ETV Bharat / sports

ময়দানে বল গড়াতে টিকাকরণের উদ্যোগ সিএবি ও আইএফএ-র - ময়দানে বল গড়াতে টিকাকরণের উদ্যোগ

গত সপ্তাহে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের অধীনে থাকা ক্রীড়া সংস্থাগুলির টিকাকরণের ব্যবস্থা করে ৷ বিশেষ করে ছোট সংস্থাগুলির সদস্যদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল সেদিন । এবার কলকাতা পৌরনিগমের সহযোগিতায় আইএফএ এই টিকাকরণের উদ্যোগ নিল । একই উদ্যোগ নিল সিএবি ৷

vaccination-camp-of-cab-and-ifa-at-kolkata-maidan
vaccination-camp-of-cab-and-ifa-at-kolkata-maidan
author img

By

Published : Jun 25, 2021, 12:23 AM IST

কলকাতা, 25 জুন: কলকাতা ময়দানে বল গড়ানোর আগে খেলার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিকে টিকাকরণের আওতায় আনার কাজ শুরু করল আইএফএ (IFA) ও সিএবি (CAB) ।

গত সপ্তাহে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের অধীনে থাকা ক্রীড়া সংস্থাগুলির টিকাকরণের ব্যবস্থা করে ৷ বিশেষ করে ছোট সংস্থাগুলির সদস্যদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল সেদিন । এবার কলকাতা পৌরনিগমের সহযোগিতায় আইএফএ এই টিকাকরণের উদ্যোগ নিল ।

বৃহস্পতিবার এই উদ্যোগের সূচনা করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম । উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, আইএফএ-র প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ চেয়ারম্যান এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, সচিব জয়দীপ মুখোপাধ্যায়, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত ।

সিএবিতেও একই দিনে শুরু হয় টিকাকরণ । সকাল থেকে ইডেনে শুধু ক্রিকেটাররাই নন ৷ আম্পায়ার, মালি এবং বিভিন্ন ক্লাবের কর্তারা টিকাকরণে অংশ নেন । আড়াই হাজার নথিভুক্ত ক্রিকেটার রয়েছে সিএবির । তাঁদের টিকাকরণের ব্যবস্থা হয়েছে ৷ জানান সিএবির যুগ্ম সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় । প্রথম দিন 388 জন টিকা নিয়েছেন ।

আরও পড়ুন: হোয়াটস অ্যাপে 'হাই' লিখলেই মিলবে টিকা

আইএফএ এবং পৌরনিগমের যৌথ উদ্যোগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল এদিন । এখানেও ফুটবলার, ময়দানের বিভিন্ন ক্লাবের মালি, রেফারিরা সহ মোট তিনশোর বেশি মানুষ টিকা নিলেন বৃহস্পতিবার । কিন্তু গণপরিবহন চালু না থাকায় জেলার অধিকাংশ ফুটবলার এবং রেফারি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি । আইএফএ সচিব জানিয়েছেন, কলকাতা ময়দানে এই মরসুমে বল গড়ানো তাদের লক্ষ্য । সেই ভাবনা থেকেই টিকাকরণের উদ্যোগ ।

কলকাতা, 25 জুন: কলকাতা ময়দানে বল গড়ানোর আগে খেলার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিকে টিকাকরণের আওতায় আনার কাজ শুরু করল আইএফএ (IFA) ও সিএবি (CAB) ।

গত সপ্তাহে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের অধীনে থাকা ক্রীড়া সংস্থাগুলির টিকাকরণের ব্যবস্থা করে ৷ বিশেষ করে ছোট সংস্থাগুলির সদস্যদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল সেদিন । এবার কলকাতা পৌরনিগমের সহযোগিতায় আইএফএ এই টিকাকরণের উদ্যোগ নিল ।

বৃহস্পতিবার এই উদ্যোগের সূচনা করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম । উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, আইএফএ-র প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ চেয়ারম্যান এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, সচিব জয়দীপ মুখোপাধ্যায়, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত ।

সিএবিতেও একই দিনে শুরু হয় টিকাকরণ । সকাল থেকে ইডেনে শুধু ক্রিকেটাররাই নন ৷ আম্পায়ার, মালি এবং বিভিন্ন ক্লাবের কর্তারা টিকাকরণে অংশ নেন । আড়াই হাজার নথিভুক্ত ক্রিকেটার রয়েছে সিএবির । তাঁদের টিকাকরণের ব্যবস্থা হয়েছে ৷ জানান সিএবির যুগ্ম সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় । প্রথম দিন 388 জন টিকা নিয়েছেন ।

আরও পড়ুন: হোয়াটস অ্যাপে 'হাই' লিখলেই মিলবে টিকা

আইএফএ এবং পৌরনিগমের যৌথ উদ্যোগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল এদিন । এখানেও ফুটবলার, ময়দানের বিভিন্ন ক্লাবের মালি, রেফারিরা সহ মোট তিনশোর বেশি মানুষ টিকা নিলেন বৃহস্পতিবার । কিন্তু গণপরিবহন চালু না থাকায় জেলার অধিকাংশ ফুটবলার এবং রেফারি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি । আইএফএ সচিব জানিয়েছেন, কলকাতা ময়দানে এই মরসুমে বল গড়ানো তাদের লক্ষ্য । সেই ভাবনা থেকেই টিকাকরণের উদ্যোগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.