ETV Bharat / sports

David Williams : সুযোগ মিলছে না প্রথম দলে, সবুজ-মেরুন ছাড়তে পারেন উইলিয়ামস

চলতি মরশুমে সাত ম্যাচে একটি গোল করেছেন 33 বছরের এই ফরোয়ার্ড । সবমিলিয়ে মাঠে ছিলেন মোট 125 মিনিট ৷ নিয়মিত প্রথম দলে সুযোগ না পাওয়ার ফলে সবুজ-মেরুন শিবির ছাড়তে পারেন অজি স্ট্রাইকার ( David Williams may leave Mohun Bagan in the mid of ISL) ৷

David Williams
সবুজ-মেরুন ছাড়তে পারেন উইলিয়ামস
author img

By

Published : Dec 26, 2021, 10:41 PM IST

পানাজি, 26 ডিসেম্বর : আইএসএলের মাঝপথেই এটিকে মোহনবাগান ছাড়তে পারেন ডেভিড উইলিয়ামস ( David Williams may leave Mohun Bagan in the mid of ISL) । জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আইএসএলের কোনও ক্লাব বা থাইল্যান্ডের কোনও ক্লাবে সই করতে পারেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার । চলতি মরশুমের শুরু থেকেই সেভাবে একাদশে সুযোগ পাচ্ছেন না ডেভিড । ফলে নিজের স্বাভাবিক খেলাও মেলে ধরতে পারছেন না । সেই কারণেই হয়ত এটিকে মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি ।

চলতি মরশুমে সাত ম্যাচে একটি গোল করেছেন 33 বছর বয়সী এই ফরোয়ার্ড । সবমিলিয়ে মাঠে ছিলেন মোট 125 মিনিট ৷ গত মরশুমে 20 ম্যাচে 6 গোল করেছিলেন এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার । পাশাপাশি তাঁর পাস থেকেই দুটি গোল হয়েছিল । গত মরশুমেও হাবাসের মোহনবাগান দলে ছিলেন তিনি । তার আগে 2019-20 মরশুমে এটিকে-র ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ডেভিড । এটিকে ছাড়াও অস্ট্রেলিয়ার লিগে দীর্ঘদিন খেলেছেন । অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ।

আরও পড়ুন : ISL 2021-22 : কলকাতার দুই বড় ক্লাবের ব্রাত্যরাই এখনও আইএসএল’র উজ্জ্বল নক্ষত্র

নতুন কোচ জুয়ান ফেরান্দোর অধীনে জয়ের সরণিতে ফিরেছে এটিকে মোহনবাগান । সেই জয় ধরে রাখতেই ট্রান্সফার উইন্ডো খুললে নতুন খেলোয়াড় নিতে পারে গঙ্গাপাড়ের ক্লাব ৷ তার আগেই বেজে গেল ডেভিড-বিদায়ের বাজনা ৷

পানাজি, 26 ডিসেম্বর : আইএসএলের মাঝপথেই এটিকে মোহনবাগান ছাড়তে পারেন ডেভিড উইলিয়ামস ( David Williams may leave Mohun Bagan in the mid of ISL) । জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আইএসএলের কোনও ক্লাব বা থাইল্যান্ডের কোনও ক্লাবে সই করতে পারেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার । চলতি মরশুমের শুরু থেকেই সেভাবে একাদশে সুযোগ পাচ্ছেন না ডেভিড । ফলে নিজের স্বাভাবিক খেলাও মেলে ধরতে পারছেন না । সেই কারণেই হয়ত এটিকে মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি ।

চলতি মরশুমে সাত ম্যাচে একটি গোল করেছেন 33 বছর বয়সী এই ফরোয়ার্ড । সবমিলিয়ে মাঠে ছিলেন মোট 125 মিনিট ৷ গত মরশুমে 20 ম্যাচে 6 গোল করেছিলেন এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার । পাশাপাশি তাঁর পাস থেকেই দুটি গোল হয়েছিল । গত মরশুমেও হাবাসের মোহনবাগান দলে ছিলেন তিনি । তার আগে 2019-20 মরশুমে এটিকে-র ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ডেভিড । এটিকে ছাড়াও অস্ট্রেলিয়ার লিগে দীর্ঘদিন খেলেছেন । অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ।

আরও পড়ুন : ISL 2021-22 : কলকাতার দুই বড় ক্লাবের ব্রাত্যরাই এখনও আইএসএল’র উজ্জ্বল নক্ষত্র

নতুন কোচ জুয়ান ফেরান্দোর অধীনে জয়ের সরণিতে ফিরেছে এটিকে মোহনবাগান । সেই জয় ধরে রাখতেই ট্রান্সফার উইন্ডো খুললে নতুন খেলোয়াড় নিতে পারে গঙ্গাপাড়ের ক্লাব ৷ তার আগেই বেজে গেল ডেভিড-বিদায়ের বাজনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.