ETV Bharat / sports

শাপমোচন ব্রাজ়িলের, 12 বছর পরে লাতিন অ্যামেরিকায় সাম্বা জাদুর জয় - Neymar

দীর্ঘ 12 বছর পর কোপা অ্যামেরিকা জিতল ব্রাজ়িল । ঘরের মাঠে পেরুকে 3-1 গোলে হারায় তারা ।

ব্রাজ়িল
author img

By

Published : Jul 8, 2019, 5:41 AM IST

রিও ডি জেনেইরো, 8 জুলাই : দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান । মারাকানা স্টেডিয়ামে পেরুকে 3-1 গোলে হারিয়ে কোপা অ্যামেরিকা জিতল ব্রাজ়িল । সেলেকাওদের হয়ে গোল করেন এভার্টন সোওয়ারেস, গ্যাব্রিয়েল জেসুস ও রিচারলিসন । পেরুর হয়ে একমাত্র গোলটি পাওলো গুয়েরেরোর ।

1950 সালে মারাকানায় বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে হেরেছিল ব্রাজ়িল । সেই মারাকানাতেই আজ ফাইনালে নেমেছিল ব্রাজ়িল । প্রতিপক্ষ পেরু । গ্রুপ লিগের ম্যাচে পেরুকে পাঁচ গোল দিয়েছিল ব্রাজিল । তাই ফাইনালে ফেভারিট হিসেবেই শুরু করেছিল তারা । তবু আশা-নিরাশার দোলাচলে ছিলেন সমর্থকরা । মারাকানায় শাপমুক্তির প্রার্থনা করছিল গোটা ব্রাজ়িল । প্রথমার্ধের 15 মিনিটে এভার্টনের গোলে এগিয়ে যায় সেলেকাওরা । 44 মিনিটে পেরুকে সমতায় ফেরান গুয়েরেরো । পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পেরুর তারকা । চলতি কোপা অ্যামেরিকায় প্রথমবার পরাস্ত হন ব্রাজ়িল গোলকিপার অ্যালিসন । এরপরই অঘটনের আশায় বুক বাঁধতে থাকেন পেরু সমর্থকরা । কিন্তু, চার মিনিট পরই সেই স্বপ্ন ধাক্কা খায় । প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের এগিয়ে যায় ব্রাজ়িল । এবার গোল করেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল ।

Gabriel Jesus
গোল করে উচ্ছ্বাস গ্যাব্রিয়েল জেসুসের

দ্বিতীয়ার্ধের 70 মিনিটে লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল । এর ফলে, শেষ 20 মিনিট দশজনেই খেলতে হয় ব্রাজ়িলকে । তাতে অবশ্য জয় আটকায়নি তাদের । বরং 90 মিনিটে পেনাল্টি থেকে গোল করে পেরুর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রিচারলিসন ।

  • Cuidado com o professor aí, galera! 😂⚽️🇧🇷

    A alegria e emoção de quem conquistou a Copa América no Maracanã. Parabéns, Tite! #JogaBola pic.twitter.com/bexxkcXOCT

    — CBF Futebol (@CBF_Futebol) July 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে 9 বার কোপা অ্যামেরিকা কাপ জিতল ব্রাজ়িল । 11 বার রানার্স হয়েছে । সাম্বা সমর্থকদের বক্তব্য, এবার যে খেতাব ব্রাজ়িলেই থাকছে তার ইঙ্গিত ছিল অভিশপ্ত বেলো হরিজ়েন্তের এস্তাদিও মিনেইরোতে আর্জেন্টিনাকে হারানো । 2014 সালের বিশ্বকাপে এই মাঠেই জার্মানির কাছে 7-1 গোলে হেরেছিল ব্রাজ়িল । চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারানোর পর সেই অদৃশ্য ফাঁড়া কেটে গেছিল । আর তাই গোটা টুর্নামেন্টে দলের সেরা তারকা নেইমার না থাকা বা কোনও বাধাই টলাতে পারেনি সেলেকাও ব্রিগেডকে ।

রিও ডি জেনেইরো, 8 জুলাই : দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান । মারাকানা স্টেডিয়ামে পেরুকে 3-1 গোলে হারিয়ে কোপা অ্যামেরিকা জিতল ব্রাজ়িল । সেলেকাওদের হয়ে গোল করেন এভার্টন সোওয়ারেস, গ্যাব্রিয়েল জেসুস ও রিচারলিসন । পেরুর হয়ে একমাত্র গোলটি পাওলো গুয়েরেরোর ।

1950 সালে মারাকানায় বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে হেরেছিল ব্রাজ়িল । সেই মারাকানাতেই আজ ফাইনালে নেমেছিল ব্রাজ়িল । প্রতিপক্ষ পেরু । গ্রুপ লিগের ম্যাচে পেরুকে পাঁচ গোল দিয়েছিল ব্রাজিল । তাই ফাইনালে ফেভারিট হিসেবেই শুরু করেছিল তারা । তবু আশা-নিরাশার দোলাচলে ছিলেন সমর্থকরা । মারাকানায় শাপমুক্তির প্রার্থনা করছিল গোটা ব্রাজ়িল । প্রথমার্ধের 15 মিনিটে এভার্টনের গোলে এগিয়ে যায় সেলেকাওরা । 44 মিনিটে পেরুকে সমতায় ফেরান গুয়েরেরো । পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পেরুর তারকা । চলতি কোপা অ্যামেরিকায় প্রথমবার পরাস্ত হন ব্রাজ়িল গোলকিপার অ্যালিসন । এরপরই অঘটনের আশায় বুক বাঁধতে থাকেন পেরু সমর্থকরা । কিন্তু, চার মিনিট পরই সেই স্বপ্ন ধাক্কা খায় । প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের এগিয়ে যায় ব্রাজ়িল । এবার গোল করেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল ।

Gabriel Jesus
গোল করে উচ্ছ্বাস গ্যাব্রিয়েল জেসুসের

দ্বিতীয়ার্ধের 70 মিনিটে লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল । এর ফলে, শেষ 20 মিনিট দশজনেই খেলতে হয় ব্রাজ়িলকে । তাতে অবশ্য জয় আটকায়নি তাদের । বরং 90 মিনিটে পেনাল্টি থেকে গোল করে পেরুর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রিচারলিসন ।

  • Cuidado com o professor aí, galera! 😂⚽️🇧🇷

    A alegria e emoção de quem conquistou a Copa América no Maracanã. Parabéns, Tite! #JogaBola pic.twitter.com/bexxkcXOCT

    — CBF Futebol (@CBF_Futebol) July 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে 9 বার কোপা অ্যামেরিকা কাপ জিতল ব্রাজ়িল । 11 বার রানার্স হয়েছে । সাম্বা সমর্থকদের বক্তব্য, এবার যে খেতাব ব্রাজ়িলেই থাকছে তার ইঙ্গিত ছিল অভিশপ্ত বেলো হরিজ়েন্তের এস্তাদিও মিনেইরোতে আর্জেন্টিনাকে হারানো । 2014 সালের বিশ্বকাপে এই মাঠেই জার্মানির কাছে 7-1 গোলে হেরেছিল ব্রাজ়িল । চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারানোর পর সেই অদৃশ্য ফাঁড়া কেটে গেছিল । আর তাই গোটা টুর্নামেন্টে দলের সেরা তারকা নেইমার না থাকা বা কোনও বাধাই টলাতে পারেনি সেলেকাও ব্রিগেডকে ।

RESTRICTIONS:
DIGITAL: SNTV clients only. No stand alone clip usage on any digital or social platform.
BROADCAST: SNTV clients only. No access Argentina, Bahrain, Iran, Iraq, Jordan, Kuwait, Lebanon, Oman, Palestine, Qatar, Saudi Arabia, Syria, United Arab Emirates, Yemen, Algeria, Chad, Egypt, Libya, Djibouti, Mauritania, Morocco, Somalia, Sudan & Tunisia, USA and Canada. Broadcasters in Brazil cannot use the material until two hours after the final whistle. Broadcasters in Japan cannot use the material until 12 hours after the final whistle. Maximum use 3 minutes except in Brazil where it is 2 minutes.
Broadcasters may distribute match highlights via a digital linear transmission simulcast of their news bulletins on their own fully-owned websites and mobile applications only. This simulcast cannot be via a social media platform. This digital simulcast must be geoblocked.  Use within 48 hours. International broadcasters (such as the BBC or CNN) are subject to all restrictions and embargos when they broadcast national or regional feeds (including but not limited to feeds dedicated to Brazil, Argentina, the Middle Eastern & North Africa, the USA and Canada). They are not subject to the restrictions and embargos when they broadcast their global feed. No advertising or sponsorship may be placed around the highlights in such a manner as might reasonably imply a connection or an association between any third party or third party's product or services and the event.
SHOTLIST: Maracana Stadium, Rio de Janeiro, Brazil. 7th July 2019.
+++PLEASE NOTE IT WILL BE AN UPDATE VERSION WITH THE TROPHY LIFTING+++
1. 00:00 Scenic
First half
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
SOURCE: CONMEBOL
DURATION: 02:14
STORYLINE:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.