নয়াদিল্লি, 15 জুন : ইতিমধ্যে জুভেন্তাসের সঙ্গে তিন মরসুম কাটিয়ে ফেলেছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷ তবে এরপর তিনি কী করবেন ? থাকবেন জুভেন্তাসে, নাকি অন্য কোনও ক্লাবে যাবেন ? জবাব দিলেন রোনাল্ডো ৷ ডান পায়ে বাঁক খাওয়ানো ফ্রি-কিকে গোল করার মতোই জবাব দিলেন এখন তাঁর সামনে শুধু ইউরো চ্যালেঞ্জ ৷ বাকিটা তিনি পরে ভেবে দেখবেন ৷
ইউরো 2020-র(Euro 2020) অভিযান শুরু করার আগের সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে রোনাল্ডো জানান, জাতীয় দলের হয়ে ইউরো কাপ জেতাই এখন তাঁর পাখির চোখ ৷ গতবারেও পর্তুগালকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করাতে বড়া ভূমিকা পালন করেছিলেন তিনি ৷ দেশের হয়ে 9টি বড় টুর্নামেন্টে অংশ নিয়েছেন সিআরসেভেন ৷ বলছেন, সেই অভিজ্ঞতাগুলিই বড় মঞ্চে কাজে দেবে ৷
রোনাল্ডো বলেন, ‘‘ আমি বেশ কয়েকবছর ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলছি ৷ তাই এইগুলি আমার উপর আর সেভাবে প্রভাব ফেলে না ৷ আমার বয়স যদি 18 বা 19 হত, তাহলে হয়ত নিদ্রাহীন রাত্রি কাটত ৷ বর্তমানে আমার বয়স 36 ৷ এবং পরবর্তীকালে যেটাই হবে, সেটা সেরাই হবে ৷ সেটা জুভেন্তাসে থাকাও হতে পারে, বা অন্য কোথাও ৷’’
আরও পড়ুন : UEFA EURO 2020 : গ্রুপ অফ ডেথে হাঙ্গেরি বনাম পর্তুগাল , ইতিহাসের সামনে রোনাল্ডো
এরপর রোনাল্ডো আরও বলেন, ‘‘বর্তমানে আমার ফোকাস ইউরোতে ৷ এটা আমার পঞ্চম ইউরো, কিন্তু আমার কাছে এটি প্রথম ইউরোর মতো ৷ তাই আমি এটি সঠিকভাবে শুরু করতে চাই ৷ প্রথম ম্যাচে আমরা ভাল খেলতে চাই ৷’’