ETV Bharat / sports

মোহনবাগান গেটে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত "জয় মোহনবাগান" কাট আউট - Kolkata

মোহনবাগান গেটের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত "জয় মোহনবাগান" কাট আউট দেখা যায় । ক্লাবের তরফে বলা হয়, তারা এরকম কোনও কাট আউট লাগানোর নির্দেশ দেয়নি ।

বাগান গেট
author img

By

Published : Jul 13, 2019, 6:56 PM IST

কলকাতা, 13 জুলাই : BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক করেছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান কর্তারা । পরদিনই মোহনবাগান গেটের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত "জয় মোহনবাগান" কাট আউট চোখে পড়ল । মোহনবাগানের সহ-সচিবের দাবি, ক্লাব কর্তৃপক্ষের তরফে এরকম কোনও কাট আউট লাগানোর নির্দেশ দেওয়া হয়নি ।

ময়দানের ক্লাবগুলি নিয়ে যথেষ্ট উৎসুক মুখ্যমন্ত্রী । সরকারি সাহায্যও মিলেছে । বাগানের ফ্লাডলাইট সংস্কারে সাহায্য করেছেন । বাগানকর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কও সুমধুর । অতীতে 29 জুলাই মোহনবাগান দিবস অনুষ্ঠানেও হাজির ছিলেন মুখ্যমন্ত্রী । মোহনবাগান রত্ন প্রদান করেছেন ।

ইতিমধ্যে সোমবার দুই প্রধানের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয় । সেইমতো কৈলাসকে দুই প্রধানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয় । এরপর গতকাল কলকাতার এক হোটেলে বৈঠক করেন কৈলাস । পরদিনই মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত এই কাট আউটে নতুন অঙ্কের গন্ধ পাচ্ছে ময়দান । ওয়াকিবহল মহলের বক্তব্য, কৈলাসের সঙ্গে বৈঠকের ব্যবস্থাপক ছিলেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে । যিনি এবার BJP-র টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন । এরফলে, ফেডারেশন বনাম ক্লাব দ্বন্দ্বকে হাতিয়ার করে ময়দানে BJP-র প্রবেশের ইঙ্গিত পাচ্ছেন অনেকে ।

এই সংক্রান্ত আরও খবর : দুই প্রধানের সঙ্গে বৈঠক কৈলাস বিজয়বর্গীয়র

ময়দানের BJP-র প্রবেশ রুখতেই হয়তো মোহনবাগান ক্লাব গেটে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কাট আউট লাগানো হয়েছে বলে মত ওয়াকিবহল মহলের । গতবছর মোহনবাগানে নির্বাচনের সময় "জয় মোহনবাগান" লেখা কাট আউট ছড়িয়েছিলেন ক্লাবের ফুটবল বিভাগের সঙ্গে জড়িত এক শীর্ষকর্তা । অনেকের বক্তব্য, কালীঘাট নিবাসী ওই কর্তার ইন্ধনেই এবার মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কাট আউট লাগানো হয়েছে ।

Mohun Bagan
গেটের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত কাট আউট

যদিও মোহনবাগানের সহ-সচিব সৃঞ্জয় বসুর দাবি, এই ঘটনায় ক্লাব কর্তৃপক্ষের কোনও হাত নেই । তিনি বলেন, "ক্লাবের তরফে এরকম কোনও পদক্ষেপ করা হয়নি বা কাউকে এই কাজ করতে বলা হয়নি । গতরাতে কেউ বা কারা এই কাণ্ডটি করেছে ।" পরে কাট আউটটি সরিয়ে দেওয়া হয় ।

কলকাতা, 13 জুলাই : BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক করেছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান কর্তারা । পরদিনই মোহনবাগান গেটের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত "জয় মোহনবাগান" কাট আউট চোখে পড়ল । মোহনবাগানের সহ-সচিবের দাবি, ক্লাব কর্তৃপক্ষের তরফে এরকম কোনও কাট আউট লাগানোর নির্দেশ দেওয়া হয়নি ।

ময়দানের ক্লাবগুলি নিয়ে যথেষ্ট উৎসুক মুখ্যমন্ত্রী । সরকারি সাহায্যও মিলেছে । বাগানের ফ্লাডলাইট সংস্কারে সাহায্য করেছেন । বাগানকর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কও সুমধুর । অতীতে 29 জুলাই মোহনবাগান দিবস অনুষ্ঠানেও হাজির ছিলেন মুখ্যমন্ত্রী । মোহনবাগান রত্ন প্রদান করেছেন ।

ইতিমধ্যে সোমবার দুই প্রধানের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয় । সেইমতো কৈলাসকে দুই প্রধানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয় । এরপর গতকাল কলকাতার এক হোটেলে বৈঠক করেন কৈলাস । পরদিনই মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত এই কাট আউটে নতুন অঙ্কের গন্ধ পাচ্ছে ময়দান । ওয়াকিবহল মহলের বক্তব্য, কৈলাসের সঙ্গে বৈঠকের ব্যবস্থাপক ছিলেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে । যিনি এবার BJP-র টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন । এরফলে, ফেডারেশন বনাম ক্লাব দ্বন্দ্বকে হাতিয়ার করে ময়দানে BJP-র প্রবেশের ইঙ্গিত পাচ্ছেন অনেকে ।

এই সংক্রান্ত আরও খবর : দুই প্রধানের সঙ্গে বৈঠক কৈলাস বিজয়বর্গীয়র

ময়দানের BJP-র প্রবেশ রুখতেই হয়তো মোহনবাগান ক্লাব গেটে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কাট আউট লাগানো হয়েছে বলে মত ওয়াকিবহল মহলের । গতবছর মোহনবাগানে নির্বাচনের সময় "জয় মোহনবাগান" লেখা কাট আউট ছড়িয়েছিলেন ক্লাবের ফুটবল বিভাগের সঙ্গে জড়িত এক শীর্ষকর্তা । অনেকের বক্তব্য, কালীঘাট নিবাসী ওই কর্তার ইন্ধনেই এবার মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কাট আউট লাগানো হয়েছে ।

Mohun Bagan
গেটের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত কাট আউট

যদিও মোহনবাগানের সহ-সচিব সৃঞ্জয় বসুর দাবি, এই ঘটনায় ক্লাব কর্তৃপক্ষের কোনও হাত নেই । তিনি বলেন, "ক্লাবের তরফে এরকম কোনও পদক্ষেপ করা হয়নি বা কাউকে এই কাজ করতে বলা হয়নি । গতরাতে কেউ বা কারা এই কাণ্ডটি করেছে ।" পরে কাট আউটটি সরিয়ে দেওয়া হয় ।

Intro:মোহনবাগানের গেটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সশরীরে নয়, ছবিতে।সাতসকালে শতাব্দী প্রাচীন ক্লাবের প্রবেশ পথে মুখ্যমন্ত্রী র ছবি সম্বলিত জয়তু মোহনবাগান কাট আউট স্বাভাবিক ভাবে বিস্ময়ের সৃষ্টি করেছে। ময়দানের ক্লাব কালচারের সঙ্গে মুখ্যমন্ত্রী পরিচিত এবং সহানুভূতিশীল। ক্লাবগুলোর যাবতীয় দরকারে তিনি দরাজ হস্ত। সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে ক্লাবগুলো খুশি।তবে কখনও ক্লাবের প্রবেশ পথে মুখ্যমন্ত্রী র কাট আউট দেখা যায়নি।মোহনবাগানের সহসচিব বলছেন ক্লাবের তরফে এরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বা কাউকে এই কাজ করতে বলা হয়নি। শুক্রবার রাতে কেউ বা কারা এই কান্ডটি করেছে। এব্যাপারে ক্লাব কোন পদক্ষেপ নেবে কি না বা কাট আউট সরানো হবে কি না এই প্রশ্নে কোনও উত্তর মেলেনি। প্রসঙ্গত বাগান কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র সম্পর্ক সুমধুর।অতীতে তিনি 29জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত মোহনবাগান দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ও মোহনবাগান রত্ন সম্মান প্রদান করে ছেন। কিন্তু তা সত্ত্বেও অন্য অঙ্কের ছবি পাচ্ছে ময়দান। আইএসএল বনাম আই লিগের দ্বন্দ্ব মেটাতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান প্রধানমন্ত্রীর দ্বারস্থ। ফেডারেশনের সিদ্ধান্তের বিরোধিতা করে জোট বাধছে আই লিগের ক্লাবজোট। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কে দেওয়া চিঠির ভিত্তিতে বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গী ইস্ট মোহনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। যার ব্যবস্থাপক ছিলেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। বিদায়ী সচিব অঞ্জন মিত্রের জামাই এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।ফেডারেশন বনাম ক্লাব দ্বন্দ্ব মেটাতে তার উদ্যোগে অনেকেই ময়দানে বিজেপির প্রবেশের ইঙ্গিত পাচ্ছে। সেই অঙ্ক থেকেই হয়ত মোহনবাগান ক্লাব গেটে মুখ্যমন্ত্রী র ছবি সম্বলিত কাট আউট।এখানে বলে রাখা ভালো গতবছর মোহনবাগানের নির্বাচনে র সময় জয়তু মোহনবাগান লেখা কাট আউট ছড়িয়ে ছিলেন ক্লাবের ফুটবল বিভাগের সঙ্গে জড়িত কোনও এক শীর্ষকর্তা। কলিঘাট নিবাসী এই কর্তার ইন্ধনে এই কাট আউট লেগেছে বলে অনেকেই মনে করছেন।তাই বলাই যায় ময়দানে বিজেপির প্রবেশের চেষ্টায় ঢাল সেই মুখ্যমন্ত্রী।


Body:মোহনবাগান


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.