ETV Bharat / sports

লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, নজর কাড়লেন কোলাডো - CFL 2019: Jaime Santos Colado shines as East Bengal beat BSS Sporting club

রবিবারের ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি স্ট্রাইকার মার্কোস । 18 নম্বর জার্সির স্প্যানিশ স্ট্রাইকার 59 মিনিট মাঠে ছিলেন । কাদা মাঠে মানিয়ে নিতে সমস্যায় পড়লেও মার্কোস কয়েকটি টাচে বুঝিয়ে দিয়েছেন ভালো মাঠে তার ওপর ভরসা করলে কোচ ভুল করবেন না ।

ছবি
author img

By

Published : Aug 25, 2019, 7:39 PM IST

Updated : Aug 25, 2019, 11:22 PM IST

কলকাতা, 25 অগাস্ট: কলকাতা লিগে জয় ফিরল ইস্টবেঙ্গল । রবিবার ঘরের মাঠে BSS-কে দুই শূন্য গোলে পরাজিত করল আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেরা । 19 মিনিটে দলের হয়ে প্রথম গোল হাইমে স্যান্টোস কোলাডোর । বৃষ্টিভেজা মাঠে ম্যাচ নির্ধারিত সময়ের চল্লিশ মিনিট পরে শুরু হয় । প্রতিপক্ষ BSS চলতি মরসুমে প্রথমবার প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে । দুটো ম্যাচ হারলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার রাশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল । কিন্তু ধারে-ভারে এগিয়ে থাকা লাল হলুদ ব্রিগেডের সামনে তাদের কোনও চেষ্টাই যথেষ্ট ছিল না ।

রবিবারের ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি স্ট্রাইকার মার্কোস । 18 নম্বর জার্সির স্প্যানিশ স্ট্রাইকার 59 মিনিট মাঠে ছিলেন । কাদা মাঠে মানিয়ে নিতে সমস্যায় পড়লেও মার্কোস কয়েকটি টাচে বুঝিয়ে দিয়েছেন ভালো মাঠে তার ওপর ভরসা করলে কোচ ভুল করবেন না । প্রথম গোলের সময় যেভাবে ব্র্যান্ডনের বাড়ানো বল না ধরে কোলাডোর জন্য ছেড়ে দিলেন তাতে বুদ্ধিমত্তার ছাপ ছিল । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ কোকোর পাশে বসে মার্কোস বলেছেন এই মাঠ ভালো খেলার উপযুক্ত নয় । মাঠ ভালো হলে তিনি পুরো নব্বই মিনিট খেলার জায়গায় রয়েছেন । কাদা মাঠে শুধু তিনি নন দলের বাকিরাও অসুবিধায় পড়েছেন ।

বিরতির পরে দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের । গোলদাতা বিদ্যাসাগর সিং । কাদা মাঠে কোলাডোর বাড়ানো পাস পেছন থেকে গতি বাড়িয়ে উঠে এসে যেভাবে জোরালো শটে গোল করলেন তা কোচ আলেয়ান্দ্রোর প্রশংসা করতে বাধ্য হলেন । চলতি মরসুমে ইস্টবেঙ্গল মাঝমাঠে আলো ছড়ালেন কোলাডো । লাল হলুদ আক্রমণের যাবতীয় নেতৃত্ব সংগঠিত করলেন । তবে লালরিনডিকা রালতে ছন্দহীন । আলেয়ান্দ্রো উইংয়ে খেলানোর বদলে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলাচ্ছেন । নতুন পজিশনে মানিয়ে নেওয়ার অস্বস্তি রয়েছে ডিকার খেলায় । নজর কাড়ছেন এবং ভরসা দিচ্ছেন আসির আখতার । মেহতাব সিং চোট পেয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পর মার্তি ক্রেসপির সঙ্গে জুটি বেধে BSS-এর যাবতীয় আক্রমণ রুখলেন । যা আলেয়ান্দ্রোর চিন্তা কমাবে ।

মাঠের রং তখন লাল-হলুদ
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ এরিয়ানের বিপক্ষে । তারপর পয়লা সেপ্টেম্বর ডার্বি । পুরো দলকে দেখে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজি নন লাল হলুদ কোচ । ইস্টবেঙ্গল বনাম BSS ম্যাচ দেখতে এসেছিলেন মোহনবাগানের ডেপুটি কোচ রঞ্জন চৌধুরি । বুধবার BSS-এর বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ রয়েছে । আগামী দুই ম্যাচের প্রতিপক্ষ সম্বন্ধে যাবতীয় তথ্য নিয়ে কিবু ভিকুনার সহকারী ইস্টবেঙ্গল মাঠ ছাড়লেন ।

কলকাতা, 25 অগাস্ট: কলকাতা লিগে জয় ফিরল ইস্টবেঙ্গল । রবিবার ঘরের মাঠে BSS-কে দুই শূন্য গোলে পরাজিত করল আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেরা । 19 মিনিটে দলের হয়ে প্রথম গোল হাইমে স্যান্টোস কোলাডোর । বৃষ্টিভেজা মাঠে ম্যাচ নির্ধারিত সময়ের চল্লিশ মিনিট পরে শুরু হয় । প্রতিপক্ষ BSS চলতি মরসুমে প্রথমবার প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে । দুটো ম্যাচ হারলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার রাশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল । কিন্তু ধারে-ভারে এগিয়ে থাকা লাল হলুদ ব্রিগেডের সামনে তাদের কোনও চেষ্টাই যথেষ্ট ছিল না ।

রবিবারের ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি স্ট্রাইকার মার্কোস । 18 নম্বর জার্সির স্প্যানিশ স্ট্রাইকার 59 মিনিট মাঠে ছিলেন । কাদা মাঠে মানিয়ে নিতে সমস্যায় পড়লেও মার্কোস কয়েকটি টাচে বুঝিয়ে দিয়েছেন ভালো মাঠে তার ওপর ভরসা করলে কোচ ভুল করবেন না । প্রথম গোলের সময় যেভাবে ব্র্যান্ডনের বাড়ানো বল না ধরে কোলাডোর জন্য ছেড়ে দিলেন তাতে বুদ্ধিমত্তার ছাপ ছিল । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ কোকোর পাশে বসে মার্কোস বলেছেন এই মাঠ ভালো খেলার উপযুক্ত নয় । মাঠ ভালো হলে তিনি পুরো নব্বই মিনিট খেলার জায়গায় রয়েছেন । কাদা মাঠে শুধু তিনি নন দলের বাকিরাও অসুবিধায় পড়েছেন ।

বিরতির পরে দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের । গোলদাতা বিদ্যাসাগর সিং । কাদা মাঠে কোলাডোর বাড়ানো পাস পেছন থেকে গতি বাড়িয়ে উঠে এসে যেভাবে জোরালো শটে গোল করলেন তা কোচ আলেয়ান্দ্রোর প্রশংসা করতে বাধ্য হলেন । চলতি মরসুমে ইস্টবেঙ্গল মাঝমাঠে আলো ছড়ালেন কোলাডো । লাল হলুদ আক্রমণের যাবতীয় নেতৃত্ব সংগঠিত করলেন । তবে লালরিনডিকা রালতে ছন্দহীন । আলেয়ান্দ্রো উইংয়ে খেলানোর বদলে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলাচ্ছেন । নতুন পজিশনে মানিয়ে নেওয়ার অস্বস্তি রয়েছে ডিকার খেলায় । নজর কাড়ছেন এবং ভরসা দিচ্ছেন আসির আখতার । মেহতাব সিং চোট পেয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পর মার্তি ক্রেসপির সঙ্গে জুটি বেধে BSS-এর যাবতীয় আক্রমণ রুখলেন । যা আলেয়ান্দ্রোর চিন্তা কমাবে ।

মাঠের রং তখন লাল-হলুদ
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ এরিয়ানের বিপক্ষে । তারপর পয়লা সেপ্টেম্বর ডার্বি । পুরো দলকে দেখে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজি নন লাল হলুদ কোচ । ইস্টবেঙ্গল বনাম BSS ম্যাচ দেখতে এসেছিলেন মোহনবাগানের ডেপুটি কোচ রঞ্জন চৌধুরি । বুধবার BSS-এর বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ রয়েছে । আগামী দুই ম্যাচের প্রতিপক্ষ সম্বন্ধে যাবতীয় তথ্য নিয়ে কিবু ভিকুনার সহকারী ইস্টবেঙ্গল মাঠ ছাড়লেন ।
Intro:লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, নজর কাড়লেন কোলাডো

কলকাতা,২৫ অগস্টঃ কলকাতা লিগে জয় ফিরল ইস্টবেঙ্গল। রবিবার ঘরের মাঠে বিএসএস কে দুই শূন্য গোলে পরাজিত করল আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেরা। ১৯ মিনিটে দলের হয়ে প্রথম গোল হাইমে স্যান্টোস কোলাডোর। বৃষ্টিভেজা মাঠে ম্যাচ নির্ধারিত সময়ের চল্লিশ মিনিট পরে শুরু হয়। প্রতিপক্ষ বিএসএস চলতি মরসুমে প্রথমবার প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। দুটো ম্যাচ হারলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার রাশ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করেছিল। কিন্তু ধারে ভারে এগিয়ে থাকা লাল হলুদের ব্রিগেডের সামনে তাদের কোনও চেষ্টা যথেষ্ট ছিল না।
রবিবারের ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি স্ট্রাইকার মার্কোস। ১৮ নম্বর জার্সির স্প্যানিশ স্ট্রাইকার ৫৯ মিনিট মাঠে ছিলেন। কাদা মাঠে মানিয়ে নিতে সমস্যায় পড়লেও মার্কোস কয়েকটি টাচে বুঝিয়ে দিয়েছেন ভালো মাঠে তার ওপর ভরসা করলে কোচ ভুল করবেন না। প্রথম গোলের সময় যেভাবে ব্র্যান্ডনের বাড়ানো বল না ধরে কোলাডোর জন্য ছেড়ে দিলেন তাতে বুদ্ধিমত্তার ছাপ ছিল। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ কোকোর পাশে বসে মার্কোস বলেছেন এই মাঠ ভালো খেলার উপযুক্ত নয়। মাঠ ভালো হলে তিনি পুরো নব্বই মিনিট খেলার জায়গায় রয়েছেন। কাদা মাঠে শুধু তিনি নন দলের বাকিরাও অসুবিায় পড়েছেন।
বিরতির পরে দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের। গোলদাতা বিদ্যাসাগর সিং। কাদা মাঠে কোলাডোর বাড়ানো পাস পেছন থেকে গতি বাড়িয়ে উঠে এসে যেভাবে জোরালো শটে গোল করলেন তা কোচ আলেয়ান্দ্রোর প্রশংসা করতে বাধ্য হলেন। চলতি মরসুমে ইস্টবেঙ্গল মাঝমাঠে আলো ছড়াচ্ছেন শনিবারের ম্যাচের সেরা কোলাডো। লাল হলুদ আক্রমণের যাবতীয় নেতৃত্ব সংগঠিত করলেন। তবে লালরিনডিকা রালতে ছন্দহীন। আলেয়ান্দ্রো উইংয়ে খেলানোর বদলে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলাচ্ছেন। নতুন পজিশনে মানিয়ে নেওয়ার অস্বস্তি রয়েছে ডিকার খেলায়। নজর কাড়ছেন এবং ভরসা দিচ্ছেন আসির আখতার। মেহতাব সিং চোট পেয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পর মার্তি ক্রেসপির সঙ্গে জুটি বেধে বিএসএস এর যাবতীয় আক্রমন রুখলেন। যা আলেয়ান্দ্রোর চিন্তা কমাবে।
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ এরিয়ানের বিপক্ষে। তারপর পয়লা সেপ্টেম্বর ডার্বি। পুরো দলকে দেখে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজি নন লাল হলুদ কোচ।
ইস্টবেঙ্গল বনাম বিএসএস ম্যাচ দেখতে এসেছিলেন মোহনবাগানের ডেপুটি কোচ রঞ্জন চৌধুরী। বুধবার বিএসএস এর বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ রয়েছে। আগামী দুই ম্যাচের প্রতিপক্ষ সম্বন্ধে যাবতীয় তথ্য নিয়ে কিবু ভিকুনার সহকারী ইস্টবেঙ্গল মাঠ ছাড়লেন।Body:EbConclusion:
Last Updated : Aug 25, 2019, 11:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.