রিও ডি জেনেইরো, 8 জুলাই : দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান । মারাকানা স্টেডিয়ামে পেরুকে 3-1 গোলে হারিয়ে কোপা অ্যামেরিকা জিতল ব্রাজ়িল । সেলেকাওদের হয়ে গোল করেন এভার্টন সোওয়ারেস, গ্যাব্রিয়েল জেসুস ও রিচারলিসন । পেরুর হয়ে একমাত্র গোলটি পাওলো গুয়েরেরোর ।
1950 সালে মারাকানায় বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে হেরেছিল ব্রাজ়িল । সেই মারাকানাতেই আজ ফাইনালে নেমেছিল ব্রাজ়িল । প্রতিপক্ষ পেরু । গ্রুপ লিগের ম্যাচে পেরুকে পাঁচ গোল দিয়েছিল ব্রাজিল । তাই ফাইনালে ফেভারিট হিসেবেই শুরু করেছিল তারা । তবু আশা-নিরাশার দোলাচলে ছিলেন সমর্থকরা । মারাকানায় শাপমুক্তির প্রার্থনা করছিল গোটা ব্রাজ়িল । প্রথমার্ধের 15 মিনিটে এভার্টনের গোলে এগিয়ে যায় সেলেকাওরা । 44 মিনিটে পেরুকে সমতায় ফেরান গুয়েরেরো । পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পেরুর তারকা । চলতি কোপা অ্যামেরিকায় প্রথমবার পরাস্ত হন ব্রাজ়িল গোলকিপার অ্যালিসন । এরপরই অঘটনের আশায় বুক বাঁধতে থাকেন পেরু সমর্থকরা । কিন্তু, চার মিনিট পরই সেই স্বপ্ন ধাক্কা খায় । প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের এগিয়ে যায় ব্রাজ়িল । এবার গোল করেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল ।
দ্বিতীয়ার্ধের 70 মিনিটে লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল । এর ফলে, শেষ 20 মিনিট দশজনেই খেলতে হয় ব্রাজ়িলকে । তাতে অবশ্য জয় আটকায়নি তাদের । বরং 90 মিনিটে পেনাল্টি থেকে গোল করে পেরুর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রিচারলিসন ।
-
Cuidado com o professor aí, galera! 😂⚽️🇧🇷
— CBF Futebol (@CBF_Futebol) July 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
A alegria e emoção de quem conquistou a Copa América no Maracanã. Parabéns, Tite! #JogaBola pic.twitter.com/bexxkcXOCT
">Cuidado com o professor aí, galera! 😂⚽️🇧🇷
— CBF Futebol (@CBF_Futebol) July 7, 2019
A alegria e emoção de quem conquistou a Copa América no Maracanã. Parabéns, Tite! #JogaBola pic.twitter.com/bexxkcXOCTCuidado com o professor aí, galera! 😂⚽️🇧🇷
— CBF Futebol (@CBF_Futebol) July 7, 2019
A alegria e emoção de quem conquistou a Copa América no Maracanã. Parabéns, Tite! #JogaBola pic.twitter.com/bexxkcXOCT
এই নিয়ে 9 বার কোপা অ্যামেরিকা কাপ জিতল ব্রাজ়িল । 11 বার রানার্স হয়েছে । সাম্বা সমর্থকদের বক্তব্য, এবার যে খেতাব ব্রাজ়িলেই থাকছে তার ইঙ্গিত ছিল অভিশপ্ত বেলো হরিজ়েন্তের এস্তাদিও মিনেইরোতে আর্জেন্টিনাকে হারানো । 2014 সালের বিশ্বকাপে এই মাঠেই জার্মানির কাছে 7-1 গোলে হেরেছিল ব্রাজ়িল । চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারানোর পর সেই অদৃশ্য ফাঁড়া কেটে গেছিল । আর তাই গোটা টুর্নামেন্টে দলের সেরা তারকা নেইমার না থাকা বা কোনও বাধাই টলাতে পারেনি সেলেকাও ব্রিগেডকে ।
-
Vamos no meio da festa brasileira no Maracanã! #CopaAmérica #JogaBola
— CBF Futebol (@CBF_Futebol) July 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
🎶 E VAI ROLAR A FESTAAAA... 🎶 pic.twitter.com/ws3kqsAbEz
">Vamos no meio da festa brasileira no Maracanã! #CopaAmérica #JogaBola
— CBF Futebol (@CBF_Futebol) July 7, 2019
🎶 E VAI ROLAR A FESTAAAA... 🎶 pic.twitter.com/ws3kqsAbEzVamos no meio da festa brasileira no Maracanã! #CopaAmérica #JogaBola
— CBF Futebol (@CBF_Futebol) July 7, 2019
🎶 E VAI ROLAR A FESTAAAA... 🎶 pic.twitter.com/ws3kqsAbEz