ETV Bharat / sports

চুলোভা শক্তি বাড়াবে, দলের সবাই গুরুত্বপূর্ণ : কিবু

মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা জানান, চুলোভা আসায় দলের শক্তি বাড়বে ৷

কিবু
author img

By

Published : Jul 25, 2019, 10:20 PM IST

কলকাতা, 25 জুলাই : আশঙ্কা আগেই ছিল । মরশুমের প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলতে পারছে না মোহনবাগান । আজ সকালে প্রথম ম্যাচের চূড়ান্ত প্রস্তুতির আগে কলকাতা লিগের ম্যাচ ভেস্তে যাওয়ার খবর বেসরকারি ভাবে সবুজ মেরুন কোচের কাছে চলে আসে । তাই আগামীকাল তিনি ফের অনুশীলন ডেকেছেন ।

প্র্যাকটিস পরবর্তী সাংবাদিক বৈঠকে মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা বলছেন, "ম্যাচ ভেস্তে যাওয়া খারাপ । তবে আমরা মাঠে নামার জন্যে তৈরি । কলকাতা লিগের কথা মাথায় রেখে প্র্যাকটিসের প্রথমদিন থেকে দলকে তৈরি করেছি ।" বলা হচ্ছে, এবছরই নাকি সবচেয়ে ভালো প্রিসিজ়ন কন্ডিশন হয়েছে মোহনবাগানে । যার সঙ্গে তুলনা হতে পারে 1997 সালের ডায়মন্ড বছরের অমল দত্তর দলের । গোয়ায় দশ দিনের শিবির, তিনটে প্রস্তুতি ম্যাচ খেলার মধ্যে দিয়ে দলকে তৈরি করেছেন ভিকুনা । ভালো মানের ভারতীয় ফুটবলার ছাড়াও ভালোমানের স্প্যানিশ ফুটবলার নিয়েছে মোহনবাগান । প্রস্তুতিতেও খুশি কোচ । তবে মনে করেন নতুন ফুটবল পরিবেশে মানিয়ে নিতে বিদেশিদের সময় দরকার । সালভা চামারোর পায়ে ব্যথা রয়েছে । তবে সেটা কোন পায়ে তা খোলসা করেননি বাগান কোচ । একই সঙ্গে বলেছেন, প্রাক মরশুমে এই ধরনের সমস্যা নতুন নয় ।

কলকাতা লিগের সঙ্গে সমান্তরালভাবে চলবে ডুরান্ড কাপ । দুটো টুর্নামেন্টে পাশাপাশি খেলা কঠিন । তবে ক্রীড়াসূচির সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলেছেন কিবু । একই সঙ্গে জানিয়েছেন প্রথম একাদশ নয়, তাঁর কাছে দলের তিরিশ জন ফুটবলারই গুরুত্বপূর্ণ । তাই সূচির চাপে রোটেশন নয়, অবস্থা অনুযায়ী ফুটবলারদের ব্যবহার করতে চান । একই সঙ্গে বলেছেন, ইস্টবেঙ্গলের চুলোভার যোগদান তাঁর দলের শক্তি বাড়াবে ৷

কলকাতা, 25 জুলাই : আশঙ্কা আগেই ছিল । মরশুমের প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলতে পারছে না মোহনবাগান । আজ সকালে প্রথম ম্যাচের চূড়ান্ত প্রস্তুতির আগে কলকাতা লিগের ম্যাচ ভেস্তে যাওয়ার খবর বেসরকারি ভাবে সবুজ মেরুন কোচের কাছে চলে আসে । তাই আগামীকাল তিনি ফের অনুশীলন ডেকেছেন ।

প্র্যাকটিস পরবর্তী সাংবাদিক বৈঠকে মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা বলছেন, "ম্যাচ ভেস্তে যাওয়া খারাপ । তবে আমরা মাঠে নামার জন্যে তৈরি । কলকাতা লিগের কথা মাথায় রেখে প্র্যাকটিসের প্রথমদিন থেকে দলকে তৈরি করেছি ।" বলা হচ্ছে, এবছরই নাকি সবচেয়ে ভালো প্রিসিজ়ন কন্ডিশন হয়েছে মোহনবাগানে । যার সঙ্গে তুলনা হতে পারে 1997 সালের ডায়মন্ড বছরের অমল দত্তর দলের । গোয়ায় দশ দিনের শিবির, তিনটে প্রস্তুতি ম্যাচ খেলার মধ্যে দিয়ে দলকে তৈরি করেছেন ভিকুনা । ভালো মানের ভারতীয় ফুটবলার ছাড়াও ভালোমানের স্প্যানিশ ফুটবলার নিয়েছে মোহনবাগান । প্রস্তুতিতেও খুশি কোচ । তবে মনে করেন নতুন ফুটবল পরিবেশে মানিয়ে নিতে বিদেশিদের সময় দরকার । সালভা চামারোর পায়ে ব্যথা রয়েছে । তবে সেটা কোন পায়ে তা খোলসা করেননি বাগান কোচ । একই সঙ্গে বলেছেন, প্রাক মরশুমে এই ধরনের সমস্যা নতুন নয় ।

কলকাতা লিগের সঙ্গে সমান্তরালভাবে চলবে ডুরান্ড কাপ । দুটো টুর্নামেন্টে পাশাপাশি খেলা কঠিন । তবে ক্রীড়াসূচির সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলেছেন কিবু । একই সঙ্গে জানিয়েছেন প্রথম একাদশ নয়, তাঁর কাছে দলের তিরিশ জন ফুটবলারই গুরুত্বপূর্ণ । তাই সূচির চাপে রোটেশন নয়, অবস্থা অনুযায়ী ফুটবলারদের ব্যবহার করতে চান । একই সঙ্গে বলেছেন, ইস্টবেঙ্গলের চুলোভার যোগদান তাঁর দলের শক্তি বাড়াবে ৷

Intro:আশঙ্কা আগেই ছিল। মরসুমের প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলতে পারছে না মোহনবাগান। বৃহস্পতিবার সকালে প্রথম ম্যাচের চুড়ান্ত প্রস্তুতির আগে কলকাতা লিগের প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার খবর বেসরকারি ভাবে সবুজ মেরুন কোচের কাছে চলে আসে। তাই শুক্রবার ফের অনুশীলন ডেকেছেন। প্র্যাকটিস পরবর্তী সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের স্প্যানিশ কোচ বলছেন ম্যাচ ভেস্তে যাওয়া খারাপ। তবে তারা মাঠে নামার জন্যে তৈরি ছিলেন।কলকাতা লিগের কথা মাথায় রেখে তিনি যে প্র্যাকটিসের প্রথম দিন থেকে দলকে তৈরি করেছেন সেটাও জানিয়েছেন। বলা হচ্ছে এবছরই নাকি সবচেয়ে ভালো প্রিসিজন কন্ডিশন হয়েছে মোহনবাগানে। যার সঙ্গে তুলনা হতে পারে 1997 সালের ডায়মন্ড বছরের অমল দত্তর দলের।গোয়ায় দশ দিনের শিবির, তিনটে প্রস্তুতি ম্যাচ খেলার মধ্যে দিয়ে দলকে তৈরি করেছেন ভিকুনা। ভালো মানের ভারতীয় ফুটবলার ছাড়াও ভালো মানের স্প্যানিশ ফুটবলার নিয়েছে মোহনবাগান।তাদের প্রস্তুতিতে ও খুশি কোচ। তবে মনে করেন নতুন ফুটবল পরিবেশে মানিয়ে নিতে বিদেশিদের সময় দরকার। সালভা চামারো র পায়ে ব্যথা রয়েছে। তবে সেটা কোন পায়ে তা খোলসা করেননি বাগান কোচ। একই সঙ্গে বলেছেন প্রাক মরসুমে এই ধরনের সমস্যা নতুন নয়। কলকাতা লিগে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ পিয়ারলেস। ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে গতবছরের ম্যাচটির ভিডিও কিবু ভিকুনা দেখেছেন। তাই ম্যাচটা সহজ হত না বলে মনে করেন। কলকাতা লীগের সঙ্গে সমান্তরাল ভাবে চলবে ডুরান্ড কাপ। দুটো টুর্নামেন্টের পাশাপাশি খেলা কঠিন। তবে ক্রীড়াসূচির সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলে ছেন। একই সঙ্গে জানিয়েছেন প্রথম একাদশ নয় তার কাছে দলের তিরিশ জন ফুটবলারই গুরুত্বপূর্ণ। তাই সূচি র চাপে রোটেশন নয় অবস্থা অনুযায়ী ফুটবলারদের ব্যবহার করতে চান। একই সঙ্গে বলেছেন ইস্টবেঙ্গলের চুলোভার যোগদান তার দলের শক্তি বাড়াবে।




Body:মোহন


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.