ETV Bharat / sports

রোনাল্ডোর হ্যাটট্রিকের সৌজন্যে UEFA নেশনস লিগের ফাইনালে পর্তুগাল - Ronaldo Free-Kick

দেশের হয়ে এটি রোনাল্ডোর ষষ্ঠ হ্যাটট্রিক । তাঁর সৌজন্যেই ঘরের মাঠে সুইজ়ারল্যান্ডকে 3-1 গোলে হারাল পর্তুগাল ।

রোনাল্ডো
author img

By

Published : Jun 6, 2019, 6:29 AM IST

পোর্তো, 6 জুন : সালটা 2004 । ইউরো কাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন 19 বছরের এক তরুণ । তারপর পার হয়ে গেছে 15 বছর । দেশকে জেতানোর দায়িত্বে তাঁর কাঁধে যত চেপেছে, তত বেড়েছে দেশের জার্সিতে পারফরম্যান্স গ্রাফ । আর তাতে নবতম সংযোজন UEFA নেশনস লিগের সেমিফাইনাল । ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকের সৌজন্যেই সুইজ়ারল্যান্ডকে 3-1 গোলে হারাল পর্তুগাল ।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পান সুইজ়ারল্যান্ডের শাকিরি । তা আটকে দেন পর্তুগাল গোলকিপার রুই প্যাট্রিসিয়ো । সুইসদের গতির সঙ্গে এঁটে উঠে পারছিল না পর্তুগাল । মিনিট দশেক থেকে খেলায় ফিরতে থাকে তারা । 24 মিনিটে গোল থেকে 25 গজ দূরে ফ্রিকিক পায় পর্তুগাল । ফ্রিকিক নিতে এগিয়ে আসেন রোনাল্ডো । 2018 সালের বিশ্বকাপে ফ্রিকিক থেকে গোল করলেও এবার কি পারবেন ? আর রোনাল্ডো সুইস গোলকিপারকে নড়ার সুযোগটুকুও দেননি । গোলকিপারের বাঁদিক দিয়ে বল জালে জড়ান পর্তুগাল সুপারস্টার ।

গোলের পর পর্তুগালের উপর চাপ বাড়াতে থাকে সুইজ়ারল্যান্ড । উইং দিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে । 42 মিনিটের শাকিরির শট বারপোস্টে লাগে । 2 মিনিট পর অন্য প্রান্তে গোলের সুযোগ পান জোয়াও ফেলিক্স । যদিও গোলের মুখ খুলতে পারেননি পর্তুগালের তরুণ প্রতিভা । প্রথমার্ধের শেষে খেলার ফল 1-0 ।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ করতে থাকে সুইজ়ারল্যান্ড । 55 মিনিটে পর্তুগালের বক্সে সেমেডোর সঙ্গে ধাক্কায় পড়ে যান জ়ুবের । প্রতি-আক্রমণে বার্নাডো সিলভাকে ফেলে দেন স্কার । প্রাথমিকভাবে পর্তুগালকে পেনাল্টি দেন রেফারি । পরে VAR-র সাহায্য নেন তিনি । পেনাল্টি পায় সুইজ়ারল্যান্ড । গোল করতে ভুল করেননি রদ্রিগেজ় । এরপর দু'পক্ষই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে । 88 মিনিটে একটি ডানদিক থেকে আরও একটি সুযোগ পায় সুইজ়ারল্যান্ড । তা ক্লিয়ার করেন সেমেডো । ম্যাচ যখন অতিরিক্ত সময় যাবে মনে হচ্ছিল তখন নিজের ক্যারিশমা দেখান রোনাল্ডো । বার্নাডো ডানদিক থেকে একটি লম্বা বল ধরে রোনাল্ডোকে বাড়ান । 15 গজ দূর থেকে গোল লক্ষ্য করে শট নেন রোনাল্ডো । তা জালে জড়িয়ে যায় । 2-1 গোলে এগিয়ে যায় পর্তুগাল ।

গোল শোধ করতে তেড়েফুড়ে ওঠে সুইসরা । কিন্তু, মাঝমাঠে পজ়েশন হারান জ়াকা । গুয়েদেস সেই বল ধরে রোনাল্ডোকে বাড়ান । গোল করতে ভুল করেননি তিনি । পর্তুগালের হয়ে এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ হ্যাটট্রিক । আর দেশ ও ক্লাব মিলিয়ে তাঁর হ্যাটট্রিকের সংখ্যা 53 ।

পোর্তো, 6 জুন : সালটা 2004 । ইউরো কাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন 19 বছরের এক তরুণ । তারপর পার হয়ে গেছে 15 বছর । দেশকে জেতানোর দায়িত্বে তাঁর কাঁধে যত চেপেছে, তত বেড়েছে দেশের জার্সিতে পারফরম্যান্স গ্রাফ । আর তাতে নবতম সংযোজন UEFA নেশনস লিগের সেমিফাইনাল । ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকের সৌজন্যেই সুইজ়ারল্যান্ডকে 3-1 গোলে হারাল পর্তুগাল ।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পান সুইজ়ারল্যান্ডের শাকিরি । তা আটকে দেন পর্তুগাল গোলকিপার রুই প্যাট্রিসিয়ো । সুইসদের গতির সঙ্গে এঁটে উঠে পারছিল না পর্তুগাল । মিনিট দশেক থেকে খেলায় ফিরতে থাকে তারা । 24 মিনিটে গোল থেকে 25 গজ দূরে ফ্রিকিক পায় পর্তুগাল । ফ্রিকিক নিতে এগিয়ে আসেন রোনাল্ডো । 2018 সালের বিশ্বকাপে ফ্রিকিক থেকে গোল করলেও এবার কি পারবেন ? আর রোনাল্ডো সুইস গোলকিপারকে নড়ার সুযোগটুকুও দেননি । গোলকিপারের বাঁদিক দিয়ে বল জালে জড়ান পর্তুগাল সুপারস্টার ।

গোলের পর পর্তুগালের উপর চাপ বাড়াতে থাকে সুইজ়ারল্যান্ড । উইং দিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে । 42 মিনিটের শাকিরির শট বারপোস্টে লাগে । 2 মিনিট পর অন্য প্রান্তে গোলের সুযোগ পান জোয়াও ফেলিক্স । যদিও গোলের মুখ খুলতে পারেননি পর্তুগালের তরুণ প্রতিভা । প্রথমার্ধের শেষে খেলার ফল 1-0 ।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ করতে থাকে সুইজ়ারল্যান্ড । 55 মিনিটে পর্তুগালের বক্সে সেমেডোর সঙ্গে ধাক্কায় পড়ে যান জ়ুবের । প্রতি-আক্রমণে বার্নাডো সিলভাকে ফেলে দেন স্কার । প্রাথমিকভাবে পর্তুগালকে পেনাল্টি দেন রেফারি । পরে VAR-র সাহায্য নেন তিনি । পেনাল্টি পায় সুইজ়ারল্যান্ড । গোল করতে ভুল করেননি রদ্রিগেজ় । এরপর দু'পক্ষই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে । 88 মিনিটে একটি ডানদিক থেকে আরও একটি সুযোগ পায় সুইজ়ারল্যান্ড । তা ক্লিয়ার করেন সেমেডো । ম্যাচ যখন অতিরিক্ত সময় যাবে মনে হচ্ছিল তখন নিজের ক্যারিশমা দেখান রোনাল্ডো । বার্নাডো ডানদিক থেকে একটি লম্বা বল ধরে রোনাল্ডোকে বাড়ান । 15 গজ দূর থেকে গোল লক্ষ্য করে শট নেন রোনাল্ডো । তা জালে জড়িয়ে যায় । 2-1 গোলে এগিয়ে যায় পর্তুগাল ।

গোল শোধ করতে তেড়েফুড়ে ওঠে সুইসরা । কিন্তু, মাঝমাঠে পজ়েশন হারান জ়াকা । গুয়েদেস সেই বল ধরে রোনাল্ডোকে বাড়ান । গোল করতে ভুল করেননি তিনি । পর্তুগালের হয়ে এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ হ্যাটট্রিক । আর দেশ ও ক্লাব মিলিয়ে তাঁর হ্যাটট্রিকের সংখ্যা 53 ।

Rajouri (J-K), Jun 05 (ANI): Construction of bunkers is underway in Jammu and Kashmir's Rajouri. The bunkers are being made in schools near LoC. Government has taken the step to ensure safety of students and to not disturb their education.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.