ETV Bharat / sports

Cristiano Ronaldo : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরছেন রোনাল্ডো, স্বাগত জানাল রেড ডেভিলসরা

নাটকের অবসান ৷ অবশেষে পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

Cristiano Ronaldo
Cristiano Ronaldo
author img

By

Published : Aug 27, 2021, 9:51 PM IST

Updated : Aug 27, 2021, 10:21 PM IST

লন্ডন, 27 অগস্ট : কাহানি মে টুইস্ট ৷ ম্যাঞ্চেস্টার সিটি নয়, বরং ফের একবার পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লাল জার্সি গায়ে চড়াতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ম্যান ইউয়ের পক্ষ থেকে জুভেন্তাসের সবরকম দাবি মেনে নেওয়া হয়েছে ৷ রোনাল্ডোর জন্য ইতালির ক্লাবটিকে 20 মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে ইউনাইটেড ৷ তারপরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিআর 7-কে স্বাগত জানানো হয়েছে ৷

শুক্রবার দুপুর পর্যন্ত শোনা যাচ্ছিল, ম্যাঞ্চেস্টার সিটি-তে যোগ দিতে চলেছেন রোনাল্ডো ৷ তাঁর এজেন্ট জর্জ মেন্ডেস ক্রমাগত সিটির কর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন ৷ শোনা যাচ্ছিল, রোনাল্ডো সিটির সঙ্গে দুই বছরের চুক্তি করে ফেলেছেন ৷ শুধু জুভেন্তাসে আর ম্যান সিটির মধ্যে বোঝাপড়া হয়ে গেলেই কেল্লাফতে ৷ কিন্তু জুভেন্তাসের সব দাবি মেনে 36 বছরের এই পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে টানা সম্ভব হয়নি পেপ গুয়ার্দিওলার দলের ৷ শেষ মুহূর্তে রোনাল্ডোকে দলে টানার দৌড় থেকে ইতি টানতে হয় ম্যান সিটিকে ৷ ইংল্যান্ডের কয়েকটি সংবাদমাধ্যমও জানিয়ে দেয়, আর এগোচ্ছে না সিটি-রোনাল্ডোর আলোচনা ৷ আর তখনই আসরে নামে রোনাল্ডোর পুরানো দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ রোনাল্ডোর দলবদলের কাহিনিটা মুহূর্তে বদলে যায় ৷

জুভেন্তাসের সঙ্গে রোনাল্ডোর দলবদলের আর্থিক চুক্তি যে হয়ে গিয়েছে তা রেড ডেভিলসদের আনুষ্ঠানিক ঘোষণাতেই স্পষ্ট ৷ ঘরের ছেলে ঘরে ফিরছে ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে টুইট করে রোনাল্ডোকে স্বাগত জানানো হয়েছে ৷ যেখানে রোনাল্ডোর ছবি নিচে লেখা রয়েছে, "ওয়েলকাম হোম ৷" সেই টুইটের কমেন্ট বক্সে প্রিমিয়ার লিগের তরফে পর্তুগিজ ফুটবল তারকাকে স্বাগত জানানো হয়েছে ৷ আর স্বাগত জানিয়েছেন তাঁর অসংখ্য় ভক্তরা ৷

আরও পড়ুন : Calcutta Football League : ময়দানের ইতিহাসে প্রথমবার ইস্ট-মোহন ছাড়াই কলকাতা লিগ হওয়ার সম্ভাবনা

21 বছরের সম্পর্ক ছিন্ন করে চোখের জলে ভেসে বার্সেলোনা থেকে পিএসজি-তে যোগ দিয়েছেন লিওনেল মেসি ৷ আর্জেন্টাইন তারকা যখন পুরানো সব কিছু ফেলে নতুন সূচনার দিকে এগিয়ে গেলেন তখন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ফিরে গেলেন অতীতের ক্লাবে ৷ যেখান থেকে শুরু তাঁর খ্যাতি, সাফল্য, সম্মান, অর্থপ্রাপ্তি সবকিছু ৷ 2003 থেকে 2009 সাল পর্যন্ত এই ক্লাবে কাটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ৷ সেখান থেকে জুভেন্তাস হয়ে দীর্ঘ 12 বছর পর সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই ফিরলেন সিআর 7 ৷

লন্ডন, 27 অগস্ট : কাহানি মে টুইস্ট ৷ ম্যাঞ্চেস্টার সিটি নয়, বরং ফের একবার পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লাল জার্সি গায়ে চড়াতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ম্যান ইউয়ের পক্ষ থেকে জুভেন্তাসের সবরকম দাবি মেনে নেওয়া হয়েছে ৷ রোনাল্ডোর জন্য ইতালির ক্লাবটিকে 20 মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে ইউনাইটেড ৷ তারপরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিআর 7-কে স্বাগত জানানো হয়েছে ৷

শুক্রবার দুপুর পর্যন্ত শোনা যাচ্ছিল, ম্যাঞ্চেস্টার সিটি-তে যোগ দিতে চলেছেন রোনাল্ডো ৷ তাঁর এজেন্ট জর্জ মেন্ডেস ক্রমাগত সিটির কর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন ৷ শোনা যাচ্ছিল, রোনাল্ডো সিটির সঙ্গে দুই বছরের চুক্তি করে ফেলেছেন ৷ শুধু জুভেন্তাসে আর ম্যান সিটির মধ্যে বোঝাপড়া হয়ে গেলেই কেল্লাফতে ৷ কিন্তু জুভেন্তাসের সব দাবি মেনে 36 বছরের এই পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে টানা সম্ভব হয়নি পেপ গুয়ার্দিওলার দলের ৷ শেষ মুহূর্তে রোনাল্ডোকে দলে টানার দৌড় থেকে ইতি টানতে হয় ম্যান সিটিকে ৷ ইংল্যান্ডের কয়েকটি সংবাদমাধ্যমও জানিয়ে দেয়, আর এগোচ্ছে না সিটি-রোনাল্ডোর আলোচনা ৷ আর তখনই আসরে নামে রোনাল্ডোর পুরানো দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ রোনাল্ডোর দলবদলের কাহিনিটা মুহূর্তে বদলে যায় ৷

জুভেন্তাসের সঙ্গে রোনাল্ডোর দলবদলের আর্থিক চুক্তি যে হয়ে গিয়েছে তা রেড ডেভিলসদের আনুষ্ঠানিক ঘোষণাতেই স্পষ্ট ৷ ঘরের ছেলে ঘরে ফিরছে ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে টুইট করে রোনাল্ডোকে স্বাগত জানানো হয়েছে ৷ যেখানে রোনাল্ডোর ছবি নিচে লেখা রয়েছে, "ওয়েলকাম হোম ৷" সেই টুইটের কমেন্ট বক্সে প্রিমিয়ার লিগের তরফে পর্তুগিজ ফুটবল তারকাকে স্বাগত জানানো হয়েছে ৷ আর স্বাগত জানিয়েছেন তাঁর অসংখ্য় ভক্তরা ৷

আরও পড়ুন : Calcutta Football League : ময়দানের ইতিহাসে প্রথমবার ইস্ট-মোহন ছাড়াই কলকাতা লিগ হওয়ার সম্ভাবনা

21 বছরের সম্পর্ক ছিন্ন করে চোখের জলে ভেসে বার্সেলোনা থেকে পিএসজি-তে যোগ দিয়েছেন লিওনেল মেসি ৷ আর্জেন্টাইন তারকা যখন পুরানো সব কিছু ফেলে নতুন সূচনার দিকে এগিয়ে গেলেন তখন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ফিরে গেলেন অতীতের ক্লাবে ৷ যেখান থেকে শুরু তাঁর খ্যাতি, সাফল্য, সম্মান, অর্থপ্রাপ্তি সবকিছু ৷ 2003 থেকে 2009 সাল পর্যন্ত এই ক্লাবে কাটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ৷ সেখান থেকে জুভেন্তাস হয়ে দীর্ঘ 12 বছর পর সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই ফিরলেন সিআর 7 ৷

Last Updated : Aug 27, 2021, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.