ETV Bharat / sports

উদ্দাম নাচ, কোলাকুলি; সামাজিক দূরত্ব শিকেয় তুলে জমিয়ে জয় উদযাপন - Budapest

সামাজিক দূরত্ব না মেনেই হাঙ্গেরি কাপ ফাইনাল জিতে জয় উদযাপন ফুটবলারদের ৷

উদ্দাম নাচ, কোলাকুলি; সোশাল ডিসট্যান্সিং শিকেয় তুলে জমিয়ে জয় উদযাপন
উদ্দাম নাচ, কোলাকুলি; সোশাল ডিসট্যান্সিং শিকেয় তুলে জমিয়ে জয় উদযাপন
author img

By

Published : Jun 6, 2020, 2:26 PM IST

বুদাপেস্ট, 6 জুন: কোরোনা আতঙ্ককে ছাপিয়ে গেল ট্রফি জয়ের আনন্দ ৷ সংক্রমণ ঠেকাতে কোনও নির্দেশিকাই মানা হল না ৷ ঠিক আগের মতোই একে অপরকে জড়িয়ে ট্রফি জয়ের আনন্দে মেতে উঠলেন ফুটবলাররা ৷ সঙ্গে চলল উদ্দাম নাচ ৷ খেলোয়াড়দের দেখাদেখি দর্শকরাও মাতলেন সেলিব্রেশনে ৷ বুদাপেস্টের এই ঘটনায় চোখ কপালে উঠেছে ক্রীড়াজগতের ৷

ঘটনাটি ঘটেছে হাঙ্গেরিয়ান কাপ ফুটবল ফাইনাল ম্যাচ ৷ দুই প্রতিপক্ষ বুদাপেস্ট হোনভেড ও মেজোকোভেড- সোরি ৷ 2-1 গোলে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল জিতে নেয় বুদাপেস্ট ৷ এরপরই চিরাচরিত সেলিব্রেশনে সামিল হয় ফুটবলাররা ৷ একে অপরের সঙ্গে কোলাকুলি, নাচ কিছুই বাদ যায়নি ৷ খেলোয়াড়দের দেখাদেখি সমর্থকরাও ম্যাচ জয়ের আনন্দে সামিল হন ৷ প্রসঙ্গত, কোরোনা আতঙ্কে একমাস বন্ধ থাকার পর গতমাসেই হাঙ্গেরিতে ফুটবল শুরু হয়েছে ৷ সামাজিক দূরত্ব ও সুরক্ষা সংক্রান্ত বিধি মানার নির্দেশ থাকলেও ম্যাচ জয়ের পর সেসব শিকেয় ওঠে ৷ দর্শকদেরও গ্যালারিতে একে অপরের কাছাকাছি বসতে দেখা গেছে ৷

সোশাল ডিসট্যান্সিং শিকেয় তুলে জমিয়ে জয় উদযাপন
সোশাল ডিসট্যান্সিং শিকেয় তুলে জমিয়ে জয় উদযাপন

কোরোনা আতঙ্কে দু'মাস স্তব্ধ ছিল বিশ্ব ফুটবল ৷ বুন্দেশলিগা শুরু হলেও লা লিগা, সিরি এ, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় ফুটবল লিগগুলির বল এখনও গড়ায়নি ৷ তারই মাঝে এমন ঘটনা আয়োজকদের চিন্তা বাড়াবে বই কমাবে না ৷

বুদাপেস্ট, 6 জুন: কোরোনা আতঙ্ককে ছাপিয়ে গেল ট্রফি জয়ের আনন্দ ৷ সংক্রমণ ঠেকাতে কোনও নির্দেশিকাই মানা হল না ৷ ঠিক আগের মতোই একে অপরকে জড়িয়ে ট্রফি জয়ের আনন্দে মেতে উঠলেন ফুটবলাররা ৷ সঙ্গে চলল উদ্দাম নাচ ৷ খেলোয়াড়দের দেখাদেখি দর্শকরাও মাতলেন সেলিব্রেশনে ৷ বুদাপেস্টের এই ঘটনায় চোখ কপালে উঠেছে ক্রীড়াজগতের ৷

ঘটনাটি ঘটেছে হাঙ্গেরিয়ান কাপ ফুটবল ফাইনাল ম্যাচ ৷ দুই প্রতিপক্ষ বুদাপেস্ট হোনভেড ও মেজোকোভেড- সোরি ৷ 2-1 গোলে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল জিতে নেয় বুদাপেস্ট ৷ এরপরই চিরাচরিত সেলিব্রেশনে সামিল হয় ফুটবলাররা ৷ একে অপরের সঙ্গে কোলাকুলি, নাচ কিছুই বাদ যায়নি ৷ খেলোয়াড়দের দেখাদেখি সমর্থকরাও ম্যাচ জয়ের আনন্দে সামিল হন ৷ প্রসঙ্গত, কোরোনা আতঙ্কে একমাস বন্ধ থাকার পর গতমাসেই হাঙ্গেরিতে ফুটবল শুরু হয়েছে ৷ সামাজিক দূরত্ব ও সুরক্ষা সংক্রান্ত বিধি মানার নির্দেশ থাকলেও ম্যাচ জয়ের পর সেসব শিকেয় ওঠে ৷ দর্শকদেরও গ্যালারিতে একে অপরের কাছাকাছি বসতে দেখা গেছে ৷

সোশাল ডিসট্যান্সিং শিকেয় তুলে জমিয়ে জয় উদযাপন
সোশাল ডিসট্যান্সিং শিকেয় তুলে জমিয়ে জয় উদযাপন

কোরোনা আতঙ্কে দু'মাস স্তব্ধ ছিল বিশ্ব ফুটবল ৷ বুন্দেশলিগা শুরু হলেও লা লিগা, সিরি এ, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় ফুটবল লিগগুলির বল এখনও গড়ায়নি ৷ তারই মাঝে এমন ঘটনা আয়োজকদের চিন্তা বাড়াবে বই কমাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.