ETV Bharat / sports

যাত্রা শুরুতেই হোঁচট স্টিমাচের, হারল ভারত - aiff

ভারতের কোচ হিসেবে এটাই ছিল ইগর স্টিমাচের প্রথম ম্যাচ ।

1
author img

By

Published : Jun 5, 2019, 4:22 PM IST

Updated : Jun 5, 2019, 7:25 PM IST

ব্যাংকক, 5 জুন : কিংস কাপ অভিযানের প্রথম ম্যাচে হার ভারতের । কুরাকাওয়ের কাছে 3-1 গোলে হার সুনীল ছেত্রীদের । কোচ হিসেবে ইগর স্টিমাচের এটাই ছিল প্রথম ম্যাচ । প্রথম ম্যাচেই হারলেন তিনি । ভারতের হয়ে একমাত্র গোল করেন সুনীল ছেত্রী।

কিংস কাপে নামার আগে মাত্র 10 দিন দলকে নিয়ে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন স্টিমাচ । থাইল্যান্ড উড়ে যাওয়ার আগে বলেছিলেন চাপে থাকবে ভারত । কুরাকাওয়ের বেশিরভাগ প্লেয়ার ইওরোপে খেলেন । ফলে সুবিধায় থাকবে কুরাকাও । এমনই বলেছিলেন স্টিমাচ ।

আজকের ম্যাচে 4-2-3-1 ছকে নেমেছিলেন ইগর স্টিমাচ । ডিফেন্সে রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গন । লেফট ব্যাক ও রাইট ব্যাকে যথাক্রমে প্রীতম কোটাল ও শুভাশিস বোস । স্ট্রাইকারে সুনীল ছেত্রী ।

শুরু থেকেই ভারতকে চাপে রাখতে শুরু করে কুরাকাও। যার ফলস্বরূপ 15 মিনিটে প্রথম গোল পায় তারা । নেপোমুসিনোর ক্রস থেকে গোল করেন বোনেভাসিয়া । ম্যাচের 18 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে কুরাকাও। বোনেভাসিয়াই করেন দ্বিতীয় গোল ।

30 মিনিটের মাথায় একটি গোল শোধ করেন সুনীল ছেত্রী । 34 মিনিটের মাথায় কুরাকাওয়ের হয়ে তৃতীয় গোল করেন বাকুনা । কিন্তু এরপর একাধিক চেষ্টা করলেও গোল শোধ করতে ব্যর্থ ভারত ।

ব্যাংকক, 5 জুন : কিংস কাপ অভিযানের প্রথম ম্যাচে হার ভারতের । কুরাকাওয়ের কাছে 3-1 গোলে হার সুনীল ছেত্রীদের । কোচ হিসেবে ইগর স্টিমাচের এটাই ছিল প্রথম ম্যাচ । প্রথম ম্যাচেই হারলেন তিনি । ভারতের হয়ে একমাত্র গোল করেন সুনীল ছেত্রী।

কিংস কাপে নামার আগে মাত্র 10 দিন দলকে নিয়ে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন স্টিমাচ । থাইল্যান্ড উড়ে যাওয়ার আগে বলেছিলেন চাপে থাকবে ভারত । কুরাকাওয়ের বেশিরভাগ প্লেয়ার ইওরোপে খেলেন । ফলে সুবিধায় থাকবে কুরাকাও । এমনই বলেছিলেন স্টিমাচ ।

আজকের ম্যাচে 4-2-3-1 ছকে নেমেছিলেন ইগর স্টিমাচ । ডিফেন্সে রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গন । লেফট ব্যাক ও রাইট ব্যাকে যথাক্রমে প্রীতম কোটাল ও শুভাশিস বোস । স্ট্রাইকারে সুনীল ছেত্রী ।

শুরু থেকেই ভারতকে চাপে রাখতে শুরু করে কুরাকাও। যার ফলস্বরূপ 15 মিনিটে প্রথম গোল পায় তারা । নেপোমুসিনোর ক্রস থেকে গোল করেন বোনেভাসিয়া । ম্যাচের 18 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে কুরাকাও। বোনেভাসিয়াই করেন দ্বিতীয় গোল ।

30 মিনিটের মাথায় একটি গোল শোধ করেন সুনীল ছেত্রী । 34 মিনিটের মাথায় কুরাকাওয়ের হয়ে তৃতীয় গোল করেন বাকুনা । কিন্তু এরপর একাধিক চেষ্টা করলেও গোল শোধ করতে ব্যর্থ ভারত ।

Southampton (England), Jun 05 (ANI): Players of Indian cricket team are all set to play their first match of ICC Cricket World Cup 2019 against South Africa today. Fans were seen cheering up for the team outside the stadium. While speaking to ANI, a cricket fan said, "We want India to win the match. We are going to support the team but we know it from the bottom of our heart that India will end up winning". Another excited fan narrated, "We are excited as this is India's first match in the world cup. We need to win this match anyhow. We will support the team and wish India ends up winning the match". "We have come from India specially to watch the match. We have also bought a flag with us to cheer up for the team", said a fan from India.
Last Updated : Jun 5, 2019, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.