ETV Bharat / sports

সুনীল ছেত্রীর রেকর্ড ভাঙার স্বপ্নই অনুপ্রেরণা, বললেন রাহুল কেপি - আইএসএল

আইএসএলে এবার তরুণ ফরওয়ার্ড হিসেবে নজর কেড়েছেন কেরালা ব্লাস্টার্সের তরুণ খেলোয়াড় রাহুল কেপি ৷ যার স্বপ্ন সুনীল ছেত্রীর রেকর্ড ভাঙা ৷ আর সেই লক্ষ্য পূরণে কঠিন পরিশ্রমকেই মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছেন 20 বছরের এই তরুণ ৷

breaking-chhetris-records-is-my-motivation-says-rahul-kp
সুনীল ছেত্রীর রেকর্ড স্পর্শ করাই তাঁর লক্ষ্য : রাহুল কেপি
author img

By

Published : Feb 6, 2021, 7:52 PM IST

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি : সুনীল ছেত্রীর গোলের রেকর্ড ভাঙাই তাঁর লক্ষ্য ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন, কেরালা ব্লাস্টার্সের তরুণ স্ট্রাইকার রাহুল কেপি ৷ অনূর্ধ্ব 17 বিশ্বকাপ দলে খেলা এই ভারতীয় স্ট্রাইকার এবারের আইএসএলে নজরকাড়া পারফরম্যান্স করেছেন ৷

‘‘আমি দেশের মধ্যে সেরা হতে চাই এবং তার জন্য আমি কঠিন পরিশ্রম করব, তাতে কিছু যায় আসে না ৷ যে সব খেলোয়াড়রা ইতিহাস তৈরি করেছে, তাঁরাও মানুষ ৷ উদাহরণ হিসেবে বলতে পারি, যদি সুনীল ছেত্রী দেশের হয়ে সর্বাধিক গোল করেন, তবে আমি তা ভাঙতে চাই ৷ আমি এটাকে নিজের কাছেই একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি ৷ আমি যদি নিজের কাছে প্রত্যাশা কমিয়ে দিই, তবে আমি কোথাও পৌঁছাতে পারব না।’’ এআইএফএফ-র ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি ৷

আরও পড়ুন : দুরন্ত অ্যালবিনো গোমস, চেন্নাইনের বিরুদ্ধে 1 পয়েন্ট ধরে রাখল কেরালা ব্লাস্টার্স

‘‘আমি যদি নিজের কাছে বেশি প্রত্যাশা করি এবং তার জন্য কঠোর পরিশ্রম করি, তবে তার থেকে কিছু ফিরে পেতে পারি ৷ কঠোর পরিশ্রম বিফলে যায় না ৷ আমি ভারতের সেরা খেলোয়াড় হতে চাই ৷ আর জন্য যা করতে হয় আমি করব।’’ সাক্ষাৎকারে জানান রাহুল কেপি ৷ তবে, ফুটবলার হিসেবে রাহুল কেপির কোনটা শক্তিশালী দিক এবং কোনটা দুর্বল, এ নিয়ে প্রশ্ন করা হলে, তাঁর ভবিষ্যৎ লক্ষ্য় নিয়েই জাবাব দেন রাহুল ৷ তিনি বলেন, ‘‘সেরা খেলোয়াড়দের পর্যায়ে পারফরম্যান্স করাটা আমার কাছে চ্যাঞ্জেলের ৷ তাই তাঁদের অনুসরণ করে ভবিষ্যতে সেরা হওয়াই আমার লক্ষ্য ৷’’

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি : সুনীল ছেত্রীর গোলের রেকর্ড ভাঙাই তাঁর লক্ষ্য ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন, কেরালা ব্লাস্টার্সের তরুণ স্ট্রাইকার রাহুল কেপি ৷ অনূর্ধ্ব 17 বিশ্বকাপ দলে খেলা এই ভারতীয় স্ট্রাইকার এবারের আইএসএলে নজরকাড়া পারফরম্যান্স করেছেন ৷

‘‘আমি দেশের মধ্যে সেরা হতে চাই এবং তার জন্য আমি কঠিন পরিশ্রম করব, তাতে কিছু যায় আসে না ৷ যে সব খেলোয়াড়রা ইতিহাস তৈরি করেছে, তাঁরাও মানুষ ৷ উদাহরণ হিসেবে বলতে পারি, যদি সুনীল ছেত্রী দেশের হয়ে সর্বাধিক গোল করেন, তবে আমি তা ভাঙতে চাই ৷ আমি এটাকে নিজের কাছেই একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি ৷ আমি যদি নিজের কাছে প্রত্যাশা কমিয়ে দিই, তবে আমি কোথাও পৌঁছাতে পারব না।’’ এআইএফএফ-র ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি ৷

আরও পড়ুন : দুরন্ত অ্যালবিনো গোমস, চেন্নাইনের বিরুদ্ধে 1 পয়েন্ট ধরে রাখল কেরালা ব্লাস্টার্স

‘‘আমি যদি নিজের কাছে বেশি প্রত্যাশা করি এবং তার জন্য কঠোর পরিশ্রম করি, তবে তার থেকে কিছু ফিরে পেতে পারি ৷ কঠোর পরিশ্রম বিফলে যায় না ৷ আমি ভারতের সেরা খেলোয়াড় হতে চাই ৷ আর জন্য যা করতে হয় আমি করব।’’ সাক্ষাৎকারে জানান রাহুল কেপি ৷ তবে, ফুটবলার হিসেবে রাহুল কেপির কোনটা শক্তিশালী দিক এবং কোনটা দুর্বল, এ নিয়ে প্রশ্ন করা হলে, তাঁর ভবিষ্যৎ লক্ষ্য় নিয়েই জাবাব দেন রাহুল ৷ তিনি বলেন, ‘‘সেরা খেলোয়াড়দের পর্যায়ে পারফরম্যান্স করাটা আমার কাছে চ্যাঞ্জেলের ৷ তাই তাঁদের অনুসরণ করে ভবিষ্যতে সেরা হওয়াই আমার লক্ষ্য ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.