ETV Bharat / sports

প্লাজ়ার জোড়া গোল, মোহনবাগানকে হারাল চার্চিল ব্রাদার্স - মোহনবাগানকে হারাল চার্চিল ব্রাদার্স

ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ক্যারিবিয়ান স্ট্রাইকার প্লাজ়া । সেই চ্যালেঞ্জ সামলাতে গিয়ে বাগন রক্ষণ একেবারে তছনছ ।

wilis plaza
উইলিস প্লাজ়া
author img

By

Published : Dec 8, 2019, 8:27 PM IST

কল্যাণী, 8 ডিসেম্বর : আই লিগের ম্যাচে মোহনবাগানকে 4-2 গোলে হারিয়ে দিল চার্চিল ব্রাদার্স ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক কলকাতা ময়দানের প্রাক্তনী উইলিস প্লাজ়া ৷ বাকি দুই গোল রবার্ট প্রাইমাস ও আবু বক্করের । পেনাল্টি থেকে মোহনবাগানের হয়ে গোল করেন ফ্রান গঞ্জালেস ও পরিবর্ত ফুটবলার শুভ ঘোষ । ঝুলিতে ছয় পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পয়েন্ট টেবিলের মগডালে চার্চিল ব্রাদার্স ।

ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ক্যারিবিয়ান স্ট্রাইকার প্লাজ়া । সেই চ্যালেঞ্জ সামলাতে গিয়ে বাগান রক্ষণ একেবারে তছনছ । ম্যাচের দুই মিনিটেই গোল করে চার্চিল ব্রাদার্সকে এগিয়ে দেন প্লাজ়া। ম্যাচে তখনও গুছিয়ে উঠতে পারেনি বাগান রক্ষণ । এরপর 28 মিনিটে চার্চিলের ব্যবধান বাড়ান রবার্ট প্রাইমাস ।

33 মিনিটে পেনাল্টি থেকে মোহনবাগানের ব্যবধান কমান ফ্রান গঞ্জালেস । এক গোল শোধ করে যখন ম্যাচে ফেরার রাস্তা খুঁজছে মোহনবাগান, ঠিক তখনই ফের প্লাজ়ার গোল । 36 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে মোহনবাগানের লড়াইয়ে ফেরা থামিয়ে দেন গত আইলিগের সর্বোচ্চ স্কোরার । প্রথমার্ধে আর গোল পায়নি কোনও দল ।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি পরিবর্তন করেন বাগান কোচ । ব্রিটোর বদলে মাঠে নামেন শেখ সাহিল , ফ্রান গঞ্জালেসের বদলে নামেন সালভা চামরো । তাঁতেও হাল ফেরেনি বাগানের । উলটে 76 মিনিটে দলের চতুর্থ গোল করে মোহনবাগানের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দেন চার্চিলের আবু বক্কর । ম্যাচের 90 মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান পরিবর্ত ফুটবলার শুভ ঘোষ । কিন্তু ততক্ষণে ম্যাচ পকেটে পুরে নিয়েছে চার্চিল ব্রাদার্স ।

রবিবার ছুটির দিনে ট্রেন বাস ভরতি করে মোহনবাগান সমর্থকরা কল্যাণী স্টেডিয়ামে এসেছিলেন । স্লোগানে, টিফোতে আহ্বান ছিল প্রিয় দলের সাফল্যের। কিন্তু, দলের খেলায় হতাশ হতে হল তাঁদের ৷

কল্যাণী, 8 ডিসেম্বর : আই লিগের ম্যাচে মোহনবাগানকে 4-2 গোলে হারিয়ে দিল চার্চিল ব্রাদার্স ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক কলকাতা ময়দানের প্রাক্তনী উইলিস প্লাজ়া ৷ বাকি দুই গোল রবার্ট প্রাইমাস ও আবু বক্করের । পেনাল্টি থেকে মোহনবাগানের হয়ে গোল করেন ফ্রান গঞ্জালেস ও পরিবর্ত ফুটবলার শুভ ঘোষ । ঝুলিতে ছয় পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পয়েন্ট টেবিলের মগডালে চার্চিল ব্রাদার্স ।

ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ক্যারিবিয়ান স্ট্রাইকার প্লাজ়া । সেই চ্যালেঞ্জ সামলাতে গিয়ে বাগান রক্ষণ একেবারে তছনছ । ম্যাচের দুই মিনিটেই গোল করে চার্চিল ব্রাদার্সকে এগিয়ে দেন প্লাজ়া। ম্যাচে তখনও গুছিয়ে উঠতে পারেনি বাগান রক্ষণ । এরপর 28 মিনিটে চার্চিলের ব্যবধান বাড়ান রবার্ট প্রাইমাস ।

33 মিনিটে পেনাল্টি থেকে মোহনবাগানের ব্যবধান কমান ফ্রান গঞ্জালেস । এক গোল শোধ করে যখন ম্যাচে ফেরার রাস্তা খুঁজছে মোহনবাগান, ঠিক তখনই ফের প্লাজ়ার গোল । 36 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে মোহনবাগানের লড়াইয়ে ফেরা থামিয়ে দেন গত আইলিগের সর্বোচ্চ স্কোরার । প্রথমার্ধে আর গোল পায়নি কোনও দল ।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি পরিবর্তন করেন বাগান কোচ । ব্রিটোর বদলে মাঠে নামেন শেখ সাহিল , ফ্রান গঞ্জালেসের বদলে নামেন সালভা চামরো । তাঁতেও হাল ফেরেনি বাগানের । উলটে 76 মিনিটে দলের চতুর্থ গোল করে মোহনবাগানের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দেন চার্চিলের আবু বক্কর । ম্যাচের 90 মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান পরিবর্ত ফুটবলার শুভ ঘোষ । কিন্তু ততক্ষণে ম্যাচ পকেটে পুরে নিয়েছে চার্চিল ব্রাদার্স ।

রবিবার ছুটির দিনে ট্রেন বাস ভরতি করে মোহনবাগান সমর্থকরা কল্যাণী স্টেডিয়ামে এসেছিলেন । স্লোগানে, টিফোতে আহ্বান ছিল প্রিয় দলের সাফল্যের। কিন্তু, দলের খেলায় হতাশ হতে হল তাঁদের ৷

Intro:প্লাজা দুই মোহনবাগান শূন্য। ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে রবিবাসরীয় কল্যানী স্টেডিয়ামে মোহনবাগান কে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ক্যারিবিয়ান স্ট্রাইকার। স্কোর বোর্ড বলছে চার্চিল ব্রাদার্স 4 মোহনবাগান 2। জোড়া গোল করে সবুজ মেরন বাগান তছনছ করলেন উইলিস প্লাজা। বাকি দুই গোল রবার্ট প্রাইমাস ও আবু বক্করের।পেনাল্টি থেকে মোহনবাগানের গোল ফ্রান গঞ্জালেসের ও পরিবর্ত ফুটবলার শুভ ঘোষের। ঝুলিতে ছয় পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পয়েন্ট টেবিলের মগডালে চার্চিল ব্রাদার্স।


Body:রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ট্রেন বাস ভর্তি করে মোহনবাগান সমর্থকরা কল্যানী স্টেডিয়ামে এসেছিলেন। স্লোগান, ড্রামের বাদ্যি, টিফোতে আহ্বান ছিল প্রিয় দলের সাফল্যের।কিন্তু যাদের নিয়ে স্বপ্ন দেখা সেই সবুজ মেরুন ফুটবলাররাই তো ছন্নছাড়া। ফলে বাগান ছত্রভঙ্গ।ম্যাচের দুই মিনিটে সিসের সেন্টার থেকে প্লাজার হেড এবং চার্চিল 1-0।শুরুতেই এই গোল মোহনবাগান কে ভেঙে দিয়ে যায়।যা বলের সিংহভাগ দখলে রেখেও মেরামত করতে পারেনি কিবু ভিকুনার ছেলেরা।
গোল নষ্ট কীভাবে করতে হয় তার একটা অমনিবাস কলকাতার দুই প্রধান প্রকাশ করতে পারে। মোহনবাগান সেই অমনিবাসে নতুন দুটো পাতা যোগ করবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.