতে পারে সেই ব্যাপারে এটিকে মোহনবাগান মরিয়া । 20 নভেম্বর ISL-র প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবেন আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.