ETV Bharat / sports

Bengal in Santosh Trophy : ছত্তিশগড়কে হারিয়ে সন্তোষ অভিযান শুরু বাংলার - Bengal in Santosh Trophy

দুর্বল প্রতিপক্ষকে পেয়ে জয় দিয়েই সন্তোষ ট্রফি অভিযান শুরু বাংলা ৷ কল্য়াণীতে রবিবার সন্তোষ ট্রফির প্রথম ম্য়াচে ছত্তিশগড়কে 2-0 হারাল বাংলা ৷

Bengal win
ছত্তিশগড়কে হারিয়ে সন্তোষ অভিযান শুরু বাংলার
author img

By

Published : Nov 21, 2021, 4:20 PM IST

Updated : Nov 21, 2021, 6:08 PM IST

কল্য়াণী, 21 নভেম্বর : দুর্বল প্রতিপক্ষকে পেয়ে জয় দিয়ে সন্তোষ ট্রফি (Santosh Trophy) অভিযান শুরু করল বাংলা (Bengal) ৷ কল্য়াণীতে রবিবার সন্তোষ ট্রফির ইস্ট জোন কোয়ালিফায়ারের প্রথম ম্য়াচে ছত্তিশগড়কে (Chhattisgarh) 2-0 হারাল তারা ৷ গোল করলেন সুব্রত মুর্মু (Subrata Murmu) এবং ফরদিন আলি মোল্লা (Fardin Ali Molla) ৷

কল্য়াণী স্টেডিয়ামে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের উপর জাঁকিয়ে বসে রঞ্জন ভট্টাচার্যের (Ranjan Bhattacharya) ছেলেরা ৷ প্রথমার্ধেই এদিন জোড়া গোলে এগিয়ে যায় বাংলা ৷ 16 মিনিটে প্রথম গোল করেন ইউনাইটেড স্পোর্টস জার্সিতে সদ্য় শেষ হওয়া কলকাতা লিগ মাতানো সুব্রত মুর্মু ৷ দ্বিতীয় গোলটি এটিকে মোহনবাগানের ফরদিন আলি মোল্লার ৷ 2021 কলকাতা লিগে ছোট দলগুলোর জার্সিতে দারুণ খেলা সুব্রত, রাহুল, সুকুরামের মত ফুটবলাররাই এবাপ সন্তোষে বাংলার সাফল্য়ের চাবিকাঠি ৷

আরও পড়ুন : SC East Bengal ISL Match : চিমার ডানায় ভর করেই আইএসএলে নামছে ইস্টবেঙ্গল

প্রথম ম্য়াচে গোল করে কোচের ভরসার মান রাখলেন সুব্রত, ফরদিন ৷ এমনিতে দুর্বল ছত্তিশগড়ের বিরুদ্ধে জয় নিয়ে খুব একটা সংশয় ছিল না কোচ রঞ্জন ভট্টাচার্যের ৷ তবে কিছুটা সাবধানী ছিলেন তিনি ৷ প্রস্তুতিতেও সন্তুষ্ট ছিলেন তিনি ৷ গোয়ার বিরুদ্ধে আগামী 25 নভেম্বর পরবর্তী ম্য়াচ খেলবে বাংলা ৷ মূলপর্বের যোগ্য়তা-অর্জনের জন্য় ওই ম্য়াচেও জয় দরকার রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের ৷

কল্য়াণী, 21 নভেম্বর : দুর্বল প্রতিপক্ষকে পেয়ে জয় দিয়ে সন্তোষ ট্রফি (Santosh Trophy) অভিযান শুরু করল বাংলা (Bengal) ৷ কল্য়াণীতে রবিবার সন্তোষ ট্রফির ইস্ট জোন কোয়ালিফায়ারের প্রথম ম্য়াচে ছত্তিশগড়কে (Chhattisgarh) 2-0 হারাল তারা ৷ গোল করলেন সুব্রত মুর্মু (Subrata Murmu) এবং ফরদিন আলি মোল্লা (Fardin Ali Molla) ৷

কল্য়াণী স্টেডিয়ামে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের উপর জাঁকিয়ে বসে রঞ্জন ভট্টাচার্যের (Ranjan Bhattacharya) ছেলেরা ৷ প্রথমার্ধেই এদিন জোড়া গোলে এগিয়ে যায় বাংলা ৷ 16 মিনিটে প্রথম গোল করেন ইউনাইটেড স্পোর্টস জার্সিতে সদ্য় শেষ হওয়া কলকাতা লিগ মাতানো সুব্রত মুর্মু ৷ দ্বিতীয় গোলটি এটিকে মোহনবাগানের ফরদিন আলি মোল্লার ৷ 2021 কলকাতা লিগে ছোট দলগুলোর জার্সিতে দারুণ খেলা সুব্রত, রাহুল, সুকুরামের মত ফুটবলাররাই এবাপ সন্তোষে বাংলার সাফল্য়ের চাবিকাঠি ৷

আরও পড়ুন : SC East Bengal ISL Match : চিমার ডানায় ভর করেই আইএসএলে নামছে ইস্টবেঙ্গল

প্রথম ম্য়াচে গোল করে কোচের ভরসার মান রাখলেন সুব্রত, ফরদিন ৷ এমনিতে দুর্বল ছত্তিশগড়ের বিরুদ্ধে জয় নিয়ে খুব একটা সংশয় ছিল না কোচ রঞ্জন ভট্টাচার্যের ৷ তবে কিছুটা সাবধানী ছিলেন তিনি ৷ প্রস্তুতিতেও সন্তুষ্ট ছিলেন তিনি ৷ গোয়ার বিরুদ্ধে আগামী 25 নভেম্বর পরবর্তী ম্য়াচ খেলবে বাংলা ৷ মূলপর্বের যোগ্য়তা-অর্জনের জন্য় ওই ম্য়াচেও জয় দরকার রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের ৷

Last Updated : Nov 21, 2021, 6:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.