ETV Bharat / sports

কোয়েস ছেড়ে ইস্টবেঙ্গলের ভাবনায় সেলটিক FC - লাল-হলুদ

ক্লাবের পরিকাঠামো, ফ্লাড লাইট, মাঠ ও গ্যালারি, জিমনেসিয়াম দেখে প্রাথমিকভাবে খুশি আন্দ্রে ফেলেব । তবে বিনিয়োগ কিংবা গাঁটছড়ার আগে আরও খতিয়ে বুঝে নিতে চান সেলটিক FC ৷

image
ইস্টবেঙ্গল
author img

By

Published : Dec 21, 2019, 10:00 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : কোয়েসের সঙ্গে বিচ্ছেদ এখন কেবলই সময়ের অপেক্ষা ৷ তাই পরবর্তের খোঁজ ইস্টবেঙ্গলে । এমনই সময় শনিবার ইস্টবেঙ্গল তাঁবুতে আসেন স্কটল্যান্ডের শতাব্দী প্রাচীন ক্লাব সেলটিক FC -র প্রতিনিধিরা ৷

সেলটিক FC -র কমার্সিয়াল ডাইরেক্টর আন্দ্রে ফেলেব এর সঙ্গে বৈঠকে বসেছিলেন লাল হলুদ শীর্ষ কর্তারা । ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ফুটবল সচিব রজত গুহ, অন্যতম কর্তা সৈকত গঙ্গোপাধ্যায় ৷ সেলটিক FC ক্লাবের কর্তাদের সামনে লাল-হলুদের ইতিহাস ও বর্তমান পারফরম্যান্স তুলে ধরা হয় । সেলটিক প্রতিনিধিদের একটি ভিডিয়ো প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাবের ঐতিহ্য বোঝানো হয় ৷ এমনকি লাল হলুদ উত্তরীয় পড়িয়ে ও জার্সি উপহার দিয়ে স্বাগত জানানো হয় তাঁদের ।

ক্লাবের পরিকাঠামো, ফ্লাড লাইট, মাঠ ও গ্যালারি, জিমনেসিয়াম দেখে প্রাথমিকভাবে খুশি আন্দ্রে ফেলেব । তবে বিনিয়োগ কিংবা গাঁটছড়ার আগে আরও খতিয়ে বুঝে নিতে চান তাঁরা । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘অনেক বিখ্যাত ক্লাবের প্রস্তাব তাদের কাছে রয়েছে । আগামী দিনে তারাও আসবে । যারা আসবেন তারা যেমন তাদের বাণিজ্যিক দিকটা দেখবেন, ইস্টবেঙ্গলও তাদের স্বার্থ সুরক্ষিত রেখে পা বাড়াবে । যদি তা মিলে যায় তাহলেই একসঙ্গে পথচলা ।’’ তাঁর কথায় পরিষ্কার কোয়েসের সঙ্গে গাঁটছড়া বাধার সময় যে ভুল করেছিল ক্লাব তা পুনরাবৃত্তি করতে নারাজ ইস্টবেঙ্গল ৷

কলকাতা, 21 ডিসেম্বর : কোয়েসের সঙ্গে বিচ্ছেদ এখন কেবলই সময়ের অপেক্ষা ৷ তাই পরবর্তের খোঁজ ইস্টবেঙ্গলে । এমনই সময় শনিবার ইস্টবেঙ্গল তাঁবুতে আসেন স্কটল্যান্ডের শতাব্দী প্রাচীন ক্লাব সেলটিক FC -র প্রতিনিধিরা ৷

সেলটিক FC -র কমার্সিয়াল ডাইরেক্টর আন্দ্রে ফেলেব এর সঙ্গে বৈঠকে বসেছিলেন লাল হলুদ শীর্ষ কর্তারা । ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ফুটবল সচিব রজত গুহ, অন্যতম কর্তা সৈকত গঙ্গোপাধ্যায় ৷ সেলটিক FC ক্লাবের কর্তাদের সামনে লাল-হলুদের ইতিহাস ও বর্তমান পারফরম্যান্স তুলে ধরা হয় । সেলটিক প্রতিনিধিদের একটি ভিডিয়ো প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাবের ঐতিহ্য বোঝানো হয় ৷ এমনকি লাল হলুদ উত্তরীয় পড়িয়ে ও জার্সি উপহার দিয়ে স্বাগত জানানো হয় তাঁদের ।

ক্লাবের পরিকাঠামো, ফ্লাড লাইট, মাঠ ও গ্যালারি, জিমনেসিয়াম দেখে প্রাথমিকভাবে খুশি আন্দ্রে ফেলেব । তবে বিনিয়োগ কিংবা গাঁটছড়ার আগে আরও খতিয়ে বুঝে নিতে চান তাঁরা । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘অনেক বিখ্যাত ক্লাবের প্রস্তাব তাদের কাছে রয়েছে । আগামী দিনে তারাও আসবে । যারা আসবেন তারা যেমন তাদের বাণিজ্যিক দিকটা দেখবেন, ইস্টবেঙ্গলও তাদের স্বার্থ সুরক্ষিত রেখে পা বাড়াবে । যদি তা মিলে যায় তাহলেই একসঙ্গে পথচলা ।’’ তাঁর কথায় পরিষ্কার কোয়েসের সঙ্গে গাঁটছড়া বাধার সময় যে ভুল করেছিল ক্লাব তা পুনরাবৃত্তি করতে নারাজ ইস্টবেঙ্গল ৷

Intro:কোয়েসের সঙ্গে বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা।তাই পরবর্তী পদক্ষেপের খোঁজে ইস্টবেঙ্গল।শনিবার ক্লাব তাবুতে স্কটল্যান্ডের শতাব্দী প্রাচীন ক্লাব সেলটিক এফসির কমার্সিয়াল ডাইরেক্টর আন্দ্রে ফেলেব এর সঙ্গে বৈঠকে বসেছিলেন লাল হলুদ শীর্ষ কর্তারা।ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার প্রনব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার ছাড়াও ফুটবল সচিব রজত গুহ,অন্যতম কর্তা সৈকত গাঙ্গুলি উপস্থিত ছিলেন। সেলটিক ক্লাবের কর্তাদের সামনে ক্লাবের ইতিহাস, বর্তমান পারফরম্যান্স তুলে ধরা হয়।একটি ভিডিও প্রেজেন্টেশন করা হয়।লাল হলুদ উত্তরীয় পড়িয়ে ও জার্সি উপহার দিয়ে স্বাগত জানানো হয়।ক্লাবের পরিকাঠামো,নৈশালোক,গ্যালারি, জিমনেসিয়াম দেখে প্রাথমিকভাবে খুশি আন্দ্রে ফেলেব।তবে বিনিয়োগ কিংবা গাটছড়ার আগে আরও খতিয়ে বুঝে নিতে চাধ তারা।ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেছেন পৃথিবীর অনেক বিখ্যাত ক্লাবের প্রস্তাব তাদের কাছে রয়েছে।আগামী দিনে তারাও আসবে।যারা আসবেন তারা যেমন তাদের বানিজ্যিক দিকটা দেখবেন, ইস্টবেঙ্গল ক্লাবও তাদের স্বার্থ সুরক্ষিত রেখে পা বাড়াবে।যদি তা মিলে যায় তাহলেই একসঙ্গে পথচলা।তার কথায় পরিস্কার কোয়েসের সঙ্গে গাটছড়া বাধার সময় যেসব ভুল করেছিল ক্লাব তা আর করতে নারাজ।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.