ETV Bharat / sports

Calcutta Football League : ডুরান্ডের ব্যথা ভুলে কলকাতা লিগে জয়ের খোঁজে মহমেডান - কলকাতা ফুটবল লিগ

আজ কলকাতা লিগের নকআউট ম্যাচে সাদা কালো শিবিরের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী । কল্যাণী স্টেডিয়ামের মাঠে পুরো সাদা কালো শিবিরের সামনেই ঘুরে দাঁড়ানোর লড়াই ।

Calcutta Football League
Calcutta Football League
author img

By

Published : Oct 6, 2021, 7:50 AM IST

কল্যাণী, 6 অক্টোবর : ডুরান্ড কাপ ফাইনালে এফসি গোয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে মহমেডান স্পোর্টিংয়ের ৷ সেই ধাক্কা কাটিয়ে ফের মাঠে সাদা-কালো ব্রিগেড । ডুরান্ড কাপ জয়ের ডোবার পর এবার কলকাতা লিগ জয়ের চাঁদমারি করার চেষ্টা মহমেডানের । আজ কলকাতা লিগের নকআউট ম্যাচে সাদা কালো শিবিরের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী । কল্যাণী স্টেডিয়ামের মাঠে পুরো সাদা কালো শিবিরের সামনেই ঘুরে দাঁড়ানোর লড়াই ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অতীতের ব্যর্থতা মনে আনতে চাইছেন না কোচ আন্দ্রেই ৷ বলছেন, "ডুরান্ড ফাইনাল এখন অতীত । পেশাদার দল হিসেবে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে ।" একথা তিনি টিম মিটিংয়ে পইপই করে ফুটবলারদের বুঝিয়েছেন । ডুরান্ড ফাইনালের মতোই কলকাতা লিগের শেষ দুটো ম্যাচে জয় অধরা মহমেডানের । সেকথা স্বীকার করে সাদা কালো কোচ জানিয়েছেন, নক আউট ম্যাচ খেলার চ্যালেঞ্জ নিতে তাঁরা তৈরি ।

টালিগঞ্জ অগ্রগামীর আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী । সেকথা মাথায় রয়েছে কোচ আন্দ্রেইয়ের । তবে নিজের দলের সামগ্রিক পারফরম্যান্সে তিনি খুশি । দলের আক্রমণ এবং রক্ষণের খেলায় ভারসাম্য থাকলেও মাঝেমাঝে ভুল ত্রুটি হচ্ছে । তা নিয়ে কিছুটা চিন্তা রয়েছে কোচের ৷ টিম মিটিংয়ে ফুটবলারদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন । তবে জয় ছাড়া অন্য ভাবনা নেই সাদা কালো সাজঘরে । দলের ম্যানেজার এবং প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের বড় মাঠে খেলার সুবিধা না পাওয়ার খামতি কল্যাণী স্টেডিয়ামে মানিয়ে নিতে হবে । ফুটবলারদের পাসিং ফুটবল ইতিমধ্যে প্রশংসিত । সেই ধারাবাহিকতা বুধবার বজায় রাখার কথা বলেছেন দীপেন্দু ।

আরও পড়ুন : Indian Football: দশজনের বাংলাদেশের বিরুদ্ধে ড্র, নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ স্টিম্যাচ

আজ মহালয়ার শুভদিনে কল্যাণীর মাঠে হাজার দুয়েক দর্শকের উপস্থিতির অনুমতি মিলেছে । দর্শকদের জয় উপহার দিতে মরিয়া সাদা কালো ফুটবলাররা ।

কল্যাণী, 6 অক্টোবর : ডুরান্ড কাপ ফাইনালে এফসি গোয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে মহমেডান স্পোর্টিংয়ের ৷ সেই ধাক্কা কাটিয়ে ফের মাঠে সাদা-কালো ব্রিগেড । ডুরান্ড কাপ জয়ের ডোবার পর এবার কলকাতা লিগ জয়ের চাঁদমারি করার চেষ্টা মহমেডানের । আজ কলকাতা লিগের নকআউট ম্যাচে সাদা কালো শিবিরের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী । কল্যাণী স্টেডিয়ামের মাঠে পুরো সাদা কালো শিবিরের সামনেই ঘুরে দাঁড়ানোর লড়াই ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অতীতের ব্যর্থতা মনে আনতে চাইছেন না কোচ আন্দ্রেই ৷ বলছেন, "ডুরান্ড ফাইনাল এখন অতীত । পেশাদার দল হিসেবে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে ।" একথা তিনি টিম মিটিংয়ে পইপই করে ফুটবলারদের বুঝিয়েছেন । ডুরান্ড ফাইনালের মতোই কলকাতা লিগের শেষ দুটো ম্যাচে জয় অধরা মহমেডানের । সেকথা স্বীকার করে সাদা কালো কোচ জানিয়েছেন, নক আউট ম্যাচ খেলার চ্যালেঞ্জ নিতে তাঁরা তৈরি ।

টালিগঞ্জ অগ্রগামীর আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী । সেকথা মাথায় রয়েছে কোচ আন্দ্রেইয়ের । তবে নিজের দলের সামগ্রিক পারফরম্যান্সে তিনি খুশি । দলের আক্রমণ এবং রক্ষণের খেলায় ভারসাম্য থাকলেও মাঝেমাঝে ভুল ত্রুটি হচ্ছে । তা নিয়ে কিছুটা চিন্তা রয়েছে কোচের ৷ টিম মিটিংয়ে ফুটবলারদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন । তবে জয় ছাড়া অন্য ভাবনা নেই সাদা কালো সাজঘরে । দলের ম্যানেজার এবং প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের বড় মাঠে খেলার সুবিধা না পাওয়ার খামতি কল্যাণী স্টেডিয়ামে মানিয়ে নিতে হবে । ফুটবলারদের পাসিং ফুটবল ইতিমধ্যে প্রশংসিত । সেই ধারাবাহিকতা বুধবার বজায় রাখার কথা বলেছেন দীপেন্দু ।

আরও পড়ুন : Indian Football: দশজনের বাংলাদেশের বিরুদ্ধে ড্র, নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ স্টিম্যাচ

আজ মহালয়ার শুভদিনে কল্যাণীর মাঠে হাজার দুয়েক দর্শকের উপস্থিতির অনুমতি মিলেছে । দর্শকদের জয় উপহার দিতে মরিয়া সাদা কালো ফুটবলাররা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.