ETV Bharat / sports

স্বপ্নপূরণ নবাগতদের, সুনীলের প্রশংসায় বাইচুং

'স্বপ্ন পূরণ হল' জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর মন্তব্য নবাগতদের । সুনীল ছেত্রীকে শুভেচ্ছা বাইচুংয়ের ।

1
author img

By

Published : Jun 6, 2019, 9:55 PM IST

কলকাতা, 6 জুন : সুনীল ছেত্রীকে অভিনন্দন জানালেন বাইচুং ভুটিয়া । কিংস কাপে কুরাকাওয়ের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গেই ভারতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন ।

এতদিন দেশের হয়ে সর্বোচ্চ 107টি ম্যাচ খেলার রেকর্ড ছিল বাইচুং ভুটিয়ার দখলে । সুনীল রেকর্ড গড়লেন বাইচুং এর ম্যাচ খেলার রেকর্ড ভেঙে । খেললেন 108টি ম্যাচ । নতুন অধিনায়কের কাছে নজির হাতছাড়া হওয়ায় পাহাড়ি বিছে দুঃখিত নন । বরং অভিনন্দন জানিয়েছেন। বলেন, "আমি সুনীলের জন্য গর্বিত । ও অসাধারণ নেতা । দারুন ফুটবলার । আশা করব সুনীল এভাবেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখবে।" একই সঙ্গে তিনি জানিয়েছেন কলকাতায় যখন প্রথমবার সুনীল ছেত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন তখনই শেখার ইচ্ছে ও সাফল্য পাওয়ার খিদে দেখে বিস্মিত হয়েছিলেন ।

ভারতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরে খেলে চলেছেন সুনীল এবং তা নিয়ে প্রশ্ন তোলার কারণ দেখেন না বাইচুং। তাঁর মতে দলের অন্যতম সিনিয়র ফুটবলার হয়েও সবচেয়ে বেশি পরিশ্রম করে সুনীল । ফিটনেসে দলের বাকিদের সঙ্গে তুলনায় এগিয়ে থাকবেন । তাই খেলাটা উপভোগ করে আরও ভালো পারফরম্যান্সের কথা সুনীলকে বলতে চান বাইচুং ।

এই সংক্রান্ত আরও খবর : যাত্রা শুরুতেই হোঁচট স্টিমাচের, হারল ভারত

কিংস কাপে কুরাকাওয়ের বিরুদ্ধে ছয় জন নতুন ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ । প্রথমবার ভারতীয় দলের জার্সিতে অভিষেকের মুহূর্তকে সকলেই বলছেন, 'স্বপ্ন সত্যি হল।'

"জাতীয় সঙ্গীত গাইবার সময় আমি কেঁদে ফেলেছিলাম, "নিজের অনুভূতির কথা বলেছেন 24 বছর বয়সী ব্র্যান্ডন ফার্নান্ডেজ । সিনিয়র দলের হয়ে দেশের জার্সিতে প্রথম তাঁর জীবনের সেরা মুহূর্ত । রাহুল ভেকে বলেছেন এই দিনটার জন্যই এতদিন ঘাম রক্ত ঝরিয়েছেন । তা সার্থক হওয়ায় ভালো লাগছে তাঁর । শনিবার ভারতীয় দল কিংস কাপে পরবর্তী ম্যাচ খেলবে । কুরাকাওয়ের কাছে হারলেও ইগর স্টিমাচের মানসিকতার প্রশংসায় প্রাক্তনরা ।

কলকাতা, 6 জুন : সুনীল ছেত্রীকে অভিনন্দন জানালেন বাইচুং ভুটিয়া । কিংস কাপে কুরাকাওয়ের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গেই ভারতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন ।

এতদিন দেশের হয়ে সর্বোচ্চ 107টি ম্যাচ খেলার রেকর্ড ছিল বাইচুং ভুটিয়ার দখলে । সুনীল রেকর্ড গড়লেন বাইচুং এর ম্যাচ খেলার রেকর্ড ভেঙে । খেললেন 108টি ম্যাচ । নতুন অধিনায়কের কাছে নজির হাতছাড়া হওয়ায় পাহাড়ি বিছে দুঃখিত নন । বরং অভিনন্দন জানিয়েছেন। বলেন, "আমি সুনীলের জন্য গর্বিত । ও অসাধারণ নেতা । দারুন ফুটবলার । আশা করব সুনীল এভাবেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখবে।" একই সঙ্গে তিনি জানিয়েছেন কলকাতায় যখন প্রথমবার সুনীল ছেত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন তখনই শেখার ইচ্ছে ও সাফল্য পাওয়ার খিদে দেখে বিস্মিত হয়েছিলেন ।

ভারতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরে খেলে চলেছেন সুনীল এবং তা নিয়ে প্রশ্ন তোলার কারণ দেখেন না বাইচুং। তাঁর মতে দলের অন্যতম সিনিয়র ফুটবলার হয়েও সবচেয়ে বেশি পরিশ্রম করে সুনীল । ফিটনেসে দলের বাকিদের সঙ্গে তুলনায় এগিয়ে থাকবেন । তাই খেলাটা উপভোগ করে আরও ভালো পারফরম্যান্সের কথা সুনীলকে বলতে চান বাইচুং ।

এই সংক্রান্ত আরও খবর : যাত্রা শুরুতেই হোঁচট স্টিমাচের, হারল ভারত

কিংস কাপে কুরাকাওয়ের বিরুদ্ধে ছয় জন নতুন ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ । প্রথমবার ভারতীয় দলের জার্সিতে অভিষেকের মুহূর্তকে সকলেই বলছেন, 'স্বপ্ন সত্যি হল।'

"জাতীয় সঙ্গীত গাইবার সময় আমি কেঁদে ফেলেছিলাম, "নিজের অনুভূতির কথা বলেছেন 24 বছর বয়সী ব্র্যান্ডন ফার্নান্ডেজ । সিনিয়র দলের হয়ে দেশের জার্সিতে প্রথম তাঁর জীবনের সেরা মুহূর্ত । রাহুল ভেকে বলেছেন এই দিনটার জন্যই এতদিন ঘাম রক্ত ঝরিয়েছেন । তা সার্থক হওয়ায় ভালো লাগছে তাঁর । শনিবার ভারতীয় দল কিংস কাপে পরবর্তী ম্যাচ খেলবে । কুরাকাওয়ের কাছে হারলেও ইগর স্টিমাচের মানসিকতার প্রশংসায় প্রাক্তনরা ।

Intro:স্বপ্নপূরন হল নবাগতদের, সুনীলের প্রশংসায় বাইচুং

কলকাতা,৬জুনঃ সুনীল ছেত্রীকে অভিনন্দন জানালেন বাইচুং ভুটিয়া। কিংস কাপে কুরাকাওয়ের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গেই ভারতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন। এতদিন দেশের হয়ে সর্বোচ্চ ১০৭টি ম্যাচ খেলার রেকর্ড ছিল বাইচুং ভুটিয়ার দখলে। সুনীল রেকর্ড গড়লেন বাইচুং এর ম্যাচ খেলার রেকর্ড ভেঙে। নতুন অধিনায়কের কাছে নজির হাতছাড়া হওয়ায় পাহাড়ী বিছে দুঃখিত নন। বরং অভিনন্দন জানিয়েছেন। “ আমি সুনীলের জন্য গর্বিত। অসাধারণ নেতা। দারুন ফুটবলার ও। আশা করব সুনীল এভাবেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখবে” বলেছেন বাইচুং। একই সঙ্গে তিনি জানিয়েছেন কলকাতায় যখন প্রথমবার সুনীল ছেত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন তখনই শেখার ইচ্ছে ও সাফল্য পাওয়ার খিদে দেখে বিস্মিত হয়েছিলেন। ভারতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরে খেলে চলেছেন সুনীল এবং তা নিয়ে প্রশ্ন তোলার কারণ দেখেন না বাইচুং। তাঁর মতে দলের অন্যতম সিনিয়র ফুটবলার হয়েও সবচেয়ে বেশি পরিশ্রম করে সুনীল। ফিটনেসে দলের বাকিদের সঙ্গে তুলনায় এগিয়ে থাকবেন। তাই খেলাটা উপভোগ করে আরও ভালো পারফরম্যান্সের কথা সুনীলকে বলতে চান বাইচুং।
কিংস কাপে কুরাকাওয়ের বিরুদ্ধে ছয় জন নতুন ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। প্রথমবার ভারতীয় দলের জার্সিতে অভিষেকের মুহূর্তকে সকলেই বলছেন, “স্বপ্ন সত্যি হল।”
“জাতীয় সঙ্গীত গাইবার সময় আমি কেঁদে ফেলেছিলাম ,” নিজের অনুভুতির কথা বলেছেন ২৪ বছর বয়সী ব্র্যান্ডন ফার্নান্ডেজ। সিনিয়র দলের হয়ে দেশের জার্সিতে প্রথম তাঁর জীবনের সেরা মুহূর্ত। রাহুল বেকে বলেছেন এই দিনটার জন্যই এতদিন ঘাম রক্ত ঝরিয়েছেন। তা সার্থক হওয়ায় ভালো লাগছে তাঁর। শনিবার ভারতীয় দল কিংস কাপে পরবর্তী ম্যাচ খেলবে। কুরাকাওয়ের কাছে হারলেও ইগর স্টিমাচের মানসিকতার প্রশংসায় প্রাক্তনরা।Body:BaichungConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.