কলকাতা, 15 সেপ্টেম্বর: অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টমিস্লাভকে সই করানোর 24 ঘণ্টার মধ্যে ক্রোয়েশিয়ার ফ্রাঞ্জো প্রিৎসেকে সই করিয়ে ডিফেন্স গুছিয়ে নিল এসসি ইস্টবেঙ্গল। ছ'ফুট উচ্চতার দীর্ঘদেহী ক্রোয়েশিয়ান ডিফেন্ডার নিজের দেশের যুব দলে প্রতিনিধিত্ব করেছেন। স্লোভেনিয়ার আমির ডারভিসেভিচ, অস্ট্রেলিয়ার টমিস্লাভের পর ক্রোয়েশিয়ার ফ্রাঞ্জোক সই করিয়ে কার্যত বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে লাল-হলুদ রিক্রুটাররা রোলস রয়েজ চালাচ্ছেন। লাজিওর প্রাক্তনী মরসুমের শুরুতে ছিলেন স্লাভেন বেলুপোতে। ফ্রি-প্লেয়ার হওয়ায় তাঁকে দলে পেতে সুবিধা হয় এসসি ইস্টবেঙ্গলের।
ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব 16 থেকে 21 প্রতিটি বিভাগে খেলার অভিজ্ঞতা রয়েছে প্রিৎসের। সদ্য নতুন রিক্রুট ফ্রাঞ্জোর বয়স 25 ৷ কার্যত ফুটবল জীবনের মধ্যগগনে ভারতের একনম্বর ফুটবল লিগে খেলতে আসছেন ক্রোয়েশিয়ান এই ডিফেন্ডার। লাল-হলুদ জার্সিতে সই করার পরেফ্রাঞ্জো বলেন,"খুব কম বয়সেই বিভিন্ন দেশে খেলতে গিয়েছি। ইতালিতে খেলেছি একদম তরুণ বয়সে। সেই অভিজ্ঞতা অভুতপূর্ব ছিল ৷ সেইরকম ভারতে খেলার অভিজ্ঞতা অর্জন করতে মুখিয়ে রয়েছি।এসসি ইস্টবেঙ্গলের মত বড় দলের কাছ থেকে প্রস্তাব আসার পরে তাই চিন্তা করিনি।"
তিনি আরও বলেন, "বিশ্ব ফুটবলের বেশকিছু বড় নামের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ সেই অভিজ্ঞতা আমাকে ফুটবলার হয়ে উঠতে সাহায্য করেছে। আশা করি, সেই অভিজ্ঞতা আইএসএলের মঞ্চে কাজে লাগিয়ে দলের হয়ে ভাল পারফরম্যান্স করতে সাহায্য করবে । ক্লাবের বিরাট সংখ্যক সমর্থকদের কথা শুনেছি ৷ তবে তারা গ্যালারিতে থাকবে না ভেবে খারাপ লাগছে। তাদের খুশি করার চ্যালেঞ্জ নিচ্ছি ।" ইতিমধ্যে ভারতীয় ডিফেন্ডার হিসেবে এসসি ইস্টবেঙ্গল এবার আদিল খানকে নিয়েছে। দলে রেখেছে রাজু গাইকোয়াড়কেও। ফলে রক্ষণে জোর দিচ্ছেন লাল-হলুদের নতুন স্প্যানিশ কোচ। এবার আক্রমণভাগের ফুটবলার নেওয়ার ব্যাপারে জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন।
আরও পড়ুন : অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল
শোনা যাচ্ছে, নাইজেরিয়ান স্ট্রাইকার চিমাকে চুক্তিপত্রে দ্রুত সই করানো হবে ৷ খুব কম সময়ে ভাল দল গড়েছেন এসসি ইস্টবেঙ্গলের রিক্রুটাররা। দলের দেশি ও বিদেশি ফুটবলারদের বেশিরভাগই তাঁদের প্রাক্তন দলের প্রথম একাদশে ছিলেন না। ফলে কার্যত বসে থাকা ফুটবলাররা কতটা পুরানো ছন্দে ফিরতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। গুণমান নিয়ে হয়ত সন্দেহ নেই। ফুটবলারদের ছন্দে ফেরানো এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচের কাছে কঠিন চ্যালেঞ্জ ।