বারাসত, 31 জুলাই : সাদার্ন সমিতি ও পিয়ারলেসের ফুটবল ম্যাচকে ঘিরে উত্তেজনা বারাসত স্টেডিয়ামে । IFA লিগ প্রিমিয়ার ডিভিশন-A -র খেলাকে ঘিরে দু'দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি বাধে ৷ মাঠে উড়ে আসে জলের বোতল ৷ পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
গতকাল 90 মিনিটের পর অতিরিক্ত সময় 7 মিনিট দেন রেফারি । ওই সময় সাদার্ন সমিতি 2 গোলে এগিয়ে ছিল । আর এই সাত মিনিটে পিয়ারলেসের হয়ে ক্রোমা দুটি গোল শোধ করে যান । শেষ গোলটি করেন পেনাল্টিতে । এরপরই উত্তাল হয়ে ওঠে গ্যালারি । অতিরিক্ত সময় কেন 7 মিনিট দেওয়া হয়, তা নিয়ে ক্ষোভ দেখাতে থাকেন সাদার্ন সমিতি । সেইসময় ক্রোমার নামে ধ্বনি দেওয়ায় আক্রান্ত হতে হয় এক দর্শককে । তারপরই দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় । মাঠে খুব বেশি সমর্থক না থাকায় বারাসত থানার পুলিশ মিনিট পনেরোর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
এর আগে ম্যাচের 42 ও 80 মিনিটে সাদার্নের হয়ে গোল করেন ফয়সল আলি ও বসন্ত সিংহ । ম্যাচের শেষে পিয়ারলেস কোচ জহর দাস বলেন, আমনাকে আটকানোর জন্য তাঁরা মিডফিল্ডে জোর দিয়ে সেটপিসের দিকে নজর দিয়েছিলেন । যা কাজে লেগে গেছে ।
সাদার্ন কোচ মেহতাব হোসেন দায়ি করলেন দুর্ভাগ্যকে । আর ম্যাচের শেষে ক্রোমা মেহতাবকে ইতালিয়ান বিশ্বকাপার গাটুসোর সঙ্গে তুলনা করে কোচ হিসেবে তাঁর শুভেচ্ছা কামনা করে গেলেন । ক্রোমা দুটি গোল উৎসর্গ করে গেলেন তাঁর বাঙালি বান্ধবীকে । ম্যান অফ দা ম্যাচ হয়েছেন সাদার্নের শুভঙ্কর দাস ।