ETV Bharat / sports

দল ছাড়লেন ব্রাইট , এবার কি তবে মাঠে নামবে না ইস্টবেঙ্গল ? - ইস্টবেঙ্গল

মাঝারি মানেরও দল তৈরির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখেই ইস্টবেঙ্গলের লগ্নিকারীরা বিচ্ছেদের পথে না হেটে দল না গড়ার সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেছেন । যদি ক্লাব কর্তারা শেষ পর্যন্ত 20 জুলাইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর করেন তাহলে দল গঠনে তাঁরা যুদ্ধ কালীন তৎপরতায় নামবেন বলে আশা করা হয়েছিল । কিন্তু ব্রাইট এনোবাখারের দল বদলে অশনি সংকেত আরও জোরালো হল । তাই জট কাটার সম্ভাবনা দূর বরং নতুন মরসুমে ইস্টবেঙ্গল কে মাঠে না দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে ।

EAST BENGAL
EAST BENGAL
author img

By

Published : Jul 14, 2021, 8:16 AM IST

কলকাতা, 14 জুলাই : নতুন ফুটবলার নেওয়ার খবর নেই লাল-হলুদ শিবিরে । একে একে গত মরসুমের ফুটবলাররা দল ছাড়তে শুরু করেছেন । এবার সেই তালিকায় যুক্ত হল ব্রাইট এনোবাখারের নাম । গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে সবচেয়ে নজর কাড়া পারফরম্যান্সকারী এবার দুই বছরের চুক্তিতে ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কোভেন্ট্রি সিটিতে যোগ দিলেন । যা নিসন্দেহে বড় ধাক্কা । যদিও তাঁকে নিতে আইএসএলের বেশ কয়েকটি দল অপেক্ষায় ছিল । কিন্তু তিনি লাল-হলুদের জন্য অপেক্ষায় ছিলেন ।

এর আগে স্টেইনম্যান চুক্তি থাকা সত্ত্বেও লাল-হলুদ ছেড়েছিলেন । বাকিরা নতুন ক্লাব খুঁজে নিচ্ছেন । সার্থক গোলুইয়ের মত তরুণ প্রতিভাবান ফুটবলারও দুই বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন । নিয়মিত ব্যবধানে ফুটবলার দল ছাড়ছেন দেখেও ক্লাব বনাম লগ্নিকারীর চুক্তি সংক্রান্ত টানা পোড়েন অব্যাহত । যদিও লগ্নিকারীর তরফে এই অচলাবস্থার জন্য ক্লাব কর্তাদের কোর্টে বল ঠেলা হয়েছে। এই অবস্থায় বিচ্ছেদ নয়, বরং পর্যাপ্ত সময় হাতে নেই বলে দল না গড়ার সিদ্ধান্ত নিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল । কেন এই সিদ্ধান্ত?

লাল-হলুদের লগ্নিকারী সংস্থার তরফে বলা হচ্ছে চুড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে ক্লাব কর্তাদের গড়িমসি এই সিদ্ধান্তের কারণ । আপাতত 20 জুলাই পর্যন্ত অপেক্ষা করার কথা ঠিক হয়েছিল, বিষয়টি ক্লাবকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে লগ্নিকারীর তরফে ইঙ্গিত দেওয়াও হয়েছিল । তা যে মিথ্যা নয়, সেটা আইএফএর কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ বিন্যাস প্রকাশের বৈঠকে অনুপস্থিতিতে প্রমাণিত । যদিও আইএফএ ইস্টবেঙ্গল ফাউন্ডেশনকে রেখে গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এবং সাতদিন অপেক্ষা করবে বলে জানিয়েছে ।

এই বিষয়ে ইস্টবেঙ্গলের শীর্ষস্থানীয় কর্তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি । তাঁদের আশা শেষ পর্যন্ত দল গঠন করে লাল-হলুদ শিবির মাঠে নামবে । প্রসঙ্গত সপ্তাহ তিনেক আগে এফএসডিএল এর উদ্যোগে আলোচনা টেবিলে দুই পক্ষ বসেছিল বলে খবর । কিন্তু সেখানেও জট খোলার কোনও আভাস মেলেনি । তারপর দুপক্ষই দড়ি টানাটানির খেলায় মেতে রয়েছেন । লগ্নিকারীর তরফে যেমন চুড়ান্ত স্বাক্ষর না হলে অর্থলগ্নি না করার কথা বলা হয়ে আসছে , তেমনি ক্লাব কর্তারাও নানান ছুতোয় স্বাক্ষরের বিষয়টি দীর্ঘায়িত করে চলেছেন । তাই আইএফএর সঙ্গে বৈঠকে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার যোগ দিয়ে ইতিবাচক আলোচনার কথা বললও খেলার নিশ্চয়তা দিতে পারেননি ।

চুক্তি স্বাক্ষর না হলে দল গড়া হবে না । দল না গড়লে ইস্টবেঙ্গল যেমন আইএসএলে খেলবে না তেমনই কলকাতা লিগেও দল নামাবে না । কোনও সন্দেহ নেই আইএসএলের অন্য দলগুলোর দলগঠন নিয়ে খবর প্রায় প্রতিদিন হচ্ছে । অথচ ইস্টবেঙ্গলের তরফে কোনও খবর নেই, দলের ফুটবলাররা অন্য ক্লাবে যোগ দিচ্ছেন কিছুটা বাধ্য হয়েই ।

আরও পড়ুন : Tokyo Olympics : নৈহাটি থেকে টোকিয়ো, ছোটবেলার স্বপ্ন অলিম্পিকসে মজে সুতীর্থা

মাঝারি মানেরও দল তৈরির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখেই ইস্টবেঙ্গলের লগ্নিকারীরা বিচ্ছেদের পথে না হেটে দল না গড়ার সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেছেন । যদি ক্লাব কর্তারা শেষ পর্যন্ত 20 জুলাইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর করেন তাহলে দল গঠনে তাঁরা যুদ্ধ কালীন তৎপরতায় নামবেন বলে আশা করা হয়েছিল । কিন্তু ব্রাইট এনোবাখারের দল বদলে অশনি সংকেত আরও জোরালো হল । তাই জট কাটার সম্ভাবনা দূর বরং নতুন মরসুমে ইস্টবেঙ্গল কে মাঠে না দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে ।

কলকাতা, 14 জুলাই : নতুন ফুটবলার নেওয়ার খবর নেই লাল-হলুদ শিবিরে । একে একে গত মরসুমের ফুটবলাররা দল ছাড়তে শুরু করেছেন । এবার সেই তালিকায় যুক্ত হল ব্রাইট এনোবাখারের নাম । গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে সবচেয়ে নজর কাড়া পারফরম্যান্সকারী এবার দুই বছরের চুক্তিতে ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কোভেন্ট্রি সিটিতে যোগ দিলেন । যা নিসন্দেহে বড় ধাক্কা । যদিও তাঁকে নিতে আইএসএলের বেশ কয়েকটি দল অপেক্ষায় ছিল । কিন্তু তিনি লাল-হলুদের জন্য অপেক্ষায় ছিলেন ।

এর আগে স্টেইনম্যান চুক্তি থাকা সত্ত্বেও লাল-হলুদ ছেড়েছিলেন । বাকিরা নতুন ক্লাব খুঁজে নিচ্ছেন । সার্থক গোলুইয়ের মত তরুণ প্রতিভাবান ফুটবলারও দুই বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন । নিয়মিত ব্যবধানে ফুটবলার দল ছাড়ছেন দেখেও ক্লাব বনাম লগ্নিকারীর চুক্তি সংক্রান্ত টানা পোড়েন অব্যাহত । যদিও লগ্নিকারীর তরফে এই অচলাবস্থার জন্য ক্লাব কর্তাদের কোর্টে বল ঠেলা হয়েছে। এই অবস্থায় বিচ্ছেদ নয়, বরং পর্যাপ্ত সময় হাতে নেই বলে দল না গড়ার সিদ্ধান্ত নিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল । কেন এই সিদ্ধান্ত?

লাল-হলুদের লগ্নিকারী সংস্থার তরফে বলা হচ্ছে চুড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে ক্লাব কর্তাদের গড়িমসি এই সিদ্ধান্তের কারণ । আপাতত 20 জুলাই পর্যন্ত অপেক্ষা করার কথা ঠিক হয়েছিল, বিষয়টি ক্লাবকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে লগ্নিকারীর তরফে ইঙ্গিত দেওয়াও হয়েছিল । তা যে মিথ্যা নয়, সেটা আইএফএর কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ বিন্যাস প্রকাশের বৈঠকে অনুপস্থিতিতে প্রমাণিত । যদিও আইএফএ ইস্টবেঙ্গল ফাউন্ডেশনকে রেখে গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এবং সাতদিন অপেক্ষা করবে বলে জানিয়েছে ।

এই বিষয়ে ইস্টবেঙ্গলের শীর্ষস্থানীয় কর্তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি । তাঁদের আশা শেষ পর্যন্ত দল গঠন করে লাল-হলুদ শিবির মাঠে নামবে । প্রসঙ্গত সপ্তাহ তিনেক আগে এফএসডিএল এর উদ্যোগে আলোচনা টেবিলে দুই পক্ষ বসেছিল বলে খবর । কিন্তু সেখানেও জট খোলার কোনও আভাস মেলেনি । তারপর দুপক্ষই দড়ি টানাটানির খেলায় মেতে রয়েছেন । লগ্নিকারীর তরফে যেমন চুড়ান্ত স্বাক্ষর না হলে অর্থলগ্নি না করার কথা বলা হয়ে আসছে , তেমনি ক্লাব কর্তারাও নানান ছুতোয় স্বাক্ষরের বিষয়টি দীর্ঘায়িত করে চলেছেন । তাই আইএফএর সঙ্গে বৈঠকে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার যোগ দিয়ে ইতিবাচক আলোচনার কথা বললও খেলার নিশ্চয়তা দিতে পারেননি ।

চুক্তি স্বাক্ষর না হলে দল গড়া হবে না । দল না গড়লে ইস্টবেঙ্গল যেমন আইএসএলে খেলবে না তেমনই কলকাতা লিগেও দল নামাবে না । কোনও সন্দেহ নেই আইএসএলের অন্য দলগুলোর দলগঠন নিয়ে খবর প্রায় প্রতিদিন হচ্ছে । অথচ ইস্টবেঙ্গলের তরফে কোনও খবর নেই, দলের ফুটবলাররা অন্য ক্লাবে যোগ দিচ্ছেন কিছুটা বাধ্য হয়েই ।

আরও পড়ুন : Tokyo Olympics : নৈহাটি থেকে টোকিয়ো, ছোটবেলার স্বপ্ন অলিম্পিকসে মজে সুতীর্থা

মাঝারি মানেরও দল তৈরির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখেই ইস্টবেঙ্গলের লগ্নিকারীরা বিচ্ছেদের পথে না হেটে দল না গড়ার সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেছেন । যদি ক্লাব কর্তারা শেষ পর্যন্ত 20 জুলাইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর করেন তাহলে দল গঠনে তাঁরা যুদ্ধ কালীন তৎপরতায় নামবেন বলে আশা করা হয়েছিল । কিন্তু ব্রাইট এনোবাখারের দল বদলে অশনি সংকেত আরও জোরালো হল । তাই জট কাটার সম্ভাবনা দূর বরং নতুন মরসুমে ইস্টবেঙ্গল কে মাঠে না দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.