ETV Bharat / sports

খেলার পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও সফল শেখ সাহিল

কলা বিভাগে সাহিলের প্রাপ্ত নম্বর 54 শতাংশ । খেলা এবং পড়াশোনা চালিয়ে সফল হওয়ার নজির শুধু কষ্টসাধ্য নয়, একই সঙ্গে কৃতিত্বের । নতুন মরশুমের বল গড়ানোর অপেক্ষায় তরুণ মিডফিল্ডার । এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার খবরে খুশি তিনি ।

image
শেখ সাহিল
author img

By

Published : Jul 19, 2020, 12:27 AM IST

কলকাতা, 19 জুলাই : যে খেলে সে পড়াশোনাও করে । উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর এই কথাটিই শেখ সাহিলের জন্য প্রযোজ্য। মোহনবাগানের জার্সি গায়ে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্লাস টুয়েলভের পরীক্ষায় পাশ করলেন সাহিল ৷

কলা বিভাগে সাহিলের প্রাপ্ত নম্বর 54 শতাংশ । খেলা এবং পড়াশোনা চালিয়ে সফল হওয়ার নজির শুধু কষ্টসাধ্য নয়, একই সঙ্গে কৃতিত্বের । নতুন মরশুমের বল গড়ানোর অপেক্ষায় তরুণ মিডফিল্ডার । এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার খবরে খুশি তিনি । ফ্রান গঞ্জালেসের পাশে দাঁড়িয়ে প্রতিপক্ষ শিবিরের যাবতীয় আক্রমণ সামলেছেন । পাশ করার খবরে উচ্ছ্বসিত শেখ সাহিল বলছেন, কাজটি মোটেই সহজ ছিল না ।

আপাতত খেলা এবং পড়া একসঙ্গে চালিয়ে যেতে চান । মোহনবাগান অ্যাকাডেমি থেকে তিনি এবং শুভ ঘোষ উঠে এসেছিলেন । গোয়ায় চার্চিলের বিরুদ্ধে তাঁর দুরন্ত ফুটবল নজর কেড়েছিল জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের । ফুটবল সমালোচকরা শেখ সাহিলের মধ্যে ভবিষ্যতের তারকা হওয়ার মশলা দেখেছেন । ATK মোহনবাগান দলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে । তবে আত্মতুষ্ট হতে নারাজ শেখ সাহিল ৷

সাহিল বলছেন, ক্লাব পর্যায়ে ভালো ফুটবলের পাশাপাশি জাতীয় দলে খেলতে চান । তবে সেইজন্য তাড়াহুড়ো করতে রাজি নন । বরং ধাপে ধাপে এগোতে চান । পাশের খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দনের জোয়ার বইছে । তবে, তিনি অপেক্ষায় কিবু স্যারের বার্তার জন্য । কারণ স্প্যানিশ কোচ তাঁকে তারকার ভিড়ে হারিয়ে যেতে দেননি । বদলে প্রতিষ্ঠা পাওয়ার জন্য মঞ্চ গড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ।

কলকাতা, 19 জুলাই : যে খেলে সে পড়াশোনাও করে । উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর এই কথাটিই শেখ সাহিলের জন্য প্রযোজ্য। মোহনবাগানের জার্সি গায়ে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্লাস টুয়েলভের পরীক্ষায় পাশ করলেন সাহিল ৷

কলা বিভাগে সাহিলের প্রাপ্ত নম্বর 54 শতাংশ । খেলা এবং পড়াশোনা চালিয়ে সফল হওয়ার নজির শুধু কষ্টসাধ্য নয়, একই সঙ্গে কৃতিত্বের । নতুন মরশুমের বল গড়ানোর অপেক্ষায় তরুণ মিডফিল্ডার । এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার খবরে খুশি তিনি । ফ্রান গঞ্জালেসের পাশে দাঁড়িয়ে প্রতিপক্ষ শিবিরের যাবতীয় আক্রমণ সামলেছেন । পাশ করার খবরে উচ্ছ্বসিত শেখ সাহিল বলছেন, কাজটি মোটেই সহজ ছিল না ।

আপাতত খেলা এবং পড়া একসঙ্গে চালিয়ে যেতে চান । মোহনবাগান অ্যাকাডেমি থেকে তিনি এবং শুভ ঘোষ উঠে এসেছিলেন । গোয়ায় চার্চিলের বিরুদ্ধে তাঁর দুরন্ত ফুটবল নজর কেড়েছিল জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের । ফুটবল সমালোচকরা শেখ সাহিলের মধ্যে ভবিষ্যতের তারকা হওয়ার মশলা দেখেছেন । ATK মোহনবাগান দলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে । তবে আত্মতুষ্ট হতে নারাজ শেখ সাহিল ৷

সাহিল বলছেন, ক্লাব পর্যায়ে ভালো ফুটবলের পাশাপাশি জাতীয় দলে খেলতে চান । তবে সেইজন্য তাড়াহুড়ো করতে রাজি নন । বরং ধাপে ধাপে এগোতে চান । পাশের খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দনের জোয়ার বইছে । তবে, তিনি অপেক্ষায় কিবু স্যারের বার্তার জন্য । কারণ স্প্যানিশ কোচ তাঁকে তারকার ভিড়ে হারিয়ে যেতে দেননি । বদলে প্রতিষ্ঠা পাওয়ার জন্য মঞ্চ গড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.