সেন্ট পিটার্সবার্গ, 13 জুন : প্রত্যাশা মতোই জয় দিয়েই অভিযান শুরু করল বেলজিয়াম ৷ ঘরের মাঠে রাশিয়াকে 3-0 গোলে উড়িয়ে দেয় রেড ডেভিলসরা ৷ জোড়া গোল করেন রোমেলু লুকাকু ৷ গোল করার পরই ইন্টার মিলানের সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসনের প্রতি একাত্মতা প্রকাশ করলেন ৷ ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় মাঠেই হঠাৎ করে লুটিয়ে পড়েন এরিকসন ৷
আপাতত স্থিতিশীল এরিকসন ৷ ম্যাচের 43 মিনিটে হঠাৎ করেই মাঠের মধ্যে উল্টে পড়েন ইন্টার মিলানের এরিকসন ৷ মাঠের মধ্যেই চলে তাঁর চিকিৎসা ৷ তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ আপাতত স্থিতিশীল আছেন তিনি ৷
ম্যাচ শুরুর আগেই ক্লাব দলের সতীর্থের কথা জানতে পারেন বেলজিয়াম তারকা ফুটবলার রোমেলু লুকাকু ৷ রাশিয়ার বিরুদ্ধে ম্যাচের 10 মিনিটেই গোল করেন লুকাকু ৷ তারপরই ক্যামেরার দিকে ছুটে যান তিনি ৷ বলেন, ‘‘ক্রিস ক্রিস, শক্ত হও...আমি তোমাকে ভালবাসি ৷’’
-
“Chris, Chris, I love you”, This is beautiful from Lukaku.
— 🆓🇵🇸 (@PassLikeThiago) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
pic.twitter.com/NpxT0mT7OF
">“Chris, Chris, I love you”, This is beautiful from Lukaku.
— 🆓🇵🇸 (@PassLikeThiago) June 12, 2021
pic.twitter.com/NpxT0mT7OF“Chris, Chris, I love you”, This is beautiful from Lukaku.
— 🆓🇵🇸 (@PassLikeThiago) June 12, 2021
pic.twitter.com/NpxT0mT7OF
এরিকসনের ঘটনা ঘটার পর ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচ কিছুক্ষণের জন্য স্থগিত করে দেওয়া হয় ৷ যদিও তারপরে 1-0 গোলে ফিনল্যান্ডের কাছে হেরে যায় ডেনমার্ক ৷
রাশিয়ার বিরুদ্ধে ম্যাচের 10 মিনিটেই প্রথম গোল করেন রোমেলু লুকাকু ৷ এরপর ম্যাচের 34 মিনিটে দলের ব্যবধান বাড়ান থমাস মিউনিয়ার ৷ 88 মিনিটে গোল করে রাশিয়ার কফিনে শেষ পেরেক পোঁতেন লুকাকু ৷
ম্যাচের পর সাংবাদিকদের লুকাকু বলেন, ‘‘আমি কান্নাকাটি করেছি, কারণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম ৷ আমি ওর সঙ্গে আমার পরিবারের থকেও অনেক বেশি সময় কাটিয়েছি ৷ আমি এরিকসন, ওর বান্ধবী, দুই সন্তান ও পরিবারের সঙ্গে আছি ৷’’
-
First of all my thoughts are with @chriseriksen8 and @timothycastagne. Stay strong my friend and i hope both of you make a fool recovery 🙏🏿. Good win by the team @belgianreddevils 🙏🏿❤️ pic.twitter.com/lVzoY7N1Fc
— R.Lukaku Bolingoli9 (@RomeluLukaku9) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">First of all my thoughts are with @chriseriksen8 and @timothycastagne. Stay strong my friend and i hope both of you make a fool recovery 🙏🏿. Good win by the team @belgianreddevils 🙏🏿❤️ pic.twitter.com/lVzoY7N1Fc
— R.Lukaku Bolingoli9 (@RomeluLukaku9) June 12, 2021First of all my thoughts are with @chriseriksen8 and @timothycastagne. Stay strong my friend and i hope both of you make a fool recovery 🙏🏿. Good win by the team @belgianreddevils 🙏🏿❤️ pic.twitter.com/lVzoY7N1Fc
— R.Lukaku Bolingoli9 (@RomeluLukaku9) June 12, 2021
আরও পড়ুন : EURO 2020 : ইউরো জমজমাট, কেন ও মদ্রিচের লড়াই দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা
ম্যাচের শেষে একটি টুইটও করেন লুকাকু ৷ সেখানে এরিকসনের পাশাপাশি জাতীয় দলের সতীর্থ কাস্টাজেন তিমোথির সুস্থতাও কামনা করেন লুকাকু ৷ সেখানে তিনি লেখেন , ‘‘আমি এরিকসন ও তিমোথির সঙ্গে আছি ৷ শক্ত হও ৷ আশাকরি তোমরা দ্রুত সুস্থ হবে ৷’’