ETV Bharat / sports

অতিরিক্ত সময় কেন 7 মিনিট ? বারাসত স্টেডিয়ামে দর্শকদের হাতাহাতি - chaos at barasat stadium

বারাসত স্টেডিয়ামে IFA লিগ প্রিমিয়ার ডিভিশন-A -র খেলাকে ঘিরে দু'দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি বাধে ৷

অতিরিক্ত সময় কেন 7 মিনিট ? বারাসত স্টেডিয়ামে দর্শকদের হাতাহাতি
author img

By

Published : Jul 31, 2019, 8:01 AM IST

বারাসত, 31 জুলাই : সাদার্ন সমিতি ও পিয়ারলেসের ফুটবল ম্যাচকে ঘিরে উত্তেজনা বারাসত স্টেডিয়ামে । IFA লিগ প্রিমিয়ার ডিভিশন-A -র খেলাকে ঘিরে দু'দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি বাধে ৷ মাঠে উড়ে আসে জলের বোতল ৷ পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

গতকাল 90 মিনিটের পর অতিরিক্ত সময় 7 মিনিট দেন রেফারি । ওই সময় সাদার্ন সমিতি 2 গোলে এগিয়ে ছিল । আর এই সাত মিনিটে পিয়ারলেসের হয়ে ক্রোমা দুটি গোল শোধ করে যান । শেষ গোলটি করেন পেনাল্টিতে । এরপরই উত্তাল হয়ে ওঠে গ্যালারি । অতিরিক্ত সময় কেন 7 মিনিট দেওয়া হয়, তা নিয়ে ক্ষোভ দেখাতে থাকেন সাদার্ন সমিতি । সেইসময় ক্রোমার নামে ধ্বনি দেওয়ায় আক্রান্ত হতে হয় এক দর্শককে । তারপরই দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় । মাঠে খুব বেশি সমর্থক না থাকায় বারাসত থানার পুলিশ মিনিট পনেরোর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এর আগে ম্যাচের 42 ও 80 মিনিটে সাদার্নের হয়ে গোল করেন ফয়সল আলি ও বসন্ত সিংহ । ম্যাচের শেষে পিয়ারলেস কোচ জহর দাস বলেন, আমনাকে আটকানোর জন্য তাঁরা মিডফিল্ডে জোর দিয়ে সেটপিসের দিকে নজর দিয়েছিলেন । যা কাজে লেগে গেছে ।

সাদার্ন কোচ মেহতাব হোসেন দায়ি করলেন দুর্ভাগ্যকে । আর ম্যাচের শেষে ক্রোমা মেহতাবকে ইতালিয়ান বিশ্বকাপার গাটুসোর সঙ্গে তুলনা করে কোচ হিসেবে তাঁর শুভেচ্ছা কামনা করে গেলেন । ক্রোমা দুটি গোল উৎসর্গ করে গেলেন তাঁর বাঙালি বান্ধবীকে । ম্যান অফ দা ম্যাচ হয়েছেন সাদার্নের শুভঙ্কর দাস ।

বারাসত, 31 জুলাই : সাদার্ন সমিতি ও পিয়ারলেসের ফুটবল ম্যাচকে ঘিরে উত্তেজনা বারাসত স্টেডিয়ামে । IFA লিগ প্রিমিয়ার ডিভিশন-A -র খেলাকে ঘিরে দু'দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি বাধে ৷ মাঠে উড়ে আসে জলের বোতল ৷ পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

গতকাল 90 মিনিটের পর অতিরিক্ত সময় 7 মিনিট দেন রেফারি । ওই সময় সাদার্ন সমিতি 2 গোলে এগিয়ে ছিল । আর এই সাত মিনিটে পিয়ারলেসের হয়ে ক্রোমা দুটি গোল শোধ করে যান । শেষ গোলটি করেন পেনাল্টিতে । এরপরই উত্তাল হয়ে ওঠে গ্যালারি । অতিরিক্ত সময় কেন 7 মিনিট দেওয়া হয়, তা নিয়ে ক্ষোভ দেখাতে থাকেন সাদার্ন সমিতি । সেইসময় ক্রোমার নামে ধ্বনি দেওয়ায় আক্রান্ত হতে হয় এক দর্শককে । তারপরই দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় । মাঠে খুব বেশি সমর্থক না থাকায় বারাসত থানার পুলিশ মিনিট পনেরোর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এর আগে ম্যাচের 42 ও 80 মিনিটে সাদার্নের হয়ে গোল করেন ফয়সল আলি ও বসন্ত সিংহ । ম্যাচের শেষে পিয়ারলেস কোচ জহর দাস বলেন, আমনাকে আটকানোর জন্য তাঁরা মিডফিল্ডে জোর দিয়ে সেটপিসের দিকে নজর দিয়েছিলেন । যা কাজে লেগে গেছে ।

সাদার্ন কোচ মেহতাব হোসেন দায়ি করলেন দুর্ভাগ্যকে । আর ম্যাচের শেষে ক্রোমা মেহতাবকে ইতালিয়ান বিশ্বকাপার গাটুসোর সঙ্গে তুলনা করে কোচ হিসেবে তাঁর শুভেচ্ছা কামনা করে গেলেন । ক্রোমা দুটি গোল উৎসর্গ করে গেলেন তাঁর বাঙালি বান্ধবীকে । ম্যান অফ দা ম্যাচ হয়েছেন সাদার্নের শুভঙ্কর দাস ।

Intro:রণক্ষেত্র বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন । সাদার্ন সমিতি ও পিয়ারলেসের ফুটবল ম্যাচ কে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বারাসাত স্টেডিয়াম । আই এফ এ লীগ প্রিমিয়ার ডিভিসন এ -র খেলাকে ঘিরে দু দলের সমর্থক দের মধ্যে হাতাহাতি , মাঠে উড়ে আসা জলের বোতল, -সব মিলিয়ে ধুন্ধুমার কাণ্ডের সাক্ষী বারাসাত স্টেডিয়াম। পুলিশ দ্রুত ঘটনার নিয়ন্ত্রণ নেয়। ড্র হওয়া ম্যাচে খেলার ফল ২-২ ।নির্ধারিত নব্বই মিনিটের পরে সংযোজিত সময় সাত মিনিট দিতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সাদার্ন সমর্থকরা । আর এই সাত মিনিটে পিয়ারলেসের হয়ে ক্রোমা দু দুটি গোল শোধ করে যান ।শেষ গোলটি পেনাল্টিতে ॥ এর পরেই উত্তাল হয়ে ওঠে গ্যালারি ।ক্রোমার নামে ধ্বনি দিতেই আক্রান্ত হতে হয় এক দর্শক কে । শুরু হয় গ্যালারীতে খণ্ডযুদ্ধ । মাঠে খুব বেশি সমর্থক না থাকায় বারাসাত থানার পুলিশ মিনিট পনেরোর মধ্যে পরিস্থিতি সামাল দেয় । এর আগে ম্যাচে ৪২ ও ৮০ মিনিটে দুটি গোল করে ফয়সল আলী ও বসন্ত সিংহ গোল করে সাদার্ন কে এগিয়ে দেন । ম্যাচের শেষে পিয়ারলেস কোচ জহর দাস বলেন , আমনা কে আটকানোর জন্য তাঁরা মিডফিল্ডে জোর দিয়ে সেটপিসের দিকে তাকিয়ে ছিলেন যা খেটে গ্যাছে ।সাদার্ন কোচ মেহতাব হোসেন দায়ী করলেন দুর্ভাগ্যকে । বাস্তবেও বেশি বল পজেসণ ও বার পোস্ট বিমুখ থাকায় দ্বিতীয় ম্যাচে ও কোচ মেহতাব কে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ।যদিও ম্যাচের শেষে ক্রোমা মেহতাব কে ইতালিয়ান বিশ্বকাপার গাটুসোর সঙ্গে তুলনা করে কোচ হিসেবে তাঁর শুভেচ্ছা কামনা করে গেলেন । ক্রোমা এদিনের দুটি গোল উৎসর্গ করে গেলেন তাঁর বাঙ্গালী বান্ধবীকে ।ম্যান অফ দি ম্যাচ সাদার্ণের শুভঙ্কর দাস । ॥

বাইট । ॥
মেহতাব হোসেন সাদার্ন কোচ ।
জহর দাস পিয়ারলেস কোচ ।
শুভঙ্কর দাস সাদার্ন , ম্যান অফ দ্যা ম্যাচ । ॥ ॥
ক্রোমা পিয়ারলেসের গোলদাতা । ॥ ॥
পিউ দত্ত , ক্রোমার বান্ধবী । ॥Body:রণক্ষেত্র বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন । সাদার্ন সমিতি ও পিয়ারলেসের ফুটবল ম্যাচ কে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বারাসাত স্টেডিয়াম । আই এফ এ লীগ প্রিমিয়ার ডিভিসন এ -র খেলাকে ঘিরে দু দলের সমর্থক দের মধ্যে হাতাহাতি , মাঠে উড়ে আসা জলের বোতল, -সব মিলিয়ে ধুন্ধুমার কাণ্ডের সাক্ষী বারাসাত স্টেডিয়াম। পুলিশ দ্রুত ঘটনার নিয়ন্ত্রণ নেয়। ড্র হওয়া ম্যাচে খেলার ফল ২-২ ।নির্ধারিত নব্বই মিনিটের পরে সংযোজিত সময় সাত মিনিট দিতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সাদার্ন সমর্থকরা । আর এই সাত মিনিটে পিয়ারলেসের হয়ে ক্রোমা দু দুটি গোল শোধ করে যান ।শেষ গোলটি পেনাল্টিতে ॥ এর পরেই উত্তাল হয়ে ওঠে গ্যালারি ।ক্রোমার নামে ধ্বনি দিতেই আক্রান্ত হতে হয় এক দর্শক কে । শুরু হয় গ্যালারীতে খণ্ডযুদ্ধ । মাঠে খুব বেশি সমর্থক না থাকায় বারাসাত থানার পুলিশ মিনিট পনেরোর মধ্যে পরিস্থিতি সামাল দেয় । এর আগে ম্যাচে ৪২ ও ৮০ মিনিটে দুটি গোল করে ফয়সল আলী ও বসন্ত সিংহ গোল করে সাদার্ন কে এগিয়ে দেন । ম্যাচের শেষে পিয়ারলেস কোচ জহর দাস বলেন , আমনা কে আটকানোর জন্য তাঁরা মিডফিল্ডে জোর দিয়ে সেটপিসের দিকে তাকিয়ে ছিলেন যা খেটে গ্যাছে ।সাদার্ন কোচ মেহতাব হোসেন দায়ী করলেন দুর্ভাগ্যকে । বাস্তবেও বেশি বল পজেসণ ও বার পোস্ট বিমুখ থাকায় দ্বিতীয় ম্যাচে ও কোচ মেহতাব কে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ।যদিও ম্যাচের শেষে ক্রোমা মেহতাব কে ইতালিয়ান বিশ্বকাপার গাটুসোর সঙ্গে তুলনা করে কোচ হিসেবে তাঁর শুভেচ্ছা কামনা করে গেলেন । ক্রোমা এদিনের দুটি গোল উৎসর্গ করে গেলেন তাঁর বাঙ্গালী বান্ধবীকে ।ম্যান অফ দি ম্যাচ সাদার্ণের শুভঙ্কর দাস । ॥

বাইট । ॥
মেহতাব হোসেন সাদার্ন কোচ ।
জহর দাস পিয়ারলেস কোচ ।
শুভঙ্কর দাস সাদার্ন , ম্যান অফ দ্যা ম্যাচ । ॥ ॥
ক্রোমা পিয়ারলেসের গোলদাতা । ॥ ॥
পিউ দত্ত , ক্রোমার বান্ধবী । ॥Conclusion:রণক্ষেত্র বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন । সাদার্ন সমিতি ও পিয়ারলেসের ফুটবল ম্যাচ কে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বারাসাত স্টেডিয়াম । আই এফ এ লীগ প্রিমিয়ার ডিভিসন এ -র খেলাকে ঘিরে দু দলের সমর্থক দের মধ্যে হাতাহাতি , মাঠে উড়ে আসা জলের বোতল, -সব মিলিয়ে ধুন্ধুমার কাণ্ডের সাক্ষী বারাসাত স্টেডিয়াম। পুলিশ দ্রুত ঘটনার নিয়ন্ত্রণ নেয়। ড্র হওয়া ম্যাচে খেলার ফল ২-২ ।নির্ধারিত নব্বই মিনিটের পরে সংযোজিত সময় সাত মিনিট দিতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সাদার্ন সমর্থকরা । আর এই সাত মিনিটে পিয়ারলেসের হয়ে ক্রোমা দু দুটি গোল শোধ করে যান ।শেষ গোলটি পেনাল্টিতে ॥ এর পরেই উত্তাল হয়ে ওঠে গ্যালারি ।ক্রোমার নামে ধ্বনি দিতেই আক্রান্ত হতে হয় এক দর্শক কে । শুরু হয় গ্যালারীতে খণ্ডযুদ্ধ । মাঠে খুব বেশি সমর্থক না থাকায় বারাসাত থানার পুলিশ মিনিট পনেরোর মধ্যে পরিস্থিতি সামাল দেয় । এর আগে ম্যাচে ৪২ ও ৮০ মিনিটে দুটি গোল করে ফয়সল আলী ও বসন্ত সিংহ গোল করে সাদার্ন কে এগিয়ে দেন । ম্যাচের শেষে পিয়ারলেস কোচ জহর দাস বলেন , আমনা কে আটকানোর জন্য তাঁরা মিডফিল্ডে জোর দিয়ে সেটপিসের দিকে তাকিয়ে ছিলেন যা খেটে গ্যাছে ।সাদার্ন কোচ মেহতাব হোসেন দায়ী করলেন দুর্ভাগ্যকে । বাস্তবেও বেশি বল পজেসণ ও বার পোস্ট বিমুখ থাকায় দ্বিতীয় ম্যাচে ও কোচ মেহতাব কে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ।যদিও ম্যাচের শেষে ক্রোমা মেহতাব কে ইতালিয়ান বিশ্বকাপার গাটুসোর সঙ্গে তুলনা করে কোচ হিসেবে তাঁর শুভেচ্ছা কামনা করে গেলেন । ক্রোমা এদিনের দুটি গোল উৎসর্গ করে গেলেন তাঁর বাঙ্গালী বান্ধবীকে ।ম্যান অফ দি ম্যাচ সাদার্ণের শুভঙ্কর দাস । ॥

বাইট । ॥
মেহতাব হোসেন সাদার্ন কোচ ।
জহর দাস পিয়ারলেস কোচ ।
শুভঙ্কর দাস সাদার্ন , ম্যান অফ দ্যা ম্যাচ । ॥ ॥
ক্রোমা পিয়ারলেসের গোলদাতা । ॥ ॥
পিউ দত্ত , ক্রোমার বান্ধবী । ॥
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.