পোর্তো, 6 জুন : সালটা 2004 । ইউরো কাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন 19 বছরের এক তরুণ । তারপর পার হয়ে গেছে 15 বছর । দেশকে জেতানোর দায়িত্বে তাঁর কাঁধে যত চেপেছে, তত বেড়েছে দেশের জার্সিতে পারফরম্যান্স গ্রাফ । আর তাতে নবতম সংযোজন UEFA নেশনস লিগের সেমিফাইনাল । ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকের সৌজন্যেই সুইজ়ারল্যান্ডকে 3-1 গোলে হারাল পর্তুগাল ।
ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পান সুইজ়ারল্যান্ডের শাকিরি । তা আটকে দেন পর্তুগাল গোলকিপার রুই প্যাট্রিসিয়ো । সুইসদের গতির সঙ্গে এঁটে উঠে পারছিল না পর্তুগাল । মিনিট দশেক থেকে খেলায় ফিরতে থাকে তারা । 24 মিনিটে গোল থেকে 25 গজ দূরে ফ্রিকিক পায় পর্তুগাল । ফ্রিকিক নিতে এগিয়ে আসেন রোনাল্ডো । 2018 সালের বিশ্বকাপে ফ্রিকিক থেকে গোল করলেও এবার কি পারবেন ? আর রোনাল্ডো সুইস গোলকিপারকে নড়ার সুযোগটুকুও দেননি । গোলকিপারের বাঁদিক দিয়ে বল জালে জড়ান পর্তুগাল সুপারস্টার ।
-
Make that 86 goals in 157 Portugal games for Ronaldo! 🤯#NationsLeague pic.twitter.com/OVK7GziOlb
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Make that 86 goals in 157 Portugal games for Ronaldo! 🤯#NationsLeague pic.twitter.com/OVK7GziOlb
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019Make that 86 goals in 157 Portugal games for Ronaldo! 🤯#NationsLeague pic.twitter.com/OVK7GziOlb
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019
গোলের পর পর্তুগালের উপর চাপ বাড়াতে থাকে সুইজ়ারল্যান্ড । উইং দিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে । 42 মিনিটের শাকিরির শট বারপোস্টে লাগে । 2 মিনিট পর অন্য প্রান্তে গোলের সুযোগ পান জোয়াও ফেলিক্স । যদিও গোলের মুখ খুলতে পারেননি পর্তুগালের তরুণ প্রতিভা । প্রথমার্ধের শেষে খেলার ফল 1-0 ।
-
An emoji to describe Ronaldo's first half? 🤔#NationsLeague pic.twitter.com/dvGOfQQST2
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An emoji to describe Ronaldo's first half? 🤔#NationsLeague pic.twitter.com/dvGOfQQST2
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019An emoji to describe Ronaldo's first half? 🤔#NationsLeague pic.twitter.com/dvGOfQQST2
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ করতে থাকে সুইজ়ারল্যান্ড । 55 মিনিটে পর্তুগালের বক্সে সেমেডোর সঙ্গে ধাক্কায় পড়ে যান জ়ুবের । প্রতি-আক্রমণে বার্নাডো সিলভাকে ফেলে দেন স্কার । প্রাথমিকভাবে পর্তুগালকে পেনাল্টি দেন রেফারি । পরে VAR-র সাহায্য নেন তিনি । পেনাল্টি পায় সুইজ়ারল্যান্ড । গোল করতে ভুল করেননি রদ্রিগেজ় । এরপর দু'পক্ষই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে । 88 মিনিটে একটি ডানদিক থেকে আরও একটি সুযোগ পায় সুইজ়ারল্যান্ড । তা ক্লিয়ার করেন সেমেডো । ম্যাচ যখন অতিরিক্ত সময় যাবে মনে হচ্ছিল তখন নিজের ক্যারিশমা দেখান রোনাল্ডো । বার্নাডো ডানদিক থেকে একটি লম্বা বল ধরে রোনাল্ডোকে বাড়ান । 15 গজ দূর থেকে গোল লক্ষ্য করে শট নেন রোনাল্ডো । তা জালে জড়িয়ে যায় । 2-1 গোলে এগিয়ে যায় পর্তুগাল ।
-
Another night, another match ball.#NationsLeague pic.twitter.com/7vvMOqJuVc
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Another night, another match ball.#NationsLeague pic.twitter.com/7vvMOqJuVc
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019Another night, another match ball.#NationsLeague pic.twitter.com/7vvMOqJuVc
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019
গোল শোধ করতে তেড়েফুড়ে ওঠে সুইসরা । কিন্তু, মাঝমাঠে পজ়েশন হারান জ়াকা । গুয়েদেস সেই বল ধরে রোনাল্ডোকে বাড়ান । গোল করতে ভুল করেননি তিনি । পর্তুগালের হয়ে এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ হ্যাটট্রিক । আর দেশ ও ক্লাব মিলিয়ে তাঁর হ্যাটট্রিকের সংখ্যা 53 ।
-
1⃣ 2⃣ 3⃣
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Cristiano Ronaldo has 53 hat-tricks for club & country 😱#NationsLeague pic.twitter.com/0Ynx7LVuP2
">1⃣ 2⃣ 3⃣
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019
Cristiano Ronaldo has 53 hat-tricks for club & country 😱#NationsLeague pic.twitter.com/0Ynx7LVuP21⃣ 2⃣ 3⃣
— UEFA Nations League (@UEFAEURO) June 5, 2019
Cristiano Ronaldo has 53 hat-tricks for club & country 😱#NationsLeague pic.twitter.com/0Ynx7LVuP2