বার্সেলোনা, 1 জুন : দলবদলের বাজারে বড় চমক দিল বার্সেলোনা ৷ আর্জেন্টিনার তারকা ফুটবলার সার্জিও অ্যাগুয়েরোকে সই করাল বার্সা ৷ সোমবার স্পেনে মেডিক্যাল পরীক্ষা হয় তাঁর ৷ দু’দিন আগেই চেলসির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলেছেন অ্যাগুয়েরো ৷
বার্সেলোনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর, 1 জুন থেকে বার্সেলোনায় খেলবেন সার্জিও অ্যাগুয়েরো ৷ 100 মিলিয়ন ইউরোতে 2022-23 মরসুম পর্যন্ত বার্সেলোনার সঙ্গে তাঁর চুক্তি করা হয়েছে ৷
ম্যান সিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর আজ থেকেই মেসিদের দলে যোগ দেবেন এই আর্জেন্টাইন তারকা ৷ যদিও এর আগেও লা-লিগায় খেলার অভিজ্ঞতা আছে অ্যাগুয়েরোর ৷ 2011 সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন অ্যাগুয়েরো ৷ তারপর 35 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন তিনি ৷
আরও পড়ুন : সাদা-কালো ফ্রেমে তেন্ডুলকর পরিবার, উপলক্ষটা কী ?
ম্যাঞ্চেস্টার সিটিতে এক দশক কাটিয়ে ফেলা অ্যাগুয়েরো 389টি ম্যাচে ক্লাবের সর্বোচ্চ 260টি গোল করেছেন ৷ ম্যাঞ্চেস্টার সিটির হয়ে পাঁচবার ইংল্যান্ড সেরার খেতাব জিতেছেন অ্যাগুয়েরো ৷