বুদাপেস্ট, 16 জুন : রাতটা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের ৷ খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ইউরো 2020-তে প্রথম ম্যাচে নেমেছিল পর্তুগাল ৷ প্রতিপক্ষ হাঙ্গেরি ৷ আর সে লড়াইয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন সিআরসেভেন ৷ বুদাপেস্টে দুটি গোল করলেন পর্তুগাল তারকা ৷ গড়লেন রেকর্ড ৷ আর দল জিতল 3-0 ব্যবধানে ৷
ম্যাচের 80 মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর শেষ 10 মিনিটে পর্তুগিজ ঝড় ৷ 8 মিনিটে 3 গোল করে হাঙ্গেরিকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ অফ ডেথে দুরন্ত শুরু পর্তুগালের ৷ মঙ্গলবার রাতে রোনাল্ডোর মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক ৷ ইউরো কাপে সর্বাধিক গোলদাতা হলেন তিনি ৷ বর্তমানে ইউরোতে রোনাল্ডোর গোলের সংখ্যা 11 ৷ ম্যাচ শুরুর আগে 9 গোল করে মিচেল প্লাতিনির সঙ্গে একাসনে ছিলেন পর্তুগিজ তারকা ৷
আন্তর্জাতিক গোলের সংখ্যার দিক থেকেও ইরানের স্ট্রাইকার আলি দিয়েজের থেকে মাত্র 3টি গোল পিছনে আছেন রোনাল্ডো ৷ পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক গোলের রেকর্ড আছে আলি দিয়াজের ৷ তাঁর গোল সংখ্যা 109টি ৷ বর্তমানে রোনাল্ডোর গোল 106টি ৷ অর্থাৎ এই ইউরো কাপেই, রোনাল্ডোর কাছে সুযোগ থাকছে আলি দিয়াজকে টপকে যাওয়ার ৷
আরও পড়ুন : WTC Final : বিশ্বকাপে হারের ক্ষতে প্রলেপ দিতে চায় কিউইরা, সুযোগ কাজে লাগাতে চান পূজারা
এছাড়া আরও একটি রেকর্ড হল বুদাপেস্টে ৷ করোনা প্যানডেমিকের পর প্রথম কোনও টুর্নামেন্টে কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম দেখল বিশ্ব ৷ 84 মিনিটে পর্তুগালের হয়ে প্রথম গোল করেন ডিফেন্ডার রাফায়েল গুয়েরিরো ৷ তার পরেই রোনল্ডো ম্যাজিক ৷ প্রথমে পেনাল্টি থেকে গোল ও পরে অসাধারণ মুভ থেকে হাঙ্গেরির ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করে যান সিআরসেভেন ৷ বুঝিয়ে দিলেন ইউরো খেতাব ধরে রাখতে তিনি ও তাঁর দল তৈরি ৷