কল্যাণী, 8 ডিসেম্বর : আই লিগের ম্যাচে মোহনবাগানকে 4-2 গোলে হারিয়ে দিল চার্চিল ব্রাদার্স ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক কলকাতা ময়দানের প্রাক্তনী উইলিস প্লাজ়া ৷ বাকি দুই গোল রবার্ট প্রাইমাস ও আবু বক্করের । পেনাল্টি থেকে মোহনবাগানের হয়ে গোল করেন ফ্রান গঞ্জালেস ও পরিবর্ত ফুটবলার শুভ ঘোষ । ঝুলিতে ছয় পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পয়েন্ট টেবিলের মগডালে চার্চিল ব্রাদার্স ।
ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ক্যারিবিয়ান স্ট্রাইকার প্লাজ়া । সেই চ্যালেঞ্জ সামলাতে গিয়ে বাগান রক্ষণ একেবারে তছনছ । ম্যাচের দুই মিনিটেই গোল করে চার্চিল ব্রাদার্সকে এগিয়ে দেন প্লাজ়া। ম্যাচে তখনও গুছিয়ে উঠতে পারেনি বাগান রক্ষণ । এরপর 28 মিনিটে চার্চিলের ব্যবধান বাড়ান রবার্ট প্রাইমাস ।
33 মিনিটে পেনাল্টি থেকে মোহনবাগানের ব্যবধান কমান ফ্রান গঞ্জালেস । এক গোল শোধ করে যখন ম্যাচে ফেরার রাস্তা খুঁজছে মোহনবাগান, ঠিক তখনই ফের প্লাজ়ার গোল । 36 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে মোহনবাগানের লড়াইয়ে ফেরা থামিয়ে দেন গত আইলিগের সর্বোচ্চ স্কোরার । প্রথমার্ধে আর গোল পায়নি কোনও দল ।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি পরিবর্তন করেন বাগান কোচ । ব্রিটোর বদলে মাঠে নামেন শেখ সাহিল , ফ্রান গঞ্জালেসের বদলে নামেন সালভা চামরো । তাঁতেও হাল ফেরেনি বাগানের । উলটে 76 মিনিটে দলের চতুর্থ গোল করে মোহনবাগানের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দেন চার্চিলের আবু বক্কর । ম্যাচের 90 মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান পরিবর্ত ফুটবলার শুভ ঘোষ । কিন্তু ততক্ষণে ম্যাচ পকেটে পুরে নিয়েছে চার্চিল ব্রাদার্স ।
রবিবার ছুটির দিনে ট্রেন বাস ভরতি করে মোহনবাগান সমর্থকরা কল্যাণী স্টেডিয়ামে এসেছিলেন । স্লোগানে, টিফোতে আহ্বান ছিল প্রিয় দলের সাফল্যের। কিন্তু, দলের খেলায় হতাশ হতে হল তাঁদের ৷