ETV Bharat / sports

Football Love : কেকের উপর চেরি, একই দিনে মাঠে রোনাল্ডো-মেসি

author img

By

Published : Jun 18, 2021, 8:59 PM IST

Updated : Jun 19, 2021, 8:15 AM IST

শনিবার ব্রাসিলিয়ায় কোপা আমেরিকার গ্রুপ বি-র ম্যাচে মেসিদের প্রতিপক্ষ সুয়ারেজরা ৷ বেশ কয়েকবার এই উরুগুয়ের কাছেই আটকে গিয়েছে আর্জেন্টিনা ৷ শেষ বার দুই দল মুখোমুখি হয়েছিল 2019 সালের নভেম্বরে । সেই ম্যাচ 2-2 গোলে ড্র হয় ।

রোনাল্ডো-মেসি
রোনাল্ডো-মেসি

কলকাতা, 18 জুন : মহা সমস্যায় ফুটবলপ্রেমী বাঙালি ৷ একই দিনের ভোরে ও রাতে দুটি বড় ম্যাচের সাক্ষী হতে চলেছে তাঁরা ৷ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ব ফুটবলে সবথেকে দুই চর্চিত তারকা নামতে চলেছে মাঠে -- লিওলেন মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ভারতীয় সময় শনিবার ভোরে কোপা আমেরিকায় উরুগুয়ের বিরুদ্ধে নামবে মেসির আর্জেন্টিনা ৷ অন্যদিকে ইউরো কাপে রোনাল্ডোর পর্তুগাল নামছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে । তাই শনিবার ফুটবলপ্রেমী বাঙালির কেকের সঙ্গে চেরিও প্রাপ্তি ৷

শনিবার ব্রাসিলিয়ায় কোপা আমেরিকার গ্রুপ বি-র ম্যাচে মেসিদের প্রতিপক্ষ সুয়ারেজরা ৷ বেশ কয়েকবার এই উরুগুয়ের কাছেই আটকে গিয়েছে আর্জেন্টিনা ৷ শেষ বার দুই দল মুখোমুখি হয়েছিল 2019 সালের নভেম্বরে । সেই ম্যাচ 2-2 গোলে ড্র হয় ।

চলতি কোপায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে আর্জেন্টিনা ৷ ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন লিওনেল মেসি ৷ তবে সতীর্থদের ব্যর্থতায় আটকে যায় জয় ৷ একের পর এক দুরন্ত বল বাড়ান মেসি ৷ কিন্তু তা গোলে কনভার্ট করতে পারেননি সতীর্থরা ৷ অন্যদিকে ইউরোর নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ হাঙ্গেরিকে শেষ 10 মিনিটের ম্যাজিকে হারিয়েছে পর্তুগাল ৷ যার সর্বাধিক কৃতিত্ব কিন্তু রোনাল্ডোর পাওনা ৷ প্রথম গোল পেনাল্টি থেকে করলেও, দ্বিতীয় গোলে রোনাল্ডো ক্লাস বুঝিয়েছেন ৷

প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পরে উরুগুয়ের বিরুদ্ধে এই ম্যাচ মেসিদের কাছে বেশ গুরুত্বপূর্ণ ৷ অন্যদিকে এটাই টুর্নামন্টে প্রথম ম্যাচ উরুগুয়ের ৷

আরও পড়ুন : WTC Final : বৃষ্টিতে ধুয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের খেলা

আগের ম্যাচে 3-0 ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রোনাল্ডোর পর্তুগাল ৷ তবে সামনে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৷ আর জোয়াকিম লো-র ছেলেদের বিরুদ্ধে ম্যাচ খেলা সবসময়ই চ্যালেঞ্জের ৷ শেষ ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে আত্মঘাতী গোলে হারলেও নিজেদের ঘরের মাঠে খেলবে ন্যায়ার, মুলাররা ৷ তবে পর্তুগাল আশাবাদী এই ম্যাচ জেতার ব্যাপারে, কারণ তাঁদের তূণে আছে রোনাল্ডো নামের এক তির ৷ নিজের দিনে একাই বিপক্ষকে ধ্বংস করতে পারেন তিনি ৷

মাঠে নকআউট যাওয়ার চেষ্টা, মাঠের বাইরে কোকা-কোলা বিতর্ক ৷ সবমিলিয়ে ফুটবলের হট টপিক এখন ক্রিশ্চিয়ানো ৷ তাই শনিবার ভোরে উঠে মেসির খেলা নাকি রাতে রোনাল্ডোর, ঠিক করতে হবে বাঙালিকেই ৷

কলকাতা, 18 জুন : মহা সমস্যায় ফুটবলপ্রেমী বাঙালি ৷ একই দিনের ভোরে ও রাতে দুটি বড় ম্যাচের সাক্ষী হতে চলেছে তাঁরা ৷ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ব ফুটবলে সবথেকে দুই চর্চিত তারকা নামতে চলেছে মাঠে -- লিওলেন মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ভারতীয় সময় শনিবার ভোরে কোপা আমেরিকায় উরুগুয়ের বিরুদ্ধে নামবে মেসির আর্জেন্টিনা ৷ অন্যদিকে ইউরো কাপে রোনাল্ডোর পর্তুগাল নামছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে । তাই শনিবার ফুটবলপ্রেমী বাঙালির কেকের সঙ্গে চেরিও প্রাপ্তি ৷

শনিবার ব্রাসিলিয়ায় কোপা আমেরিকার গ্রুপ বি-র ম্যাচে মেসিদের প্রতিপক্ষ সুয়ারেজরা ৷ বেশ কয়েকবার এই উরুগুয়ের কাছেই আটকে গিয়েছে আর্জেন্টিনা ৷ শেষ বার দুই দল মুখোমুখি হয়েছিল 2019 সালের নভেম্বরে । সেই ম্যাচ 2-2 গোলে ড্র হয় ।

চলতি কোপায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে আর্জেন্টিনা ৷ ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন লিওনেল মেসি ৷ তবে সতীর্থদের ব্যর্থতায় আটকে যায় জয় ৷ একের পর এক দুরন্ত বল বাড়ান মেসি ৷ কিন্তু তা গোলে কনভার্ট করতে পারেননি সতীর্থরা ৷ অন্যদিকে ইউরোর নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ হাঙ্গেরিকে শেষ 10 মিনিটের ম্যাজিকে হারিয়েছে পর্তুগাল ৷ যার সর্বাধিক কৃতিত্ব কিন্তু রোনাল্ডোর পাওনা ৷ প্রথম গোল পেনাল্টি থেকে করলেও, দ্বিতীয় গোলে রোনাল্ডো ক্লাস বুঝিয়েছেন ৷

প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পরে উরুগুয়ের বিরুদ্ধে এই ম্যাচ মেসিদের কাছে বেশ গুরুত্বপূর্ণ ৷ অন্যদিকে এটাই টুর্নামন্টে প্রথম ম্যাচ উরুগুয়ের ৷

আরও পড়ুন : WTC Final : বৃষ্টিতে ধুয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের খেলা

আগের ম্যাচে 3-0 ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রোনাল্ডোর পর্তুগাল ৷ তবে সামনে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৷ আর জোয়াকিম লো-র ছেলেদের বিরুদ্ধে ম্যাচ খেলা সবসময়ই চ্যালেঞ্জের ৷ শেষ ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে আত্মঘাতী গোলে হারলেও নিজেদের ঘরের মাঠে খেলবে ন্যায়ার, মুলাররা ৷ তবে পর্তুগাল আশাবাদী এই ম্যাচ জেতার ব্যাপারে, কারণ তাঁদের তূণে আছে রোনাল্ডো নামের এক তির ৷ নিজের দিনে একাই বিপক্ষকে ধ্বংস করতে পারেন তিনি ৷

মাঠে নকআউট যাওয়ার চেষ্টা, মাঠের বাইরে কোকা-কোলা বিতর্ক ৷ সবমিলিয়ে ফুটবলের হট টপিক এখন ক্রিশ্চিয়ানো ৷ তাই শনিবার ভোরে উঠে মেসির খেলা নাকি রাতে রোনাল্ডোর, ঠিক করতে হবে বাঙালিকেই ৷

Last Updated : Jun 19, 2021, 8:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.