কলকাতা, 13 জুলাই : BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক করেছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান কর্তারা । পরদিনই মোহনবাগান গেটের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত "জয় মোহনবাগান" কাট আউট চোখে পড়ল । মোহনবাগানের সহ-সচিবের দাবি, ক্লাব কর্তৃপক্ষের তরফে এরকম কোনও কাট আউট লাগানোর নির্দেশ দেওয়া হয়নি ।
ময়দানের ক্লাবগুলি নিয়ে যথেষ্ট উৎসুক মুখ্যমন্ত্রী । সরকারি সাহায্যও মিলেছে । বাগানের ফ্লাডলাইট সংস্কারে সাহায্য করেছেন । বাগানকর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কও সুমধুর । অতীতে 29 জুলাই মোহনবাগান দিবস অনুষ্ঠানেও হাজির ছিলেন মুখ্যমন্ত্রী । মোহনবাগান রত্ন প্রদান করেছেন ।
ইতিমধ্যে সোমবার দুই প্রধানের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয় । সেইমতো কৈলাসকে দুই প্রধানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয় । এরপর গতকাল কলকাতার এক হোটেলে বৈঠক করেন কৈলাস । পরদিনই মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত এই কাট আউটে নতুন অঙ্কের গন্ধ পাচ্ছে ময়দান । ওয়াকিবহল মহলের বক্তব্য, কৈলাসের সঙ্গে বৈঠকের ব্যবস্থাপক ছিলেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে । যিনি এবার BJP-র টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন । এরফলে, ফেডারেশন বনাম ক্লাব দ্বন্দ্বকে হাতিয়ার করে ময়দানে BJP-র প্রবেশের ইঙ্গিত পাচ্ছেন অনেকে ।
এই সংক্রান্ত আরও খবর : দুই প্রধানের সঙ্গে বৈঠক কৈলাস বিজয়বর্গীয়র
ময়দানের BJP-র প্রবেশ রুখতেই হয়তো মোহনবাগান ক্লাব গেটে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কাট আউট লাগানো হয়েছে বলে মত ওয়াকিবহল মহলের । গতবছর মোহনবাগানে নির্বাচনের সময় "জয় মোহনবাগান" লেখা কাট আউট ছড়িয়েছিলেন ক্লাবের ফুটবল বিভাগের সঙ্গে জড়িত এক শীর্ষকর্তা । অনেকের বক্তব্য, কালীঘাট নিবাসী ওই কর্তার ইন্ধনেই এবার মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কাট আউট লাগানো হয়েছে ।
যদিও মোহনবাগানের সহ-সচিব সৃঞ্জয় বসুর দাবি, এই ঘটনায় ক্লাব কর্তৃপক্ষের কোনও হাত নেই । তিনি বলেন, "ক্লাবের তরফে এরকম কোনও পদক্ষেপ করা হয়নি বা কাউকে এই কাজ করতে বলা হয়নি । গতরাতে কেউ বা কারা এই কাণ্ডটি করেছে ।" পরে কাট আউটটি সরিয়ে দেওয়া হয় ।