ETV Bharat / sports

মিশন "হেক্সা"-য় বাভারিয়ানদের সামনে মেক্সিকোর বাঘেরা - Qatar

ঐতিহাসিক হেক্সার সামনে দাঁড়িয়ে প্রত্যয়ী টিম বায়ার্ন । সামনে সদ্য কনকাফাফ জয়ী মেক্সিকোর টাইগার ইউএএনএল । এদিকে ইতিহাসের সামনে মেক্সিকোর টাইগার ইউএএনএল । কনকাফের প্রত দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিকার্ডো ফেরাত্তির ছেলেরা ।

ggggg
ggggg
author img

By

Published : Feb 10, 2021, 7:35 PM IST

অল রায়ান (কাতার ) , 10 ফেব্রুয়ারি : ইতিহাসের সামনে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ । এক মরসুমে ষষ্ঠ শিরোপার সামনে বাভারিয়ানরা । 2009 সালে পেপ গোয়ার্দিওলার বার্সেলোনা প্রথম দল হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক 6 টি শিরোপা জিতেছিল ।

ঐতিহাসিক হেক্সার সামনে দাঁড়িয়ে প্রত্যয়ী টিম বায়ার্ন । সামনে সদ্য কনকাফাফ জয়ী মেক্সিকোর টাইগার ইউএএনএল । কাতারে নেমে সেমিফাইনালের আগে অনুশীলনেরও সুযাগ পায়নি হানসি ফ্লিকের ছেলেরা । তবে ফাইনালে ওঠার পথে অল আহলিকে হারাতে বেশি বেগ পেতে হয়নি বাভারিয়ানদের । সৌজন্যে লেওয়ানডস্কির জোড়া গোল ।

আরও পড়ুন : ‘‘এত উৎসব করো না, সতর্ক করেছিলাম’’, হিন্দি টুইটে ভারতকে খোঁচা পিটারসনের

এদিকে ইতিহাসের সামনে মেক্সিকোর টাইগার ইউএএনএল । কনকাফের প্রত দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিকার্ডো ফেরাত্তির ছেলেরা । পর পর দুটো ম্যাচে হাড্ডাহাডি লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে মেক্সিকান টাইগার্স । দ্বিতীয় রাউন্ডে উলসান হুন্ডাই এফসির বিরুদ্ধে 2-1 জয় ছিনিয়ে নেয় টাইগার শিবির । সেমিফাইনালে শক্তিশালি পালমেইরাসকেও 1-0 গোলে রুখে দেয় ফেরাত্তির ছেলেরা ।

আরও পড়ুন : দ্বিতীয় রাউন্ডে ধৈর্যের পরীক্ষা দিয়ে জয় জোকোভিচের

দুই দলই দাঁড়িয়ে ইতিহাসের সামনে , প্রেক্ষাপটও ঐতিহাসিক । জার্মান আগ্রাসন বনাম মেক্সিকান রক্ষণের জমজমাট লড়াইয়ের সাক্ষী থাকতে তৈরি অল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামও ।

অল রায়ান (কাতার ) , 10 ফেব্রুয়ারি : ইতিহাসের সামনে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ । এক মরসুমে ষষ্ঠ শিরোপার সামনে বাভারিয়ানরা । 2009 সালে পেপ গোয়ার্দিওলার বার্সেলোনা প্রথম দল হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক 6 টি শিরোপা জিতেছিল ।

ঐতিহাসিক হেক্সার সামনে দাঁড়িয়ে প্রত্যয়ী টিম বায়ার্ন । সামনে সদ্য কনকাফাফ জয়ী মেক্সিকোর টাইগার ইউএএনএল । কাতারে নেমে সেমিফাইনালের আগে অনুশীলনেরও সুযাগ পায়নি হানসি ফ্লিকের ছেলেরা । তবে ফাইনালে ওঠার পথে অল আহলিকে হারাতে বেশি বেগ পেতে হয়নি বাভারিয়ানদের । সৌজন্যে লেওয়ানডস্কির জোড়া গোল ।

আরও পড়ুন : ‘‘এত উৎসব করো না, সতর্ক করেছিলাম’’, হিন্দি টুইটে ভারতকে খোঁচা পিটারসনের

এদিকে ইতিহাসের সামনে মেক্সিকোর টাইগার ইউএএনএল । কনকাফের প্রত দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিকার্ডো ফেরাত্তির ছেলেরা । পর পর দুটো ম্যাচে হাড্ডাহাডি লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে মেক্সিকান টাইগার্স । দ্বিতীয় রাউন্ডে উলসান হুন্ডাই এফসির বিরুদ্ধে 2-1 জয় ছিনিয়ে নেয় টাইগার শিবির । সেমিফাইনালে শক্তিশালি পালমেইরাসকেও 1-0 গোলে রুখে দেয় ফেরাত্তির ছেলেরা ।

আরও পড়ুন : দ্বিতীয় রাউন্ডে ধৈর্যের পরীক্ষা দিয়ে জয় জোকোভিচের

দুই দলই দাঁড়িয়ে ইতিহাসের সামনে , প্রেক্ষাপটও ঐতিহাসিক । জার্মান আগ্রাসন বনাম মেক্সিকান রক্ষণের জমজমাট লড়াইয়ের সাক্ষী থাকতে তৈরি অল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.