ম্যাঞ্চেস্টার, 1 ডিসেম্বর : সোমবার সপ্তমবারের জন্য ব্যালন ডি'অর (Ballon d'Or) জিতে নিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi) ৷ একইসঙ্গে কেরিয়ারের সায়াহ্নে এসে অনেকটা পিছনে ফেলে দিলেন গ্রহের আরও এক অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোলাল্ডোকে (Cristiano Ronaldo) ৷ কিন্তু সম্প্রতি ফরাসি ফুটবলের এডিটর ইন-চিফ দাবি করেন, ম্যান ইউ তারকা নাকি কেরিয়ারে তাঁর শেষ ইচ্ছের কথা জানাতে গিয়ে বলেছেন, লিওনেল মেসির তুলনায় বেশি ব্যালন ডি'অর জিতেই থামতে চান ৷ পাস্কাল ফেরের সেই সাক্ষাৎকার সামনে আসতেই বেজায় চটলেন সিআর সেভেন ৷ ফ্রান্স ফুটবলের এডিটর ইন-চিফের দাবি পত্রপাঠ খারিজ করে রোনাল্ডো জানালেন, মিথ্যে বলছেন পাস্কাল (Cristiano Ronaldo Says Pascal Ferre Lied) ৷
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে (New York Times) দেওয়া একটি সাক্ষাৎকারে ফরাসি ফুটবলের এডিটর ইন-চিফ পাস্কাল ফেরে জানান, রোনাল্ডোর কেরিয়ারে একটি ইচ্ছেই বাকি রয়ে গিয়েছে ৷ সেটা হল মেসির তুলনায় বেশি ব্যালন ডি'অর খেতাব জিতে অবসর যাপনে যাওয়া ৷ এসব শুনে ইনস্টাগ্রামে পাস্কালের বিরুদ্ধে উগড়ে দিলেন আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক গোলস্কোরার (Cristiano Ronaldo Hits Back Pascal Ferre On Instagram) ৷
রোনাল্ডো লেখেন, "গত সপ্তাহে পাস্কাল ফেরে যা বলেছেন তার পরিপ্রেক্ষিতে এটা আমার বহিঃপ্রকাশ ৷ উনি বলেছেন আামার কেরিয়ারের অবশিষ্ট লক্ষ্য লিওনেল মেসির তুলনায় বেশি ব্যালন ডি'অর জেতা ৷ কিন্তু উনি মিথ্যে বলেছেন ৷ উনি আসলে প্রচারের আলো পেতে চেয়েছেন নতুবা উনি যে প্রকাশনা সংস্থার হয়ে কাজ করেন সেই সংস্থাকে প্রচারের আলো দিতে চাইছেন ৷ আমি এটা ভেবে পাচ্ছি না যে মানুষটি ব্যালন ডি'অরের মত একটি সাম্মানিক পুরস্কার প্রদানের সঙ্গে জড়িয়ে তিনি কীভাবে এমন মিথ্যে বলতে পারেন ৷ এটা একজনের কাছে অত্যন্ত অপমানজনক যে সবসময় ফ্রান্সের ফুটবল এবং ব্যালন ডি'অরকে সম্মান করে এসেছে ৷"
আরও পড়ুন : Lionel Messi wins Ballon dOr : তোমার ঘরেও একটা ব্যালন ডি'অর থাকা উচিৎ, লেওয়ানকে বললেন মেসি
ফেরের দাবি নস্যাৎ করে ম্যান ইউ (Manchester United) তারকা লেখেন, "ক্লাব এবং দেশের হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক ট্রফি জয় আমার কেরিয়ারে সবচেয়ে বড় লক্ষ্য ৷ আমি বর্তমান এবং আগামিদিনের পেশাদার ফুটবলারদের জন্য ভাল উদাহরণ হয়ে থাকতে চাই ৷ বিশ্ব ফুটবলে নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে রেখে যাওয়াই আমার কেরিয়ারের লক্ষ্য ৷"
2021 ব্যালন ডি'অর জয়ের ভোটিংয়ে ষষ্ঠস্থানে শেষ করেছেন ক্রিশ্চিয়ানো ৷ 2010 সালের পর এই প্রথম ভোটাভুটিতে প্রথম পাঁচের বাইরে থাকলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ (Real Madrid) এবং জুভেন্টাস (Juventus) তারকা ৷ সোমবার প্যারিসে পুরস্কার প্রদান অনুষ্ঠানেও ছিলেন না তিনি ৷