ETV Bharat / sports

EURO 2020 : 1996-র ইতিহাস ফিরিয়ে ইউক্রেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছাতে পারবে থ্রি লায়নসরা ? - ইউরোর কোয়ার্টার ফাইনাল

ইউক্রেন ও ইংল্যান্ডের ম্যাচের জয়ীরা চেক প্রজাতন্ত্র বা ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ৷ ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালের খেলা হবে ৷ অর্থাৎ রোমে যদি কোয়ার্টার ফাইনালের খেলা জিততে পারে ইংল্যান্ড, তাহলে ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে পারবেন হ্যারি কেন ও রহিম স্টারলিংরা ৷

ইউক্রেন বনাম ইংল্যান্ড
ইউক্রেন বনাম ইংল্যান্ড
author img

By

Published : Jul 3, 2021, 4:20 PM IST

রোম, 3 জুলাই : নকআউটে শক্ত গাঁট জার্মানির বাধা টপকে কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের সামনে থ্রি লায়নসরা ৷ নক আউটে জার্মানির তুলনায় কোয়ার্টার ফাইনালে খাতায় কলমে কম শক্তিশালী ইউক্রেনের মুখোমুখি ইংল্যান্ড ৷ অন্তত বিশেষজ্ঞদের এমনই মতামত ৷

তবে অন্য একটি বিষয়ে ম্যাচটি হ্যারি কেনের দলের কাছে বেশ কঠিন হয়ে পড়েছে ৷ টুর্নামেন্টে এই প্রথম দেশের বাইরে খেলবে থ্রি লায়নসরা ৷ কাজেই ওয়েম্বলি স্টেডিয়ামের সেই পরিবেশ আর পাবে না গ্যারেথ সাউদগেটের দল ৷

ব্রিটিশদের জন্য বিষয়টি আরও কঠিন করেছে ইতালি সরকার ৷ ইতিমধ্যে ইতালি সরকারের তরফে জানানো হয়েছে ব্রিটেন থেকে যাঁরা খেলা দেখতে আসবেন তাঁদের প্রমাণ করতে হবে, তাঁরা পাঁচদিন কোয়ারান্টিনে কাটিয়েছেন ৷ অর্থাৎ কোয়ারান্টিনে না থাকলে স্টেডিয়ামে যেতে পারবেন না তাঁরা ৷

টুর্নামেন্টে একটিও গোল না খাওয়া ইংলিশ গোলরক্ষক জর্ডন পিকফোর্ড বলছেন, ‘‘ রোমে আমাদের নিজেদের মতো পরিবেশ তৈরি করতে হবে ৷ যেটা আমরা করতে পারি ৷ গ্রুপ স্টেজের ম্যাচ থেকেই সমর্থকরা আমাদের দারুন সমর্থন করেছেন ৷ আমি মনে করি তাঁরা আমাদের আলাদা করে উজ্জীবিত করেছেন ৷ নকআউটে 60 হাজার দর্শক আমাদের জার্মানির বিরুদ্ধে জিততে সাহায্য করেছে ৷’’

ইউক্রেন ও ইংল্যান্ডের ম্যাচের জয়ীরা চেক প্রজাতন্ত্র বা ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ৷ ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালের খেলা হবে৷ অর্থাৎ রোমে যদি কোয়ার্টার ফাইনালে জিততে পারে ইংল্যান্ড, তাহলে ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে পারবেন হ্যারি কেন ও রহিম স্টারলিংরা ৷

অন্যদিকে, রোমের খেলা ইউক্রেনের কোচিং স্টাফদের ঘরে ফেরার মতো ৷ দলের হেড কোচ আন্দ্রি শেভচেঙ্কো সিরিএ-র অন্যতম খেলোয়াড় ছিলেন ৷ এসি মিলানে খেলতেন তিনি ৷ তাই ইতালির আবহওয়ার সম্পর্কে ওয়াকিবহাল ৷ তাঁর কোচিং স্টাইলও অনেকটাই ওল্ড ফ্যাসান ইতালির মতোই ৷ আগে নিজের ঘর গোছাও তারপর প্রতি আক্রমণে গোল করার চেষ্টা কর ৷ এছাড়া ইংল্যান্ডকে আটকাতে মাঝ মাঠ থেকে হ্যারি কেন, রহিম স্টারলিংয়ের দৌড় থামাতে চান ইউক্রেন কোচ ৷ অন্যদিকে ইংল্যান্ড ডিফেন্সকে বিব্রত করে গোল করতে ইউক্রেনের কালো ঘোড়া অবশ্যই আন্দ্রি এয়ারমোলেঙ্কো ৷

আরও পড়ুন : Harbhajan Singh : হ্যাটট্রিক থেকে মাঙ্কিগেট, 41 বসন্ত পার খ্যাতি ও বিতর্কে মোড়া হরভজনের

2018 বিশ্বকাপের মতো নিজেদের ফর্ম ফের একবার দেখাতে চাইবেন গ্যারেথ সাউদগেটের দল ৷ যেখানে সেমিফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড ৷ শেষবার 1996 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছিল থ্রি লয়ানসরা ৷ তাই এবার তাঁদের কাছে নতুন ইতিহাস তৈরি করার হাতছানি ৷

রোম, 3 জুলাই : নকআউটে শক্ত গাঁট জার্মানির বাধা টপকে কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের সামনে থ্রি লায়নসরা ৷ নক আউটে জার্মানির তুলনায় কোয়ার্টার ফাইনালে খাতায় কলমে কম শক্তিশালী ইউক্রেনের মুখোমুখি ইংল্যান্ড ৷ অন্তত বিশেষজ্ঞদের এমনই মতামত ৷

তবে অন্য একটি বিষয়ে ম্যাচটি হ্যারি কেনের দলের কাছে বেশ কঠিন হয়ে পড়েছে ৷ টুর্নামেন্টে এই প্রথম দেশের বাইরে খেলবে থ্রি লায়নসরা ৷ কাজেই ওয়েম্বলি স্টেডিয়ামের সেই পরিবেশ আর পাবে না গ্যারেথ সাউদগেটের দল ৷

ব্রিটিশদের জন্য বিষয়টি আরও কঠিন করেছে ইতালি সরকার ৷ ইতিমধ্যে ইতালি সরকারের তরফে জানানো হয়েছে ব্রিটেন থেকে যাঁরা খেলা দেখতে আসবেন তাঁদের প্রমাণ করতে হবে, তাঁরা পাঁচদিন কোয়ারান্টিনে কাটিয়েছেন ৷ অর্থাৎ কোয়ারান্টিনে না থাকলে স্টেডিয়ামে যেতে পারবেন না তাঁরা ৷

টুর্নামেন্টে একটিও গোল না খাওয়া ইংলিশ গোলরক্ষক জর্ডন পিকফোর্ড বলছেন, ‘‘ রোমে আমাদের নিজেদের মতো পরিবেশ তৈরি করতে হবে ৷ যেটা আমরা করতে পারি ৷ গ্রুপ স্টেজের ম্যাচ থেকেই সমর্থকরা আমাদের দারুন সমর্থন করেছেন ৷ আমি মনে করি তাঁরা আমাদের আলাদা করে উজ্জীবিত করেছেন ৷ নকআউটে 60 হাজার দর্শক আমাদের জার্মানির বিরুদ্ধে জিততে সাহায্য করেছে ৷’’

ইউক্রেন ও ইংল্যান্ডের ম্যাচের জয়ীরা চেক প্রজাতন্ত্র বা ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ৷ ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালের খেলা হবে৷ অর্থাৎ রোমে যদি কোয়ার্টার ফাইনালে জিততে পারে ইংল্যান্ড, তাহলে ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে পারবেন হ্যারি কেন ও রহিম স্টারলিংরা ৷

অন্যদিকে, রোমের খেলা ইউক্রেনের কোচিং স্টাফদের ঘরে ফেরার মতো ৷ দলের হেড কোচ আন্দ্রি শেভচেঙ্কো সিরিএ-র অন্যতম খেলোয়াড় ছিলেন ৷ এসি মিলানে খেলতেন তিনি ৷ তাই ইতালির আবহওয়ার সম্পর্কে ওয়াকিবহাল ৷ তাঁর কোচিং স্টাইলও অনেকটাই ওল্ড ফ্যাসান ইতালির মতোই ৷ আগে নিজের ঘর গোছাও তারপর প্রতি আক্রমণে গোল করার চেষ্টা কর ৷ এছাড়া ইংল্যান্ডকে আটকাতে মাঝ মাঠ থেকে হ্যারি কেন, রহিম স্টারলিংয়ের দৌড় থামাতে চান ইউক্রেন কোচ ৷ অন্যদিকে ইংল্যান্ড ডিফেন্সকে বিব্রত করে গোল করতে ইউক্রেনের কালো ঘোড়া অবশ্যই আন্দ্রি এয়ারমোলেঙ্কো ৷

আরও পড়ুন : Harbhajan Singh : হ্যাটট্রিক থেকে মাঙ্কিগেট, 41 বসন্ত পার খ্যাতি ও বিতর্কে মোড়া হরভজনের

2018 বিশ্বকাপের মতো নিজেদের ফর্ম ফের একবার দেখাতে চাইবেন গ্যারেথ সাউদগেটের দল ৷ যেখানে সেমিফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড ৷ শেষবার 1996 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছিল থ্রি লয়ানসরা ৷ তাই এবার তাঁদের কাছে নতুন ইতিহাস তৈরি করার হাতছানি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.