মাদ্রিদ, 7 ফেব্রুয়ারি : এক দশকে প্রথম বার ৷ ‘কোপা দেল রে’ -র কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল দুই স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ৷ প্রথমে রিয়াল সোসিদাদের কাছে ঘরের মাঠে 4-3 গোলে হারে রিয়াল মাদ্রিদ ৷ অন্যদিকে লিও মেসির বার্সেলোনা 1-0 গোলে হারে অ্যাতলেটিকো বিলবাওয়ের কাছে ৷
2009-10 মরশুমের পর থেকে প্রতিবারই বার্সা ও রিয়ালের মধ্যে একটি টিম সেমিফাইনাল খেলেছে ৷ শেষ ছয় বছর ফাইনাল খেলেছে বার্সেলোনা ৷ এই ম্যাচের আগে টানা 8 ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ ৷ অন্যদিকে শেষ ছয় বছরে প্রথম বার কোপার সেমিফাইনালে পৌঁছাল রিয়াল সোসিদাদ ৷ এদিকে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের তিন মিনিটে গোল করে বার্সেলোনাকে হারায় অ্যাতলেটিকোর ইনাকি উইলিয়ামস ৷
কোচ বদলের পর থেকেই নানা সমস্যায় পড়েছে বার্সা ৷ ফুটবলারদের সঙ্গে ক্লাব কর্তাদেরও ঝামেলার কথা প্রকাশ্যে এসেছে ৷ কোপার সেমিফাইনাল হবে দুটি পর্বে ৷ হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে খেলা হবে ৷