লিসবন, 10 অক্টোবর : ক্লাব হোক কিংবা দেশের জার্সি ৷ নয়া রেকর্ড আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন সমার্থক ৷ কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা অভিজ্ঞতার ডালি নিয়ে এতটাই পরিপূর্ণ যে নজিরের পিছনে এখন আর ছুটতে হয় না তাঁকে, নজির এসে ধরা দেয় ক্রিশ্চিয়ানোকে ৷
শনিবার রাতে প্রীতি ম্যাচে কাতারের মুখোমুখি হয়েছিল পর্তুগাল ৷ যে ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে প্রাক্তন ক্লাব সতীর্থ সার্জিও রামোসকে টপকে ইউরোপীয় মহাদেশের ফুটবলার হিসেবে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন সিআর সেভেন ৷ কাতারের বিরুদ্ধে এদিন রেকর্ড 181 তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন ম্যান ইউ তারকা ৷
জাতীয় দলের জার্সিতে স্পেনের প্রাক্তন অধিনায়ক সার্জিও রামোসের 180টি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো ৷ আগামী 13 অক্টোবর লুক্সেমবার্গের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারে নামার আগে এদিন প্রীতি ম্যাচে গোলও করলেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয় ৷
আরও পড়ুন : ব্যলন ডি'অর পুরস্কারে ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ
37 মিনিটে এদিন দলের হয়ে প্রথম গোলটি করেন ম্যান ইউ সুপারস্টার ৷ দেশের জার্সিতে এটি 112 তম গোল তাঁর ৷ উল্লেখ্য, ইউরো কাপ চলাকালীন ইরানের আল দায়েইকে টপকে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের নজির গড়েছিলেন ক্রিশ্চিয়ানো ৷ দ্বিতীয়ার্ধে পর্তুগালের হয়ে বা বাকি গোলদু'টি জোস ফন্তে এবং আন্দ্রে সিলভার ৷ বিশ্বকাপ কোয়ালিফায়ারে গ্রুপ এ-তে আপাতত দ্বিতীয়স্থানে রয়েছে পর্তুগাল ৷ শীর্ষে থাকা সার্বিয়ার চেয়ে তারা পিছিয়ে এক পয়েন্টে ৷