কলকাতা, 6 জুলাই : দেশের বেশিরভাগ ফুটবল দল শুধু সিনিয়র দলের পারফরম্যান্স নিয়ে ব্যস্ত । নতুন প্রতিভার খোঁজে তাদের দায়সারা মনোভাব অব্যাহত । তবে এই পরিস্থিতিতে গত কয়েকবছরে ভিন্ন পথে হেঁটে নতুন দিশা দেখাচ্ছে বেঙ্গালুরু FC । ভালো মানের দেশীয় ফুটবলার উঠে আসছে । যার ফলে উপকৃত হচ্ছে বেঙ্গালুরু দল ।
এবার সেই পথ অনুসরণ করছে মিনার্ভা পঞ্জাব । আই লিগে শুধু অংশগ্রহণই নয় খেতাবও জিতেছে তারা । পাশাপাশি নতুন ফুটবলার তুলে আনার ক্ষেত্রে বিশেষ জোর দিচ্ছে দলটি । যাতে আগামীদিনে ভালো মানের ফুটবলার পেতে অসুবিধা না হয় । ক্লাবের এই উদ্যোগকে অভিনন্দন জানালেন কোচ ইয়ান ল ।
কলকাতার বালিগঞ্জের ছেলে ইয়ান ল ময়দানের ক্লাবে ফুটবল খেললেও তা দীর্ঘায়িত করেননি । বদলে কোচিং আঁকড়ে ধরেছেন । "A" লাইসেন্স করার পর বর্তমানে মিনার্ভা পঞ্জাব FC-র কোচের দায়িত্ব সামলাচ্ছেন ল । তাই পঞ্জাবের ক্লাব দলকে সামনে থেকে দেখেছেন । তাদের অ্যাকাডেমির ব্যাপারে অবহিত । তারই নিরিখে বলেছেন, মিনার্ভা পঞ্জাবের অ্যাকাডেমির স্বীকৃতি আদতে ভালো প্রচেষ্টার সম্মান লাভ ।
আপাতত সবকিছু বন্ধ । ফুটবলের পাশাপাশি গিটার বাজাতে ভালোবাসেন ল । কোরোনা সংক্রমণের জেরে তৈরি হওয়া মহামারীতে সবাই কোণঠাসা । এর সঙ্গে আমফানের দাপটে বাংলা বিপর্যস্ত । দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন সবাই । ফুটবলারদের সঙ্গে নিয়ে টলিপাড়া একটি সচেতনতামূলক ভিডিয়ো প্রকাশ করেছে । সেই ভিডিয়োতে অনীত ঘোষ, সুব্রত পালদের মতো ব্যক্তিত্বরাও রয়েছেন । রয়েছেন ইয়ান ল । তবে তা নিয়ে প্রচারের আলো তাঁর উপর পড়ুক, চান না তিনি । নিঃশব্দে দুর্গতদের পাশে দাঁড়াতে চান তরুণ কোচ ।