কলকাতা, 11 অক্টোবর : প্রতিক্ষার অবসান। এসসি ইস্টবেঙ্গলে যোগ দিলেন ড্যানিয়েল চিমা। নাইজেরিয়ান স্ট্রাইকারে দলে যোগ দেওয়া নিয়ে ধোয়াশা তৈরি হয়েছিল। সোমবার সকালে গোয়ায় পৌঁছন চিমা ৷ তবে আইএএলে এসসি ইস্টবেঙ্গলের শিবিরে যোগ দিতে পারবেন না ৷ করাণ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে চলে যেতে হয়েছে লাল-হলুদের এই নয়া স্ট্রাইকারকে ৷
গত মাসে ইস্টবেঙ্গলে সই করেছিলেন নাইজেরিয়ান এই স্ট্রাইকার ৷ কিন্তু কাগজপত্রের জটিলতায় চিমার লাল-হলুদে যোগদানের বিষয়টি থমকে ছিল। ফলে অন্য দেশি-বিদেশি সব ফুটবলার ও কোচ গোয়ায় শিবিরে যোগ দিলেও চিমাকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কারণ বায়ো-বাবলে থাকার নিয়ম কড়াভাবে পালন করার নির্দেশ দিয়েছে আইএসএল কর্তৃপক্ষ ৷ ফলে দলের অন্যদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে চিমাকে ৷
ভারতীয় ফুটবলে চিমার প্রত্যাবর্তন আগেই জেনে গিয়েছিল ময়দান ৷ নাইজেরিয়ান স্ট্রাইকার ফের লাল-হলুদ জার্সিতেই গোলের রাস্তা খুঁজবেন। তবে তাঁর জার্সির নম্বর তেইশ না অন্য কোনও কিছু তার উত্তর জানতে অপেক্ষা করতেই হবে আরও কিছুদিন। চিমা ওকোরির পর ময়দানে এবার নাম কামাতে বদ্ধপরিকর ড্যানিয়েল চিমা ৷ 16 সেপ্টেম্বর আসন্ন আইএসএল মরসুমে এসসি ইস্টবেঙ্গলে সই করেন তিনি ৷
19 নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল ৷ তার আগে ফুটবলারদের ফিটনেস এবং বোঝাপড়া গড়ে তুলতে অন্তত ছয় সপ্তাহের প্রস্তুতি দরকার। কোচ ম্যানুয়াল ডিয়াজ সেভাবেই পরিকল্পনা সাজিয়েছেন। ফুটবলাররা কোয়ারেন্টাইনে থাকলেও দলের ফিজিও তাদের জন্য সূচি তৈরি করে দিয়েছেন। সেই মত তারা ফিটনেস ট্রেনিং করছেন। চিমাকেও সেভাবেই অনুশীলন সূচি দেওয়া হয়েছে। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে অনুশীলনে যোগ দিতে মুখিয়ে রয়েছেন চিমা ৷
আরও পড়ুন : ঘরের ছেলেকে ঘরে ফেরাল লাল-হলুদ
ভারতে প্রথমবার খেলতে এসেছেন বছর তিরিশের চিমা চুকু ৷ এই দেশের ফুটবল লিগ সম্বন্ধে প্রথমবার ধারণা তৈরি হবে। তবে নিজের সেরাটা দিয়ে ইস্টবেঙ্গলকে সাফল্য দেওয়ার লক্ষ্যেই মাঠে নামতে চান তিনি ৷ ডার্বি সম্বন্ধে শুনেছেন। সেই ম্যাচেও সফল হতে চান। আপাতত বিশ্রাম নিয়ে নিজেকে ফিট করে তোলাই লক্ষ্য নাইজেরিয়ান স্ট্রাইকারের ৷