লেভারকুসেন, 7 জুন: বর্ণবিদ্বেষের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ৷ শনিবার রাতে লেভারকুসেনের বিরুদ্ধে বুন্দেশলিগার ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ ৷ সেই ম্যাচে Black lives matter আর্মব্যান্ড পরে খেলতে দেখা গেল বায়ার্নের ফুটবলারদের ৷
শুধু আর্মব্যান্ডই নয়, জার্সিতেও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বার্তা দিয়েছে বায়ার্ন ৷ ফুটবলারদের জার্সিতে হ্যাশট্যাগ Black Lives Matter ছাড়াও ক্লাবের স্লোগান "Reds Against Racism" লেখা ছিল ৷ এই বিষয়ে ক্লাবের প্রেসিডেন্ট হারবার্ট হেইনার বলেছেন,"FC বায়ার্ন এমন একটি বিশ্বের পক্ষে রয়েছে যেখানে বর্ণবাদ, বৈষম্য, ঘৃণা, অবিচার, হিংসার কোনও স্থান নেই ৷ জর্জ ফ্লয়েডের মৃত্য়ু আমাদের সবাইকে হতাশ করেছে ৷"
শ্বেতাঙ্গ পুলিশের হেপাজতে অ্যাফ্রো-অ্যামেরিকান যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে সরব হয়েছে ক্রীড়াদুনিয়া ৷ ফ্লয়েডকে শ্রদ্ধা জানিয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে বুন্দেশলিগার ফুটবলারদের ৷ কয়েকদিন আগেই বুন্দেশলিগায় প্রথম হ্যাটট্রিক করে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জানান বরুসিয়া ডর্টমুন্ডের ফুটবলার জর্ডন স্যাঞ্চো । তাঁর জার্সিতে লেখা ছিল "জাস্টিস ফর জর্জ" ৷ এছাড়াও হাকিমি, জর্ডন সঞ্চো, ওয়েস্টন মাকইয়েনি ও মার্কাস থুরামকে খেলার মাঠে প্রতিবাদ জানাতে দেখা গেছে ৷