ETV Bharat / sports

Copa America 2021 : কোপায় ফের সাম্বা ঝলক, বাঙালির ভোরে ওঠা সার্থক

আজ ভোরবেলায় কোপা আমরিকায় মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ও পেরু ৷ 4-0 গোলে বিপক্ষকে দুরমুশ করে বাঙালির ভোরে ওঠা সার্থক করে ফেলল সেলেকাওরা ৷

Brazil 4-0
Brazil 4-0
author img

By

Published : Jun 18, 2021, 8:42 AM IST

Updated : Jun 18, 2021, 9:47 AM IST

রিও ডি জেনেইরো, 18 জুন : ব্রাজিলের ম্যাচ বলে কথা ৷ ফুটবলের এই কুলীন দেশটি অর্ধেক বাঙালির হৃদয়জুড়ে ৷ তাই অ্যালার্ম সেট করে কষ্ট করে ভোরবেলায় চোখ কচলে উঠে ব্রাজিলের খেলা দেখা মাস্ট ৷ আজ ভোরবেলায় কোপা আমেরিকায় মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ও পেরু ৷ 4-0 গোলে বিপক্ষকে দুরমুশ করে বাঙালির ভোরে ওঠা সার্থক করল সেলেকাওরা ৷ টানা দুটি ম্যাচে গোল করলেন নেইমার ৷ ম্যাচের নায়ক তিনিই ৷

ব্রাজিল শুরুটা করেছিল চ্যাম্পিয়নের মতো ৷ ভেনেজুয়েলার বিরুদ্ধে 3-0 তে দাপুটে জয় পেয়েছিল ৷ পেরুর বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৷ পেরুকে 4-0 গোলে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল ৷ 2 ম্যাচ খেলে দুটিতেই জিতে 6 পয়েন্টে রয়েছে ব্রাজিল ৷ অন্যদিকে গ্রুপের একেবারে শেষে অবস্থান পেরুর ৷

ব্রাজিলের স্কোরারদের তালিকায় নেইমার ছাড়া রয়েছেন অ্যালেক্স স্যান্দ্রো, রিচার্লিসন, রিবেইরো ৷ ম্যাচের 12 মিনিটেই ডেডলক খুলতে সক্ষম হন অ্যালেক্স স্যান্দ্রো ৷ এরপর গোটা ম্যাচে দাপিয়ে বেড়ালেন নেইমাররা ৷ তবে গোলের দেখা না পেলেও হাড্ডাহাড্ডি লড়াই ছুঁড়ে দেয় পেরু ৷ সবুজ হলুদদের গোলদাতাদের মধ্যে অন্যতম এভার্টন রিবেইরো ৷ পেরুর কফিনে শেষ পেরেকটি পোঁতেন রিচার্লিসন ৷ আর মাঝে জাদু ছড়ালেন নেইমার ৷ কোপায় দারুণ ছন্দে দেখা যাচ্ছে তাঁকে ৷

টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন নেইমার
টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন নেইমার

আজ অলিম্পিক স্টেডিয়ামে পেরুর বিরুদ্ধে 4-4-2 ছকে দলকে মাঠে নামান তিতে ৷ প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে নেইমাররা ৷ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছেও ফিরে আসতে হয় ৷ অবশেষে 12 মিনিটের মাথায় আসে সাফল্য ৷ গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্স স্যান্দ্রো ৷ 1-0তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুটি দল ৷

আরও পড়ুন : Euro 2020 : ফ্রান্স-জার্মানি ম্যাচে প্যারাস্যুটে নামল আত্মঘাতী জঙ্গি ! তারপর...

দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে ব্রাজিল ৷ 68 মিনিটে ফ্রেডের বাড়ানো পাস থেকে গোল করেন নেইমার ৷ দু গোলে পিছিয়ে পড়ে হতোদ্যম হয়ে পড়ে পেরু ৷ আক্রমণে চাপ বাড়াতে থাকে নেইমাররা ৷ 89 মিনিটে এভার্টন রিবেইরো দলের হয়ে তৃতীয় গোলটি করেন ৷ চতুর্থ গোলটি আসে ম্যাচের অতিরিক্ত সময়ে ৷ কিছুক্ষণ আগে রিবেইরোকে দিয়ে গোল করিয়েছিলেন ৷ এবার নিজেই গোল করলেন রিচার্লিসন ৷ গোটা ম্যাচে নিজেদের দখলে 55 শতাংশ বল রাখতে সক্ষম হয়েছিল ব্রাজিল ৷ গোলমুখে আক্রমণ শানিয়েছিল 17 বার ৷ তবে 9টি টার্গেটে রাখতে পারে তারা ৷

রিও ডি জেনেইরো, 18 জুন : ব্রাজিলের ম্যাচ বলে কথা ৷ ফুটবলের এই কুলীন দেশটি অর্ধেক বাঙালির হৃদয়জুড়ে ৷ তাই অ্যালার্ম সেট করে কষ্ট করে ভোরবেলায় চোখ কচলে উঠে ব্রাজিলের খেলা দেখা মাস্ট ৷ আজ ভোরবেলায় কোপা আমেরিকায় মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ও পেরু ৷ 4-0 গোলে বিপক্ষকে দুরমুশ করে বাঙালির ভোরে ওঠা সার্থক করল সেলেকাওরা ৷ টানা দুটি ম্যাচে গোল করলেন নেইমার ৷ ম্যাচের নায়ক তিনিই ৷

ব্রাজিল শুরুটা করেছিল চ্যাম্পিয়নের মতো ৷ ভেনেজুয়েলার বিরুদ্ধে 3-0 তে দাপুটে জয় পেয়েছিল ৷ পেরুর বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৷ পেরুকে 4-0 গোলে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল ৷ 2 ম্যাচ খেলে দুটিতেই জিতে 6 পয়েন্টে রয়েছে ব্রাজিল ৷ অন্যদিকে গ্রুপের একেবারে শেষে অবস্থান পেরুর ৷

ব্রাজিলের স্কোরারদের তালিকায় নেইমার ছাড়া রয়েছেন অ্যালেক্স স্যান্দ্রো, রিচার্লিসন, রিবেইরো ৷ ম্যাচের 12 মিনিটেই ডেডলক খুলতে সক্ষম হন অ্যালেক্স স্যান্দ্রো ৷ এরপর গোটা ম্যাচে দাপিয়ে বেড়ালেন নেইমাররা ৷ তবে গোলের দেখা না পেলেও হাড্ডাহাড্ডি লড়াই ছুঁড়ে দেয় পেরু ৷ সবুজ হলুদদের গোলদাতাদের মধ্যে অন্যতম এভার্টন রিবেইরো ৷ পেরুর কফিনে শেষ পেরেকটি পোঁতেন রিচার্লিসন ৷ আর মাঝে জাদু ছড়ালেন নেইমার ৷ কোপায় দারুণ ছন্দে দেখা যাচ্ছে তাঁকে ৷

টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন নেইমার
টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন নেইমার

আজ অলিম্পিক স্টেডিয়ামে পেরুর বিরুদ্ধে 4-4-2 ছকে দলকে মাঠে নামান তিতে ৷ প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে নেইমাররা ৷ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছেও ফিরে আসতে হয় ৷ অবশেষে 12 মিনিটের মাথায় আসে সাফল্য ৷ গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্স স্যান্দ্রো ৷ 1-0তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুটি দল ৷

আরও পড়ুন : Euro 2020 : ফ্রান্স-জার্মানি ম্যাচে প্যারাস্যুটে নামল আত্মঘাতী জঙ্গি ! তারপর...

দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে ব্রাজিল ৷ 68 মিনিটে ফ্রেডের বাড়ানো পাস থেকে গোল করেন নেইমার ৷ দু গোলে পিছিয়ে পড়ে হতোদ্যম হয়ে পড়ে পেরু ৷ আক্রমণে চাপ বাড়াতে থাকে নেইমাররা ৷ 89 মিনিটে এভার্টন রিবেইরো দলের হয়ে তৃতীয় গোলটি করেন ৷ চতুর্থ গোলটি আসে ম্যাচের অতিরিক্ত সময়ে ৷ কিছুক্ষণ আগে রিবেইরোকে দিয়ে গোল করিয়েছিলেন ৷ এবার নিজেই গোল করলেন রিচার্লিসন ৷ গোটা ম্যাচে নিজেদের দখলে 55 শতাংশ বল রাখতে সক্ষম হয়েছিল ব্রাজিল ৷ গোলমুখে আক্রমণ শানিয়েছিল 17 বার ৷ তবে 9টি টার্গেটে রাখতে পারে তারা ৷

Last Updated : Jun 18, 2021, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.