ETV Bharat / sports

Copa America 2021 : পেনাল্টি শুটআউটে বাজিমাত মেসিদের, মেগা ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা - argentina reach final of copa america

বুধবার সকালে পেনাল্টি শুটআউটে উত্তেজনা দিয়ে শেষ হল সেমির লড়াই ৷ যেখানে 3-2 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে বাজিমাত করেছে আর্জেন্টিনা ৷

Copa America 2021
Copa America 2021
author img

By

Published : Jul 7, 2021, 8:55 AM IST

Updated : Jul 7, 2021, 10:59 AM IST

রিও ডি জেনেইরো, 7 জুলাই : স্বপ্নের ফাইনাল ৷ আশাপূরণ ফুটবলপ্রেমীদের ৷ আগামী 11 জুলাই কোপা আমেরিকার মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই যুযুধান দল ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ ব্রাজিল আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল ৷ আজ কলম্বিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল জিতে ফাইনালে উঠে গেল মেসিরা ৷ বুধবার সকালে পেনাল্টি শুটআউটে উত্তেজনা দিয়ে শেষ হল সেমির লড়াই ৷ যেখানে 3-2 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে বাজিমাত করেছে নীল সাদা জার্সিধারীরা ৷ এখন শুধু রবিবারের ফাইনালের অপেক্ষা ৷

ইউরোর মঞ্চে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে ম্যাচের নিষ্পত্তি হচ্ছে নিয়মিতভাবে ৷ কোপার মঞ্চেও সেই উত্তেজনা ফিরল আর্জেন্টিনা-কলম্বিয়া সেমিফাইনাল ম্যাচে ৷ ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথমেই কলম্বিয়া শিবিরে আঘাত হানে আর্জেন্টিনা ৷ ম্যাচের 7 মিনিটে মেসির পাস থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ ৷ আর্জেন্টাইন সমর্থকদের চিন্তা বাড়িয়ে দ্বিতীয়ার্ধে গোল শোধ করেন কলম্বিয়া ৷ কারদানোর পাস থেকে দলকে সমতায় ফেরান লুইস দিয়াজ ৷ নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায় ৷

আরও পড়ুন : Euro 2020 : টাইব্রেকারে শেষ হাসি ইতালির, স্পেনকে হারিয়ে 9 বছর পর ইউরোর ফাইনালে আজ্জুরিরা

এরপরের কাহিনী লিখলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ৷ পেনাল্টি শুটআউটে তিনটি সেভ করে তিনিই আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন ৷ শুরুতেই কলম্বিয়ার হয়ে কুয়াদ্রাদো এবং আর্জেন্টনার হয়ে গোল করেন মেসি ৷ এরপর স্যাঞ্চেজ, মিনার ও কারাদোনার শট বাঁচিয়ে দিয়ে নায়ক বনে যান এমিলিয়ানো ৷ 3-2 ব্যবধানে ম্যাচ পকেটে পুরে নেয় নীল সাদারা ৷

রিও ডি জেনেইরো, 7 জুলাই : স্বপ্নের ফাইনাল ৷ আশাপূরণ ফুটবলপ্রেমীদের ৷ আগামী 11 জুলাই কোপা আমেরিকার মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই যুযুধান দল ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ ব্রাজিল আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল ৷ আজ কলম্বিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল জিতে ফাইনালে উঠে গেল মেসিরা ৷ বুধবার সকালে পেনাল্টি শুটআউটে উত্তেজনা দিয়ে শেষ হল সেমির লড়াই ৷ যেখানে 3-2 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে বাজিমাত করেছে নীল সাদা জার্সিধারীরা ৷ এখন শুধু রবিবারের ফাইনালের অপেক্ষা ৷

ইউরোর মঞ্চে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে ম্যাচের নিষ্পত্তি হচ্ছে নিয়মিতভাবে ৷ কোপার মঞ্চেও সেই উত্তেজনা ফিরল আর্জেন্টিনা-কলম্বিয়া সেমিফাইনাল ম্যাচে ৷ ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথমেই কলম্বিয়া শিবিরে আঘাত হানে আর্জেন্টিনা ৷ ম্যাচের 7 মিনিটে মেসির পাস থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ ৷ আর্জেন্টাইন সমর্থকদের চিন্তা বাড়িয়ে দ্বিতীয়ার্ধে গোল শোধ করেন কলম্বিয়া ৷ কারদানোর পাস থেকে দলকে সমতায় ফেরান লুইস দিয়াজ ৷ নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায় ৷

আরও পড়ুন : Euro 2020 : টাইব্রেকারে শেষ হাসি ইতালির, স্পেনকে হারিয়ে 9 বছর পর ইউরোর ফাইনালে আজ্জুরিরা

এরপরের কাহিনী লিখলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ৷ পেনাল্টি শুটআউটে তিনটি সেভ করে তিনিই আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন ৷ শুরুতেই কলম্বিয়ার হয়ে কুয়াদ্রাদো এবং আর্জেন্টনার হয়ে গোল করেন মেসি ৷ এরপর স্যাঞ্চেজ, মিনার ও কারাদোনার শট বাঁচিয়ে দিয়ে নায়ক বনে যান এমিলিয়ানো ৷ 3-2 ব্যবধানে ম্যাচ পকেটে পুরে নেয় নীল সাদারা ৷

Last Updated : Jul 7, 2021, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.